কোথায় শেখ সাদি আর কোথায় ...... big grin  মানে আমরা । কবে যে সুলভ মুল্যে আমরা 'সত্যিকারের আনলিমিটেড' ইন্টারনেট ব্যবহার করতে পারব !!!  এখনও কিলোবাইটের মধ্যেই ঘুরপাক খাচ্ছি আমরা।  party

অভিনন্দন, রনি ও সজল...... বাংলাদেশী  হিসেবে আমরা গর্বিত তোমাদের জন্য...  applause  applause  applause

ধন্যবাদ শাওন...  applause   thumbs up

সুজন পাল wrote:
Dr. Subrata Kumar wrote:

অফটপিকঃ তোমাকে একটা মেইল পাঠিয়েছিলাম...।

ফোরামে মেইল এখন দেখা যাচ্ছে না। আমার জি-মেইলে আপনার মেইল পেয়েছিলাম। আমি আপনার মেইল এর জবাব দিয়েছিলাম।......

তোমাকে অনেক ধন্যবাদ, সুজন। আর একটু কষ্ট করে তোমার মেইলটা/উত্তরটা আমার জিমেইলে ( [email protected] ফরওয়ার্ড করে দিলে উপকৃত হতাম ।   applause

সুজন পাল wrote:

সুন্দর লিখেছেন।

সহমত।
অফটপিকঃ তোমাকে একটা মেইল পাঠিয়েছিলাম...।

খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে......।  happy

সুন্দর লিখেছ ... applause  ভাল একটা পোস্ট। চালিয়ে যাও... happy

আর হ্যাঁ খান সাহেব, সিনেমার নাম অগ্নিপথ, অগ্নিপাত নয়...  laughing  তবে আপনার পোস্টের আইডিয়াটা ভাল  thumbs up  ধন্যবাদ।  happy

wave  অন্ততঃ ডিভিডি রিপ প্রিন্ট না আসা পর্যন্ত এসব ডাউনলোড করে লাভ নাই  thumbs down

dr.shamim wrote:

আরেক টি আছে- www.megahotfire.com


আপনাকেও ধন্যবাদ, ডাঃ শামীম...।।

উপল BD wrote:

কমবেশি আমরা প্রত্যেকেই হলিউড মুভি দেখতে ভালোবাসি।কিন্তু সমস্যা মুভি ডাউনলোড করা নিয়ে।বেশিরভাগ ক্ষেত্রেই মুভি ডাউনলোড করতে গেলে টাকা চায়।আবার সব ফ্রি ওয়েবসাইটের মুভির প্রিন্টও ভালো না।তাই নিচে কয়েটি ওয়েবসাইটের নাম দিলাম,এখান থেকে খুব সহজেই ভালো প্রিন্টের ৫০০ মেগাবাইটের(বেশিরভাগ) মধ্যে মুভি ডাউনলোড করা যাবে।

1. www.urgrove.com/

18.http://www.passiondownload.com/movies


অনেক অনেক ধন্যবাদ সাইটগুলোর সাথে পরিচয় করে দেবার জন্য.........।।

sad
IMDB এ Particular Movie সম্বন্ধে সকল Data থাকে......কিন্তু ওইসব HD Movie নামাব কিভাবে ? ঐ সাইট থেকে তো নামানো যায়না, কোন ভাল সাইটের নাম জানাবে কি ? একজন আমকে Moviesdatacenter এর নাম বলেছিল, কিন্তু ওখান থেকে Direct Free download করা যায়না। নাকি টরেন্ট ছাড়া উপায় নাই ? জানালে কৃতজ্ঞ থাকতাম।  big hug

maruf002 wrote:

কয়েকদিন থেকে Techtunes এ ঢুকতে পারছিনা।Problem কি কারও জানা আছে??


সবারই একই সমস্যা ... মনে হয় শত্রুতাবশত এটা Block করে দিয়েছে...।।

sawontheboss4 wrote:

Google এ DNS জনিত ঝামেলা অনেক বেশি। আপনি এই টপিক টি দেখুন। এভাবে ডিএনএস ঠিক করে নিন।

ধন্যবাদ শাওন......আমি এটা Apply করে দেখব next time এ যখন Health Complex এ যাব... happy

আমাদের হেলথ কমপ্লেক্সের ল্যাপটপে এই রকম ( একার বর্ণের পরে আসছিলো , ডাঃ রাঘিব আহসান স্যার এর মত ) সমস্যা হচ্ছিলো , এই ট্রিক্স টায় সমাধান হয়েছে...কিন্তু Gmail এ কোন mail এর attachment ডাউনলোড করা যাচ্ছেনা...করতে গেলে দেখাচ্ছে Server Timeout...আবার attachment টা view করতে গেলে সমস্যা হচ্ছে
( বাংলা লেখাগুলো ঐরকম দেখাচ্ছে )
সমাধান দিলে উপকৃত হতাম।
ধন্যবাদ।
sad

ফোরাম এ লিখার সাথে কোনও ছবি বা screenshot যুক্ত করতে পারছিনা...... একটু সাহায্য করবেন ?????
sad  sad  sigh

অনেক ধন্যবাদ......বিষয়টি জানানর জন্য।
applause

ফায়ারফক্সে ওয়েব অটো ট্রান্সলেশন

আমি জানি এই ফোরামের নিয়মিত লেখকরা কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে প্রচুর জানেন।আমি নিজেও তাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াই এবং সমাধানও পাই।আমার এই লেখাটির বিষয়বস্তু সম্পর্কে মনে হয় অনেকেই অবগত আছেন, তবুও শুধু কৌতূহলের কারনেই লিখছি।
আমরা বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট এ বিভিন্ন ভাষার ওয়েবসাইট এ ঢুকে থাকি, কিন্তু সেই সাইট এর লেখাগুলো বুঝতে পারিনা বিধায় অনেক জরুরী ডাটা সেখান থেকে নিতে পারিনা। এই সমস্যা সমাধানের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে Google Chrome কে আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করা, এই ব্রাউজার এর মাধ্যমে কোন বিদেশি ভাষার website (যেমন Arabic> www.doniasoft.com বা অন্যান্য ভাষা) এ ঢুকলে ব্রাউজার Language Auto detection এর মাধ্যমে সেটা English এ Automatically ট্রান্সলেট করে দিবে, এটা দেখা যাবে webpage টির একেবারে উপরের দিকে ।
কিন্তু যারা Mozilla Firefox ব্যবহার করতে পছন্দ করেন তারা web translation বিভিন্ন Add-ons ব্যবহার করতে পারেন যেমন, I'm Translator, Foxlingo প্রভৃতি ( এগুলো Mozilla Firefox menu র  Tools> Add-onns অপশন থেকে ব্রাউজার এ Add করতে পারবেন ) ।
কিন্তু এই Add-ons গুলো ব্যবহার করা বেশ ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি Google Translate Toolbar ব্যবহার করতে পারেন।

আপনার ফায়ারফক্স ব্রাউজার থেকে  http://www.google.com/toolbar/ff/index.html  লিঙ্কে গেলে এই টুলবারটি  ( 2.5 MB ) Install করার অপশন দেখতে পাবেন, এখন এটা ইন্সটল করে ফায়ারফক্স Restart করলেই কাজ শেষ।  happy

এখন আপনি উদাহরণস্বরূপ www.doniasoft.com এ যান...কি পরিবর্তন চোখে পড়ছেতো ? শুধু এটাই না , আপনি নতুন একটা Tab খুলুন, সেটাতে দেখাবে আপনি recently কোন কোন সাইট এ বেশি গিয়েছেন, কি কি পেজ bookmark করেছেন এবং সর্বশেষ কোন কোন পেজ close করেছেন...... ঠিক যেন Google Chrome এর মতোই।
এ লেখায় কোন ভুলত্রুটি থাকলে অনুগ্রহপূর্বক জানাবেন্‌্‌সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

১৯

(৩ replies, posted in আত্মপরিচয়)

সকলকে আবারো ধন্যবাদ......।

২০

(৩ replies, posted in আত্মপরিচয়)


আমি ডাঃ সুব্রত কুমার, ৪২ তম এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ।
এই অনলাইন ফোরামটি তৈরির জন্য শাওন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই......
এই ফোরাম এর সদস্য হতে পেরে খুব ভাল লাগছে...।
happy>

আমি আমার প্রথম ছবিটা এই ফোরাম থেকে ডিলিট করে দিয়েছি...... এটা কি আবার ফিরিয়ে আনা যাবে ?  গেলে কিভাবে ??   sad