Topic: না এসে থাকতে পারলাম না !

ফোরামের জগতে আমি অচেনাকেউ,এই ইউজার আইডি'তেই সর্বপ্রথম প্রজন্মে রেজিঃ করি। কিন্তু পাসওয়ার্ড জটিলতার কারণে ঐ ইউজার আইডি আর সেখানে ব্যবহার করা হয়নি। তারপরে রংমহল, সেখানে আর পাসওয়ার্ড জটিলতা হয়নি (কেননা ততদিনে মোটামুটিভাবে কম্পিউটার চালানো শিখে গেছি)। কিন্তু সেখানে অন্য এক জটিলতার স্বীকার হলাম ~ কেউ বলে আমি মেয়ে, কেউ বলে ছেলে, কেউ ডাকে ভাফা, কেউ ডাকে কাকী...

বেশ কিছুদিন সে অত্যাচার সহ্য করেছি, কিন্তু যখন কেউ আমার পার্সোনালিটি এমনকি মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুললো তখন আর পরিচয় প্রকাশ না করে থাকতে পারলাম না; একটা নির্দিষ্ট (আমার জন্মদিনে) তারিখের ঘোষণা দিয়ে স্ব-নামে হাজির হলাম। তখনও অনেকের সন্দেহ যায় না ! আসলেই কি আমি...

আর এখানে আসলাম আড্ডার আসরে সাঈদুজ্জামান উপলের দেয়া টপিকে ঠিকানা পেয়ে,এসে দেখলাম; ঝকঝকে তকতকে একটা (আউটলুক/গেট আপ খুবই সৌন্দর্যপূর্ণ) ....আর তাছাড়া পরিচিত অনেকেই যেমন তৌফিক হাসান শাওন/সাইফ দি বস/পলাশ মাহমুদ/সালেহ আহমেদ আছেন; সুতরাং...

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: না এসে থাকতে পারলাম না !

অচেনাকেউ wrote:

স্ব-নামে হাজির হলাম। তখনও অনেকের সন্দেহ যায় না ! আসলেই কি আমি..

হা হা হা  :jump:  ।আমরা কিন্তু এখনও আপনার ডিটেইলস জানি না। তবে আপনাকে পেয়ে অনেক ভালো লাগল।  :applause:   :applause:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: না এসে থাকতে পারলাম না !

তাহলে কি আমরা এখনো আপনাকে মামী, চাচী, কাকী বলেই ডাকবো? পরিচয় জটিলতা তো থেকেই গেল :wave:

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: না এসে থাকতে পারলাম না !

আসলেই আপনি আপনার নামের মতই অচেনাই রয়েছেন, এখনো আমাদের কাছে , ভাল থাকবেন। আশা করি পুরো পরিচয় পেয়ে যাব।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: না এসে থাকতে পারলাম না !

অচেনাকেউ লিখেছেন: কিন্তু সেখানে অন্য এক জটিলতার স্বীকার হলাম ~ কেউ বলে আমি মেয়ে, কেউ বলে ছেলে, কেউ ডাকে ভাফা, কেউ ডাকে কাকী...

ঘটনাটা কি অচেনা ভাই, যেখানেই যান সেখানেই মেয়ে হবার ঘটনা তুলে ধরেন। মেয়ে হবার খুব শখ নাকি অচেনা আংকেল। tongue  tongue

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: না এসে থাকতে পারলাম না !

উপল BD wrote:

হা হা হা  :jump:  ।আমরা কিন্তু এখনও আপনার ডিটেইলস জানি না।

সাকির আহমেদ রনি wrote:

তাহলে কি আমরা এখনো আপনাকে মামী, চাচী, কাকী বলেই ডাকবো? পরিচয় জটিলতা তো থেকেই গেল

sawontheboss4 wrote:

আসলেই আপনি আপনার নামের মতই অচেনাই রয়েছেন, এখনো আমাদের কাছে , ভাল থাকবেন। আশা করি পুরো পরিচয় পেয়ে যাব।

আমার ডিটেইলস আছে,
আড্ডার আসরে
রংমহলেঃ আমরা আবার নতুনভাবে !

আপন ছবি

পলাশ মাহমুদ wrote:

ঘটনাটা কি অচেনা ভাই, যেখানেই যান সেখানেই মেয়ে হবার ঘটনা তুলে ধরেন। মেয়ে হবার খুব শখ নাকি অচেনা আংকেল।

ব্যপারটা হচ্ছে "অচেনা কেউ" নামটা/ইউজার আইডিটা আমার ভীষণ প্রিয় !
nothing else, আর এটাই হয়েছে আমার জন্য কাল !!
তুমি তো জানই - আড্ডার আসরে "অচেনাকেউ" ইউজার আইডি বদলানোর প্রস্তাব এসেছিল অন্য একটি ফোরামের মডু হবার জন্য !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: না এসে থাকতে পারলাম না !

অচেনাকেউ লিখেছেন:
তুমি তো জানই - আড্ডার আসরে "অচেনাকেউ"  ইউজার আইডি বদলানোর প্রস্তাব এসেছিল অন্য একটি ফোরামের মডু হবার জন্য !

উতা আই নো :d

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: না এসে থাকতে পারলাম না !

আরে অচেনা ভাই (আঙকেলও বলা যায়!!!)তো আমাদের সকলের চেনা হয়ে গেলেন। তবে আপনার বাচ্চা ২ টা খুবই সুইট। ভাই স্ব্পরিবারে রাজশাহীতে বেড়াতে এসেন।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: না এসে থাকতে পারলাম না !

উপল BD wrote:

আরে অচেনা ভাই (আঙকেলও বলা যায়!!!)তো আমাদের সকলের চেনা হয়ে গেলেন। তবে আপনার বাচ্চা ২ টা খুবই সুইট। ভাই স্ব্পরিবারে রাজশাহীতে বেড়াতে এসেন।

আমারে কেউ দাওয়াত দিলো না :innocent: আজকে বাইড়াইয়াই মাথা ভাইংগা ফালামু :rotfl:  :rotfl:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: না এসে থাকতে পারলাম না !

পলাশ ভাই,আপনার বউ-বাচ্চা কই?আছে নাকি? :highfive:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: না এসে থাকতে পারলাম না !

উপল BD wrote:

পলাশ ভাই,আপনার বউ-বাচ্চা কই?আছে নাকি? :highfive:

আন্ডা-বাচ্চা, বউ বাদে কি পরিবার হয় না নাকি :optimist:  :optimist:উপল ভাই যদি না হয় তাইলে একটু কষ্ট করে একটা বউ আমার জন্য খুজে দিয়েন আর বাচ্চার ব্যবস্থা না হয় আমিই করবো :hyper:  :hyper:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: না এসে থাকতে পারলাম না !

মনে হচ্ছে আপনার জন্য ডাক্তারী ছেড়ে ঘটকালী পেশায় নামতে হবে।  :highfive:
তা ভাই কেমন মেয়ে পছন্দ?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: না এসে থাকতে পারলাম না !

উপল ভাই ল্যাংড়া, বয়রা, কানা, লুলা, আতুরে ছাড়া সুইট কিউট ফিউট বিউটি নাইস টাইপের একটা মেয়ে জোগার করলেই হইবেনে......... tongue

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: না এসে থাকতে পারলাম না !

খাইছেরে পলাশ ভাই ,এততগুলা মেয়ে দিয়ে আপনি কী করবেন????

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: না এসে থাকতে পারলাম না !

একটাই জিনিস সবজায়গায় মারেন নাকি অকে?
খারাপ না বুদ্ধি টা !  :thumbsup:
তবে আপনার রংমহলের ইতিহাস লেখা থাকবে সবজায়গায় !

অ.ট. আপনার পরিচয় জানার জন্য যে ব্যাক্তিটি সবচেয়ে উৎসাহ দেখিয়েছিলেন বা.বি ভাই কই?
অনেকদিননন দেখি না !  sad

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: না এসে থাকতে পারলাম না !

সাইফ দি বস ৭ wrote:

অ.ট. আপনার পরিচয় জানার জন্য যে ব্যাক্তিটি সবচেয়ে উৎসাহ দেখিয়েছিলেন বা.বি ভাই কই?
অনেকদিননন দেখি না !  sad


বা.বি'র elaboration টা কি ? বাপ্পি না-তো ??
যদি বাপ্পি হয় ~
সে তোমাদের সবার আগেই আমার সম্পর্কে জানে !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: না এসে থাকতে পারলাম না !

অচেনাকেউ wrote:

সে তোমাদের সবার আগেই আমার সম্পর্কে জানে !

আয় হায় কয় কী !  :rotfl:   :rotfl:

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: না এসে থাকতে পারলাম না !

Then সার্চ ফর বা.বি!  tongue

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।