Topic: ৯৪ বছর বয়সে বাবা!

সম্প্রতি ভারতের এক কৃষক ৯৪ বছর বয়সে বাবা হয়েছেন। রাঘব রামজিত নামের এই কৃষকই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক বাবা। খবর মোমেন্টো অনলাইন-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, রাঘব রামজিত তার একমাত্র ছেলের নাম রেখেছেন করমজিত। ভারতের সরকারি হাসপাতালে স্বাভাবিক জন্মই হয়েছে করমজিতের।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রাঘবের দ্বিতীয় স্ত্রী শকুন্তলার সন্তান এটি। তার প্রথম স্ত্রী ১৫ বছর আগেই মারা গেছেন। প্রথম স্ত্রী বিয়োগের পরই তিনি শকুন্তলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।
রাঘব সরকারি পেনশন পান এবং মাঠে কাজ করেন। তাদের সম্পত্তি বলতে আছে দুটি গরু।

নয়াদিল্লী’র খারখোদা হাসপাতালের চিকিৎসকরা এখন করমজিত রাঘবেরই সন্তান এটা মেনে নিয়েও এই বিস্ময় কাটাতে ক্লিনিক্যাল টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। পরীক্ষার ফল জানা গেলেই রাঘব হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক গর্বিত বাবা।
http://g.imagehost.org/0683/94_years_father.jpg

উল্লেখ্য, সবচেয়ে বেশি বয়সে বাবা হবার আগের রেকর্ডটিও ভারতেরই এক কৃষকের। নানু রাম যোগী নামের ভারতীয় এই কৃষক ২০০৭ সালে ৯০ বছর বয়সে বাবা হবার রেকর্ড করেছিলেন। রাজস্থানের বাসিন্দা নানু রাম যোগীর সেটি ছিল ২২ তম সন্তান।

গবেষকরা জানিয়েছেন, ৮০ বছর বয়সের পরে কেবল শতকরা ১০ ভাগ শুক্রাণুই কার্যক্ষম থাকে। এই বয়সে পুরুষের প্রজনন ক্ষমতাও কমে যায়।

হোয়াট এ পাওয়ার!!! :অবাক:  :অবাক: আশা রাখি আমারও অল্প বিস্তর থাকবে।  love struck  love struck

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ৯৪ বছর বয়সে বাবা!

জটিল খবর দিলা!  ;q

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ৯৪ বছর বয়সে বাবা!

বিশ্বে জনসংখ্যা বাড়াইতেছে এই রকম বয়স্ক লোক গুলা । ছবিতে বাচ্চা তো মাশআল্লা দিলে অনেক সুন্দর হইছে । যাক আপনারা কেউ বেশী বয়সে বাচ্চার জন্য ট্রাই কইরেন না ।  :lol:  :lol:  :lol:



Re: ৯৪ বছর বয়সে বাবা!

মেহেদী হাসান wrote:

ছবিতে বাচ্চা তো মাশআল্লা দিলে অনেক সুন্দর হইছে ।

এক্কেবারে বাবার মত হইছে।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg