Topic: জাতির বিবেকের কাছে প্রশ্ন?
আমার নাম ভবঘুরে
তোমার নাম কি?
মেয়েটি চোখ মুখ পাকিয়ে বলে-
যা ভাগ মানকি!
মানকি উপাদি পেয়েও ভবঘুরে
মাইন্ড একটুও করে না।
মেয়েদের পিছু পিছু ঘুরার দায়িত্ব থেকে
সে একটুও সরে না।
এই হচ্ছে আমাদের ভবঘুরে
রংমহলের এডু
প্রায় সময়ই মেয়েদের ধমক খায়
কথা শুনে কটু।
ভবঘুরের কোথাও প্রেয় হয় না
পোড়া কপাল তার
তবুও বুকে ধৈয্য নিয়ে
করছিলো দিবা-রাত্রি পার।
ভব কাহিল দিবারাত্রি কেবল মেয়েদের পিছে ঘুরে
মেয়ে দেখলেই সিস দেয়
গান গায় বে-সুরে।
ভবোর প্রেমিকের নামটি জান
নাম হলো তার- সুমি
তাকে যদি না পায়
তাহলে জীবন হবে নাকি মরুভূমি।
ও সুমি....ও সুমি.... ভব গায় গান
ভবোর বাবা পিছন থেকে শুনে বলে-
রাখলিনা তুই আমার মান সম্মান।
আজকে তুই বাড়ি আস....
দেখবি তখন মজা
চামড়া ছিলে লবন লাগাবো
ডান্ডা মেরে করবো তোকে সোজা।
ভব কেদে কেদে বলে-
বাপজান, বিয়ের বয়স হয়েছে আমার,
সেদিকে নাই তোমার দৃষ্টি
ঠিক টাইমে বিয়ে দিলে
এখন তুমি দাদু হতা,
খেতে পারতা নতুন অতিথির মিষ্টি।
কেন তুমি আমার প্রেমে
বাধার দেয়াল করছো সৃষ্টি।
জাতির বিবেকের কাছে প্রশ্ন:
ভবঘুরে বিয়ের বয়স্কা হওয়া সত্বেও কেন তাকে তার পরিবার বিয়ে দিচ্ছেন না? কেন তিনি আগানে-বাগানে ঘুরে বেড়াচ্ছেন? তার নাম ভবঘুরে বলেই কি তাকে আজীবন মেয়েদের পিছু পিছু ঘুর ঘুর করতে হবে? কেন তার একটা গতি হচ্ছে না? কেন? কেন? (সিনেমার মতো “কেন” শব্দটা বারবার প্রতিদ্ধনি হতেই থাকবে, এই কেন শব্দটা বাংলা সিনেমা থেকে চুরি করা )
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!