Topic: নীল শাড়ী
আভা চেয়েছিল নীল আ্কাশটা ছুঁতে...নীল আভার প্রিয় রঙ।
শুভ বলেছিল,"ওই আকাশের নীল শাড়ি দিয়ে তোকে আমি সাজিয়ে দেব।"
"ধুর,তোর যা কথা,আকাশের নীল শাড়ি!!!" হেসে বলেছিল আভা। "সত্যি...শো্ন,তুই আজকে থেকে আর কোন নীল শাড়ি পরতে পারবি না,যদি পরিস তো..." শুভর মুখের কথা কেড়ে নিয়ে বলেছিল আভা,"তো কি করবি??" "কি যে করব আমি নিজেও জানি না,শুধু জানি যদি নীল শাড়ি পরিস্ তো তোর একদিন আর আমার যে কয়দিন লাগে।"
আভা তার কথা রেখেছে কিন্তু কথা রাখেনি শুভ...আভাকে রেখে সে একা একা চলে গিয়েছে ওই দূর আকাশে,হয়ত বা নীল শাড়ীর খোঁজে।অভিমানী মেয়েটা একবার ও কাঁদে নি,অভিমানী চোখে শুধু শুভর ফিরে আসার দিন গুনেছে ...কিশোরী আভা যুবতী হয়েছে এখন। এখন সে বোঝে শুভ আর আসবে না ফিরে। আকাশের নীল শাড়ী পড়া হবে না তার কোন দিনও। অভিমানী আভা তাই বলে আর কখনও নীল শাড়ী পরে না। আভা শুভর ছবি আকেঁ নীল রঙ দিয়ে। ডুবে যেতে চায় সে নীলের মধ্যে, নীল যে তার খুব প্রিয়...নীলের সাথে একাকার হয়ে অনুভব করতে চায় শুভকে...সেই কবে আভা শুভকে দেখেছে,কতদিন গল্প করে নি,অনুভব করে নি শুভর গায়ের উষ্ণতা.শুভর গায়ে অদ্ভুত সুন্দর একটা গন্ধ ছিল।সেই গন্ধটা ভুলতে বসেছে আভা...নাহ,আভা আর ভাবতে চায় না।খুব ক্লান্ত আভা,খুব ক্লান্ত । কতদিন শান্তিমত ঘুমায় না আভা...এখন সে চায় শুভর কথা ভাবতে ভাবতে ঘুমে ঢলে পড়তে। শুভ মাথায় হাত বুলিয়ে দিতো আর ঘুমিয়ে পড়ত আভা।
শুভর কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে আভা,ঠিক সেই সময় বাতাসে ভেসে আসে শুভর শরীরের গন্ধ।ঘুমে ঢলে পড়তে পড়তে আভা অনুভব করে বাতাসে ভেসে আসা শুভর শরীরের গন্ধ।আভা বুঝতে পারে এতদিনে তার সপ্ন সত্যি হবে।আজ সে পৌছে যাবে শুভর কাছে।শুভ হয়ত এত দিনে নীল শাড়ীটা খুঁজে পেয়েছ...