Topic: কেউ জানে না

"কেউ জানে না আমার কেন এমন হল
কেন আমার দিন কাটে না,রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না
কেন আমার হাতের মাঝে হাত থাকে না,কেউ জানে না।".................কেউ জানে না,আসলেই কেউ জানে না। কেন কেউ জানে না??? আমি চাই একজন অন্তত জানুক,কেউ একবার জানতে চাক আমার কি হয়েছে। কিন্তু কখন ও কেউ কেন জানতে চায়নি? আমি একা,খুবই একা...কেন? কেন?? কেন???
আমি হাসতে চাই। মনের মত কথা বলতে চাই...প্রিয় কারো হাত ধরে হেটে যেতে চাই দূর থেকে দূর.....আরও দূর্‌,অনেক দূরে... কিন্তু আমি সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছি...কেন???



Re: কেউ জানে না

প্রিয় ফারজানা ফারজানির জন্য



Re: কেউ জানে না

প্রেমের গন্ধ পাচ্ছি,কাহিনী কি? winking

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কেউ জানে না

love struck  love struck  love struck  love struck  love struck  love struck  love struck  love struck  love struck

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: কেউ জানে না

উপল BD wrote:

প্রেমের গন্ধ পাচ্ছি,কাহিনী কি? winking

ভাইয়া কি যে বলেন  surprise



Re: কেউ জানে না

shemul49rmc wrote:

love struck  love struck  love struck  love struck  love struck  love struck  love struck  love struck  love struck

লেখাটা কেমন হল সেটাই তো কেউ বলল না



Re: কেউ জানে না

অনেক সুন্দর লেখা। তবে দূরে যাবার তো কোন দরকার নেই। আমরা এখানে সবাই আছি। ফার্স্ট ইয়ার এ বেশ আপসেট থাকে সবাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


(edited by tazkianur 2011-03-17 11:55:28)

Re: কেউ জানে না

sawontheboss4 wrote:

অনেক সুন্দর লেখা। তবে দূরে যাবার তো কোন দরকার নেই। আমরা এখানে সবাই আছি। ফার্স্ট ইয়ার এ বেশ আপসেট থাকে সবাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

ভাইয়া আমি আসলে লেখাটা আমার জন্য লিখি নাই,এইটা আমি ফারজানা ফারজানির কিছু কথা চুরি করে আর আমার খুবই প্রিয় কবি হেলাল হাফিয এর কবিতার দুই তিনটা লাইন মেরে দিয়েছি...আর আমি খুবই শক্ত মেয়ে যাকে কিনা বলে একদমই atypical. আমার প্রিয় একটা উক্তি হচ্ছে "শুধু তুমি কেন পূথিবীর সবাই আমাক ছেড়ে গেলেও আমি ভেঙ্গে পড়ব না...দেখবে একদিন আমি ঠিক ঠিক উঠে দাড়াব।"...কথাটা খুব সুন্দর,না??



Re: কেউ জানে না

sawontheboss4 wrote:

অনেক সুন্দর লেখা। তবে দূরে যাবার তো কোন দরকার নেই। আমরা এখানে সবাই আছি। ফার্স্ট ইয়ার এ বেশ আপসেট থাকে সবাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

তৌফিক, দেখি ধরা খেয়ে গেলে।  pirate*

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: কেউ জানে না

tazkianur wrote:

"শুধু তুমি কেন পূথিবীর সবাই আমাক ছেড়ে গেলেও আমি ভেঙ্গে পড়ব না...দেখবে একদিন আমি ঠিক ঠিক উঠে দাড়াব।"...কথাটা খুব সুন্দর,না??

লাইন টি অনেক সুন্দর। মেয়েরা যদি একটু শক্ত মন মানুষিকতার না হয় তাহলে তো বেশ সমস্যা  feeling beat up

dr.shamim wrote:

তৌফিক, দেখি ধরা খেয়ে গেলে।

ধরা তো এই বয়সে একটু আধটু খাইতেই হয়।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১১

Re: কেউ জানে না

sawontheboss4 wrote:
tazkianur wrote:

"শুধু তুমি কেন পূথিবীর সবাই আমাক ছেড়ে গেলেও আমি ভেঙ্গে পড়ব না...দেখবে একদিন আমি ঠিক ঠিক উঠে দাড়াব।"...কথাটা খুব সুন্দর,না??

লাইন টি অনেক সুন্দর। মেয়েরা যদি একটু শক্ত মন মানুষিকতার না হয় তাহলে তো বেশ সমস্যা  feeling beat up

ঠিক বলেছেন ভাইয়া applause



Re: কেউ জানে না

tazkianur wrote:

আমার প্রিয় একটা উক্তি হচ্ছে "শুধু তুমি কেন পূথিবীর সবাই আমাক ছেড়ে গেলেও আমি ভেঙ্গে পড়ব না...দেখবে একদিন আমি ঠিক ঠিক উঠে দাড়াব।"...কথাটা খুব সুন্দর,না??

মেয়ে বলে কি? surprise  surprise  কালকেই না Anatomy পরীক্ষা খারাপ হয়েছে বলে টেনশনে অস্থির হয়ে গেলে আর আজ এই কথা!!!!!

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১৩

Re: কেউ জানে না

উপল BD wrote:
tazkianur wrote:

আমার প্রিয় একটা উক্তি হচ্ছে "শুধু তুমি কেন পূথিবীর সবাই আমাক ছেড়ে গেলেও আমি ভেঙ্গে পড়ব না...দেখবে একদিন আমি ঠিক ঠিক উঠে দাড়াব।"...কথাটা খুব সুন্দর,না??

মেয়ে বলে কি? surprise  surprise  কালকেই না Anatomy পরীক্ষা খারাপ হয়েছে বলে টেনশনে অস্থির হয়ে গেলে আর আজ এই কথা!!!!!

tension এ অস্থির হই নাই ভাইয়া, দুঃখ পেয়েছিলাম...অনেক দিন fail করি না তো তাই...



Re: কেউ জানে না

অসাধারন লেখা  big hug
কিন্তু কিছুই বুজি নাই confused  confused

উপল BD wrote:

প্রেমের গন্ধ পাচ্ছি,কাহিনী কি? winking

উপর বিড়ি ভাই সবসময় প্রেমের গন্ধ কেন পান বুঝতে পারছি না? উনার নাক মনে হয় বেশি সরস হয়ে গিয়েছে। জলদি চিকিৎসার ব্যবস্থা করা দরকার।

tazkianur wrote:

কেউ জানে না আমার কেন এমন হল

জাতির বিবেকের কাছে প্রশ্ন- কেউ কেন জানে না? জানতে হবে + জানাতে হবে happy

কেন আমার দিন কাটে না,রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না
কেন আমার হাতের মাঝে হাত থাকে না,কেউ জানে না।

মনে হয় চোখ এবং হাতে প্রবলেম আছে? সু-চিকিৎসার দরকার। sad

আমি চাই একজন অন্তত জানুক,কেউ একবার জানতে চাক আমার কি হয়েছে। কিন্তু কখন ও কেউ কেন জানতে চায়নি?

আপু একজন হিসাবে হাজার জন থেকে না খুজে সোজা কোন ভালো ডাক্তারের কাছে চলে যান। মন খুলে এই একজন এর সাথেই আলাপ করেন। ইনশাল্লাহ সমস্যার সমাধান হবেই হবে।

আমি একা,খুবই একা...কেন? কেন?? কেন???

এটা তো আমাদেরও প্রশ্ন। সারে বিশ কোটি মানুষের মাঝে থেকেও আপনি একা থাকতাছেন। খুবই অন্যায় কাজ করতাছেন। sad

আমি হাসতে চাই।

নিয়মিত ক্লোজাপ টুথপেষ্ট ব্যবহার করুন। তাহলে আমার মতো হাসতে পারবেন big grin  big grin  দন্ত বাহির করিয়া big grin  big grin
---------------
আরো কিছু বলতে গিয়েও বললাম না। মাইন্ড খাইতে পারেন। সবার জন্য সংবিধিবদ্ধ সতর্কিকরনঃ পলাশ মাহমুদের কথায় কেউ মাইন্ড খাইবেন না দয়া করে happy  happy

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


১৫

Re: কেউ জানে না

সুচিন্তিত সুবিশাল মতামত এর জন্য অনেক অনেক ধন্যবাদ পলাশ মাহমুদকে



১৬

Re: কেউ জানে না

tazkianur wrote:

"কেউ জানে না আমার কেন এমন হল
কেন আমার দিন কাটে না,রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না
কেন আমার হাতের মাঝে হাত থাকে না,কেউ জানে না।".................

নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম
পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও,
কেই বলেনি ভালো থেকো সুখেই থেকো
যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি
মাথার কসম আবার এসো

ইহা দ্বারা কি প্রমাণ হইবে যে আমি অক্ষর জ্ঞান সম্পন্ন???


১৭

Re: কেউ জানে না

জ্বি ইহা দ্বারা প্রমাণ হইল যে আ্পনি অক্ষর জ্ঞান সম্পন্ন এবং অতি উচ্চমানের কবিতা পাঠক
applause  applause