You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → ভিন্ন জগত → আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।
tazkianur wrote:রাজশাহীর মশাগুলাকে অভিশাপ দিচ্ছি
![]()
"আমার আল্লাহয় করবে তোমাদের বিচার ..."
মশারী আছে না?মশারীর মধ্যে ঢুকে "বাবু" হয়ে লেখাপড়া করো।
মশারী আছে কিন্তু টঙ্গাবে কে???
আমি দরকার হলে না ঘুমিয়ে জেগে থাকব কিন্তু তাও মশারী টাঙ্গাব না,এই ব্যাপারে শিওর 
শ্বশুর বাড়ি না স্বামীর ঘর 
tazkianur wrote:আমি দরকার হলে না ঘুমিয়ে জেগে থাকব কিন্তু তাও মশারী টাঙ্গাব না,এই ব্যাপারে শিওর
আলসে।শশুর বাড়ি গেলে তখন বুঝবে মজা।
![]()
ইনশাআল্লাহ আমার মা বাবা একটা ভালো ছেলে খুঁজে পাবে আমার জন্য

অনেক দিন পর বাসায় আসলাম

অনেক দিন পর ঢাকায় আসলাম 
উপল BD wrote:tazkianur wrote:আমি দরকার হলে না ঘুমিয়ে জেগে থাকব কিন্তু তাও মশারী টাঙ্গাব না,এই ব্যাপারে শিওর
আলসে।শশুর বাড়ি গেলে তখন বুঝবে মজা।
![]()
ইনশাআল্লাহ আমার মা বাবা একটা ভালো ছেলে খুঁজে পাবে আমার জন্য
![]()
ভালো ছেলে বলতে আপনি কি বুঝাচ্ছেন। আপনি যেমন অলস। তাতে করে তো ভালো ছেলের বদলি ভালো একটা কাজের ছেলে আপনার প্রয়োজন। যে কিনা আপনার সব কাজ করে দিবে 

tazkianur wrote:উপল BD wrote:আলসে।শশুর বাড়ি গেলে তখন বুঝবে মজা।
![]()
ইনশাআল্লাহ আমার মা বাবা একটা ভালো ছেলে খুঁজে পাবে আমার জন্য
![]()
ভালো ছেলে বলতে আপনি কি বুঝাচ্ছেন। আপনি যেমন অলস। তাতে করে তো ভালো ছেলের বদলি ভালো একটা কাজের ছেলে আপনার প্রয়োজন। যে কিনা আপনার সব কাজ করে দিবে
দেখি আম্মুর সাথে আলোচনা করে,আম্মু কি বলে এই ব্যাপারে
পলাশ মাহমুদ wrote:ভালো ছেলে বলতে আপনি কি বুঝাচ্ছেন। আপনি যেমন অলস। তাতে করে তো ভালো ছেলের বদলি ভালো একটা কাজের ছেলে আপনার প্রয়োজন। যে কিনা আপনার সব কাজ করে দিবে
![]()
![]()
পলাশ ভাই অন ফায়ার।
অনেক মজা লাগছে তাই না উপল ভাইয়া??
tazkianur wrote:অনেক মজা লাগছে তাই না উপল ভাইয়া??
আমি তো সব কিছুর মধ্যেই মজা খুজি।
![]()
বুঝলাম না। উপল বিড়ি ভাই এতো মজা কোথা থেকে পান?
আজকে চশমা না নিয়ে অফিসে চলে এসেছি। এখন চোখ এর পাতা বুঝে আসছে মনিটরের দিকে তাকালে। কি বিরাট প্রবলেমে পরা গেলো


অনেক দিন পরে বাসায় আসলাম,আমার ছোট্ট ভাই খুব উৎসাহ নিয়ে বাসার জিনিষপএ দেখাচ্ছে "তুমি কি জান এইটা কেনা হয়েছে...ওইটা কেনা হয়েছে"...ভাবটা কেমন যেন,মনে হচ্ছে আমি বাইরের কেউ,বেড়াতে এসেছি
এই বাসার কোথায় কি আছে আমি যেন জানি না। আম্মু বাবা খুবই আদর যত্ন করছে,মেহমানের মত লাগছে নিজেকে
মনটা তাই বড়ই খারাপ
ছোট্ট ভাই বোনের কাছে অনেক দূরের মানুষ হয়ে যাচ্ছি মনে হয় 
কাইন্দোনা
,
যে কই দিন বাড়ি থাকবা সে কইদিন বড় কাতল আর বোয়াল মার। দেখবা হলে এসে খুব মিস করবা।
ছোট্ট ভাই বোনের কাছে অনেক দূরের মানুষ হয়ে যাচ্ছি মনে হয়
আগে এটা আমার ও মনে হতো, এখন এনজয় করি, কারণ নিজের বাসায় খাতির যত্ন বেশি পাই।
আবারো নতুন একটা দিন! নতুন একটা জীবনের সূচনা 

খুব নিরবে বিদা্য নিচ্ছি,ফিরব কবে এখন ও জানি না 
চাই তাড়াতাড়িই ফিরে আসো!
The Mechanic (2011)
বুদ্ধিভিত্তিক একশন মুভি,আর Jason Statham আমার অন্যতম ফেভারিট নায়ক।
ব্যক্তিগত রেটিং- 8/10
দেখতে পারেন,আশা করি ভালোই লাগবে।
আজকে আমাদের বাসায় আমার নতুন ভাবী এসেছেলিন,বিয়ের পর এই প্রথম এলেন আমাদের বাসায়। এই মানুষটাকে দেখি আর ভাবি একটা মানুষ কতটা ভাল হতে পারে। কিছু মানুষ এত ভাল হয় কেন? একজন ভাল মানুষ (যাকে দেখেই-কথা শুনেই মানুষের মনটা ভাল হয়ে যায়)হতে পারলে আর জীবনে কি কিছু চাওয়ার থাকে?
আজকে রাজশাহীতে ফিরলাম।সকালে ঘুমাচ্ছিলাম,আম্মু ডেকে বলল,"তোমার ভাই বোন স্কুলে চলে যাচ্ছে,দেখা করে নাও নাহলে আর দেখা হবে না।" উঠে পাশের ঘরে গেলাম,দেখি আমার ভাই চোখ বন্ধ করেই শুয়ে শুয়ে নাস্তা খাচ্ছে!!! আমি গিয়ে বললাম "গিট্টু মি্য়া(!!!),আমি তো চলে যাব তোমার সাথে আর তো দেখা হবে না,আমি ও তোমার সাথে একটু শুয়ে থাকি?" তখন আমার ভাই আমাকে জড়িয়ে ধরে ছোট্ট হয়ে চুপ করে শুয়ে থাকল,ওর ছোট্ট শরীরটা কান্নায় কেঁপে উঠছিল। ওই সময় আমার মনটা এত খারাপ হল যে ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি
মনটা খুবই খারাপ 
বাসা ছেড়ে আবার হলে আসতে কারোর এ ভাল লাগে না! আমিও আগামীকাল কম্যুনিটি মেডিসিন এর আরএফএসটি টূর এ যাচ্ছি, বেশ কদিন হইত ফোরামে আসতে পারব না।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → ভিন্ন জগত → আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৫ seconds (৭৭.৪% PHP - ২২.৬% DB) with ১২ queries