Topic: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

আমার নাম ভবঘুরে
তোমার নাম কি?
মেয়েটি চোখ মুখ পাকিয়ে বলে-
যা ভাগ মানকি!


মানকি উপাদি পেয়েও ভবঘুরে
মাইন্ড একটুও করে না।
মেয়েদের পিছু পিছু ঘুরার দায়িত্ব থেকে
সে একটুও সরে না।


এই হচ্ছে আমাদের ভবঘুরে
রংমহলের এডু
প্রায় সময়ই মেয়েদের ধমক খায়
কথা শুনে কটু।


ভবঘুরের কোথাও প্রেয় হয় না
পোড়া কপাল তার
তবুও বুকে ধৈয্য নিয়ে
করছিলো দিবা-রাত্রি পার।


ভব কাহিল দিবারাত্রি কেবল মেয়েদের পিছে ঘুরে
মেয়ে দেখলেই সিস দেয়
গান গায় বে-সুরে।


ভবোর প্রেমিকের নামটি জান
নাম হলো তার- সুমি
তাকে যদি না পায়
তাহলে জীবন হবে নাকি মরুভূমি।


ও সুমি....ও সুমি.... ভব গায় গান
ভবোর বাবা পিছন থেকে শুনে বলে-
রাখলিনা তুই আমার মান সম্মান।
আজকে তুই বাড়ি আস....
দেখবি তখন মজা
চামড়া ছিলে লবন লাগাবো
ডান্ডা মেরে করবো তোকে সোজা।


ভব কেদে কেদে বলে-
বাপজান, বিয়ের বয়স হয়েছে আমার,
সেদিকে নাই তোমার দৃষ্টি
ঠিক টাইমে বিয়ে দিলে
এখন তুমি দাদু হতা,
খেতে পারতা নতুন অতিথির মিষ্টি।
কেন তুমি আমার প্রেমে
বাধার দেয়াল করছো সৃষ্টি।

জাতির বিবেকের কাছে প্রশ্ন:


ভবঘুরে বিয়ের বয়স্কা হওয়া সত্বেও কেন তাকে তার পরিবার বিয়ে দিচ্ছেন না? কেন তিনি আগানে-বাগানে ঘুরে বেড়াচ্ছেন? তার নাম ভবঘুরে বলেই কি তাকে আজীবন মেয়েদের পিছু পিছু ঘুর ঘুর করতে হবে? কেন তার একটা গতি হচ্ছে না? কেন? কেন? (সিনেমার মতো “কেন” শব্দটা বারবার প্রতিদ্ধনি হতেই থাকবে, এই কেন শব্দটা বাংলা সিনেমা থেকে চুরি করা big grin )

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

rolling on the floor   rolling on the floor   rolling on the floor  ভব ভাই কে এরকম বাঁশ যুক্ত একটি কবিতা উপহারের জন্য একটি রেপু।  rolling on the floor    rolling on the floor

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

রেপু দেবার জন্য ধন্যবাদ :কোলাকুলি:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

কিন্তু পলাশ ভাই কাহিনীর সাথে আপনারও জীবন কাহিনীরও কিছুটা মিল পাচ্ছি যে? :চিন্তা:  :চিন্তা:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

ওয়াও জটিল লিখছেন।  big grin  big grin



Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

উপল BD wrote:

কিন্তু পলাশ ভাই কাহিনীর সাথে আপনারও জীবন কাহিনীরও কিছুটা মিল পাচ্ছি যে? :চিন্তা:  :চিন্তা:

মিয়া আমি কি প্রেম করি নাকি যে আমার সাথে মিল পাবেন

মেহেদী হাসান wrote:

ওয়াও জটিল লিখছেন।  big grin  big grin

ধন্যবাদ

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

পলাশ মাহমুদ wrote:

মিয়া আমি কি প্রেম করি নাকি যে আমার সাথে মিল পাবেন

না মানে ভাই একসময় ঘুরতেন কিনা তাই বললাম আর কি? big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

ভাল



Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

সুন্দর হয়েছে...!
ধন্যবাদ পলাশ ভাই।



Re: জাতির বিবেকের কাছে প্রশ্ন?

সবাইকে ধন্যবাদ এভারেজে। big grin

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!