Topic: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ফোরামে সবসময় নির্দিষ্ট কথা বলতে ভালো লাগে না,ইচ্ছা করে মনের মধ্যে যা আছে তা বলতে(ফেসবুক স্টাটাস এর মত)।
আর তাই মনের সেই উড়ালচণ্ডী কথাবার্তা শেয়ার করার জন্য এই টপিক চালু করা।
সাম্বার তালে তালে ব্রাজিল শুরু করলো তাদের হেক্সা মিশন,আশা রাখি ব্রাজিল ভক্তদের তারা হতাশ করবে না।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ভালই হইছে । আজাইরা প্যাচাল পাড়ন যাইব।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

উপল BD wrote:

আর তাই মনের সেই উড়ালচণ্ডী কথাবার্তা শেয়ার করার জন্য এই টপিক চালু করা।
সাম্বার তালে তালে ব্রাজিল শুরু করলো তাদের হেক্সা মিশন,আশা রাখি ব্রাজিল ভক্তদের তারা হতাশ করবে না।


খুবই ভালো একটা উদ্যোগ    (y)
না ব্রাজিল ভক্তরা হতাশ হইনি।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ব্রাজিলের খেলাটা সত্যি খুব ভালো লাগলো। অনেক সাজানো-গুছানো। তবে কোরিয়ার জি এর দেওয়া ৮৯ মিনিটের গোলটির প্রশংসা করতেই হয়।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ব্রাজিল তো খেলতেই পার্লো না। কাকা না চাচা রে তো দেখবার এ পারলাম না। সেই তুলনায় মেসি তো তর নাম এর মর্যাদা রেখেছে, কী বলেন? আর আর্জেন্টিনা গোল তো খাই নি,সো আর্জেন্টিনা ইস দা বেস্ট।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

sawontheboss4 wrote:

ব্রাজিল তো খেলতেই পার্লো না। কাকা না চাচা রে তো দেখবার এ পারলাম না। সেই তুলনায় মেসি তো তর নাম এর মর্যাদা রেখেছে, কী বলেন? আর আর্জেন্টিনা গোল তো খাই নি,সো আর্জেন্টিনা ইস দা বেস্ট।

দুঃখিত ! আমি আপনার সাথে দ্বি-মত প্রকাশ করছি,
সারাক্ষন ব্রাজিলের খেলোয়াড়দের পায়েই ছিল বল আর আপনি বলছেন খেলতেই পার্লো না !
হ্যাঁ, আমিও স্বীকার করছি মেসি'র তুলনাশুধুই মেসি।
আর আর্জেন্টিনার গোল হয়নিঃ

ফিফার রেফারি কমিটি পরিষ্কার বলে দিয়েছে,  আর্জেন্টিনার করা একমাত্র গোলটি অবশ্যই বাতিল করা উচিত ছিল রেফারির। ম্যাচের ভিডিও দেখে কমিটি নিশ্চিত হয়েছে, গ্যাব্রিয়েল হেইঞ্জ গোল করার ঠিক আগ মুহূর্তে ওয়াল্টার স্যামুয়েল ফাউল করেছিলেন। এই ঘটনা এড়িয়ে গিয়ে গোলকে বৈধ ঘোষণা করে দেওয়ায় জার্মান রেফারি উলফগ্যাং স্টার্কের তীব্র সমালোচনা করেছে রেফারি কমিটি।
স্প্যানিশ পত্রিকা ওলেতে প্রকাশিত রিপোর্টের ভাষ্য অনুযায়ী, রেফারি কমিটি কর্নার কিক বা ফ্রি-কিকের সময় এ ধরনের ফাউলে চোখ রাখার জন্য তাগিদ দিয়েছে রেফারিদের।
ঘটনাটা ঘটেছিল হুয়ান সেবাস্টিয়ান ভেরন কর্নার কিক নেওয়ার সময়। কর্নার কিকের বল বাতাসে ভাসা মাত্রই স্যামুয়েল নাকি আঁকড়ে ধরেছিলেন চিনেদু ওবাসিকে। ফলে ওবাসি আর এগিয়ে গিয়ে হেইঞ্জকে মার্ক করতে পারেননি। এই সুযোগেই হেইঞ্জ নিজেকে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে হেডটা করেছিলেন।
রেফারি স্টার্ক ব্যাপারটা একদমই খেয়াল করেননি। ফলে যা হওয়ার তা হয়েই গেছে। এখন আর ফল বদলে দেওয়ার উপায় নেই। তবে ওলের রিপোর্ট অনুযায়ী, ‘ডেড বল’ পরিস্থিতিতে এ ধরনের ফাউলের প্রতি আরও সজাগ থাকার জন্য রেফারিদের তাগিদ দিয়েছে কমিটি। এ রকম ক্ষেত্রে গোল বাতিল করে দেওয়া এবং সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে তারা। ওয়েবসাইট।

সূত্রঃ এখানে

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ম্যারাডোনার সেই গোলটির কথা মনে আছে আপনাদের ? সেই যে ঈশ্বরের হাতে গোল এ জন্যই আর্জেনটিনাকে আমি পছন্দ করি না।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

@অকে
এইটা তো রেফারির দোষ! আর্জেন্টিনার গোল কেমতে হয় নাই বুঝান!  :অবাক:

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

যখন কার ভুল তখন না ধরে, পরে যত চিল্লাপাল্লা। গোল যদি তখন না হত, তাহলে যে খেলা ড্র হত না , আমি নিশ্চিত।  nerd

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

সাইফ দি বস ৭ wrote:

@অকে
এইটা তো রেফারির দোষ! আর্জেন্টিনার গোল কেমতে হয় নাই বুঝান!  :অবাক:


আরে আমি রেফারির দোষের কথাই তো বলছি !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

অচেনাকেউ wrote:

আরে আমি রেফারির দোষের কথাই তো বলছি !

তাইলে আবার কন ক্যান যে গোল হয় নাই!  waiting

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

আজকে তো 4 টা দিল। কে কইটা বাতিল করতে চান?  not listening

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

sawontheboss4 wrote:

আজকে তো 4 টা দিল। কে কইটা বাতিল করতে চান?

আর্জেন্টিনা বস



Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ব্রাজিল ৩-১ গোলে আইভরি কোস্টকে হারালো,অভিনন্দন।  :তালি:   :তালি:
তবে অযৌক্তিকভাবে কাকাকে লাল কার্ড দেখানোর জন্য রেফারির তীব্র নিন্দা জানাচ্ছি।  (n)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

গত রাতে আর্জেন্টিনা খেলল। প্রথম হাফ খেলা দেখে মনে হল আবাহনী মহামেডান খেলা, কোনও মজা নাই, সেকন্ড হাফ তো কাপিয়ে দিল।     :তালি:  তবে bad লাক মেসির। গোল পেয়েও পাচ্ছে না।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

ঠিক মত লেখাপড়া করার জন্য অস্থির হয়ে আছি,যা আমার স্বভাববিরুদ্ধ।  :খুশি:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

আজকে ব্রাজিল-পর্তুগালের ম্যাচটি উত্তেজনাকর ছিলো।
আগামীকাল কিভাবে নেট স্পীড বাড়ানো যায় এবং টরেন্ট ফাইল দ্রুত ডাউনলোড করা যায় সে বিষয়ে রিভিউ দেওয়ার ইচ্ছা আছে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

খালি ঘুম পায়।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

প্রচেষ্টা wrote:

খালি ঘুম পায়।

বিন্দাস ঘুমান,ঘুম নীয়ে কখনও নিজেকে কষ্ট দিবেন না,ঘুমেই শান্তি।
আমার আবার পরীক্ষা আসলে বেশি ঘুম পায়।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

জার্মানি যেভাবে ইংল্যান্ডকে বিধ্বস্ত করলো,দেখে ভালোই লাগলো।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

আজ ১২দিন পর রামেক এর বাংলা ফোরামে এলাম, জ্বরে আক্রান্ত ছিলাম; সারা শরীরে এখনও প্রচন্ড ব্যথা even চুলের গোড়াতেও । শোয়া-বসা-খাওয়া কিসসু ভাল লাগে না ~ মুখ তিতা হয়ে আছে।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

@sawontheboss4
জ্বর আসছে নাকি তোমার?

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

অচেনাকেউ wrote:

সারা শরীরে এখনও প্রচন্ড ব্যথা even চুলের গোড়াতেও

:অবাক:   :অবাক: কেমনে?

সাইফ দি বস ৭ wrote:

@sawontheboss4
জ্বর আসছে নাকি তোমার?

পরীক্ষার চাপে তৌফিক ভাইয়েরও আবার জ্বর আসলো নাকি?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

আমি বুঝতে পারছি না আর্জেন্টিনা এক হালি গোল কেমনে হজম করলো? এত্ত গোল খাওয়াও তো কষ্টকর।  I don't know   I don't know

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আউল-ফাউল কথাবার্তা(ডেইলী প্যাচাল)।

আর সময় নেই,কালকেই ১ম প্রফেশনাল পরীক্ষা।ফোরামের সকলের কাছে দোয়া প্রার্থী।এক বারেই যেনো পাস করে ৩য় বর্ষে উত্তীর্ণ হতে পারি।
এই মাসে আমি আর আপনাদের মাঝে থাকবো না,ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে,কিন্তু কিছুই করার নেই,পরীক্ষা বলে কথা। আশা রাখি সবাই আমার জন্য দোয়া করবেন।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg