
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → ভিন্ন জগত → আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।
আর তাই মনের সেই উড়ালচণ্ডী কথাবার্তা শেয়ার করার জন্য এই টপিক চালু করা।
সাম্বার তালে তালে ব্রাজিল শুরু করলো তাদের হেক্সা মিশন,আশা রাখি ব্রাজিল ভক্তদের তারা হতাশ করবে না।
খুবই ভালো একটা উদ্যোগ (y)
না ব্রাজিল ভক্তরা হতাশ হইনি।
ব্রাজিল তো খেলতেই পার্লো না। কাকা না চাচা রে তো দেখবার এ পারলাম না। সেই তুলনায় মেসি তো তর নাম এর মর্যাদা রেখেছে, কী বলেন? আর আর্জেন্টিনা গোল তো খাই নি,সো আর্জেন্টিনা ইস দা বেস্ট।
ব্রাজিল তো খেলতেই পার্লো না। কাকা না চাচা রে তো দেখবার এ পারলাম না। সেই তুলনায় মেসি তো তর নাম এর মর্যাদা রেখেছে, কী বলেন? আর আর্জেন্টিনা গোল তো খাই নি,সো আর্জেন্টিনা ইস দা বেস্ট।
দুঃখিত ! আমি আপনার সাথে দ্বি-মত প্রকাশ করছি,
সারাক্ষন ব্রাজিলের খেলোয়াড়দের পায়েই ছিল বল আর আপনি বলছেন খেলতেই পার্লো না !
হ্যাঁ, আমিও স্বীকার করছি মেসি'র তুলনাশুধুই মেসি।
আর আর্জেন্টিনার গোল হয়নিঃ
ফিফার রেফারি কমিটি পরিষ্কার বলে দিয়েছে, আর্জেন্টিনার করা একমাত্র গোলটি অবশ্যই বাতিল করা উচিত ছিল রেফারির। ম্যাচের ভিডিও দেখে কমিটি নিশ্চিত হয়েছে, গ্যাব্রিয়েল হেইঞ্জ গোল করার ঠিক আগ মুহূর্তে ওয়াল্টার স্যামুয়েল ফাউল করেছিলেন। এই ঘটনা এড়িয়ে গিয়ে গোলকে বৈধ ঘোষণা করে দেওয়ায় জার্মান রেফারি উলফগ্যাং স্টার্কের তীব্র সমালোচনা করেছে রেফারি কমিটি।
স্প্যানিশ পত্রিকা ওলেতে প্রকাশিত রিপোর্টের ভাষ্য অনুযায়ী, রেফারি কমিটি কর্নার কিক বা ফ্রি-কিকের সময় এ ধরনের ফাউলে চোখ রাখার জন্য তাগিদ দিয়েছে রেফারিদের।
ঘটনাটা ঘটেছিল হুয়ান সেবাস্টিয়ান ভেরন কর্নার কিক নেওয়ার সময়। কর্নার কিকের বল বাতাসে ভাসা মাত্রই স্যামুয়েল নাকি আঁকড়ে ধরেছিলেন চিনেদু ওবাসিকে। ফলে ওবাসি আর এগিয়ে গিয়ে হেইঞ্জকে মার্ক করতে পারেননি। এই সুযোগেই হেইঞ্জ নিজেকে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে হেডটা করেছিলেন।
রেফারি স্টার্ক ব্যাপারটা একদমই খেয়াল করেননি। ফলে যা হওয়ার তা হয়েই গেছে। এখন আর ফল বদলে দেওয়ার উপায় নেই। তবে ওলের রিপোর্ট অনুযায়ী, ‘ডেড বল’ পরিস্থিতিতে এ ধরনের ফাউলের প্রতি আরও সজাগ থাকার জন্য রেফারিদের তাগিদ দিয়েছে কমিটি। এ রকম ক্ষেত্রে গোল বাতিল করে দেওয়া এবং সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে তারা। ওয়েবসাইট।
সূত্রঃ এখানে
যখন কার ভুল তখন না ধরে, পরে যত চিল্লাপাল্লা। গোল যদি তখন না হত, তাহলে যে খেলা ড্র হত না , আমি নিশ্চিত।
@অকে
এইটা তো রেফারির দোষ! আর্জেন্টিনার গোল কেমতে হয় নাই বুঝান! :অবাক:
আরে আমি রেফারির দোষের কথাই তো বলছি !
আজকে তো 4 টা দিল। কে কইটা বাতিল করতে চান?
আজকে তো 4 টা দিল। কে কইটা বাতিল করতে চান?
আর্জেন্টিনা বস
গত রাতে আর্জেন্টিনা খেলল। প্রথম হাফ খেলা দেখে মনে হল আবাহনী মহামেডান খেলা, কোনও মজা নাই, সেকন্ড হাফ তো কাপিয়ে দিল। :তালি: তবে bad লাক মেসির। গোল পেয়েও পাচ্ছে না।
আজ ১২দিন পর রামেক এর বাংলা ফোরামে এলাম, জ্বরে আক্রান্ত ছিলাম; সারা শরীরে এখনও প্রচন্ড ব্যথা even চুলের গোড়াতেও । শোয়া-বসা-খাওয়া কিসসু ভাল লাগে না ~ মুখ তিতা হয়ে আছে।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → ভিন্ন জগত → আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৯ seconds (৩৯.৫৮% PHP - ৬০.৪২% DB) with ১১ queries