(edited by tazkianur 2011-03-19 21:05:24)

Topic: নীল শাড়ী

আভা চেয়েছিল নীল আ্কাশটা ছুঁতে...নীল আভার প্রিয় রঙ।
শুভ বলেছিল,"ওই আকাশের নীল শাড়ি দিয়ে তোকে আমি সাজিয়ে দেব।"
"ধুর,তোর যা কথা,আকাশের নীল শাড়ি!!!" হেসে বলেছিল আভা। "সত্যি...শো্ন,তুই আজকে থেকে আর কোন নীল শাড়ি পরতে পারবি না,যদি পরিস তো..." শুভর মুখের কথা কেড়ে নিয়ে বলেছিল আভা,"তো কি করবি??"  "কি যে করব আমি নিজেও জানি না,শুধু জানি যদি নীল শাড়ি পরিস্ তো তোর একদিন আর আমার যে কয়দিন লাগে।"

আভা তার কথা রেখেছে কিন্তু কথা রাখেনি শুভ...আভাকে রেখে সে একা একা চলে গিয়েছে ওই দূর আকাশে,হয়ত বা নীল শাড়ীর খোঁজে।অভিমানী মেয়েটা একবার ও কাঁদে নি,অভিমানী চোখে শুধু শুভর ফিরে আসার দিন গুনেছে ...কিশোরী আভা যুবতী হয়েছে এখন। এখন সে বোঝে শুভ আর  আসবে না ফিরে। আকাশের নীল শাড়ী পড়া হবে না তার কোন দিনও। অভিমানী আভা তাই বলে আর কখনও নীল শাড়ী পরে না। আভা শুভর ছবি আকেঁ নীল রঙ দিয়ে। ডুবে যেতে চায় সে নীলের মধ্যে, নীল যে তার খুব প্রিয়...নীলের সাথে একাকার হয়ে অনুভব করতে চায় শুভকে...সেই কবে আভা শুভকে দেখেছে,কতদিন গল্প করে নি,অনুভব করে নি শুভর গায়ের উষ্ণতা.শুভর গায়ে অদ্ভুত সুন্দর একটা গন্ধ ছিল।সেই গন্ধটা ভুলতে বসেছে আভা...নাহ,আভা আর ভাবতে চায় না।খুব ক্লান্ত আভা,খুব ক্লান্ত । কতদিন শান্তিমত ঘুমায় না আভা...এখন সে চায় শুভর কথা ভাবতে ভাবতে ঘুমে ঢলে পড়তে। শুভ মাথায় হাত বুলিয়ে দিতো আর ঘুমিয়ে পড়ত আভা।

শুভর কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে আভা,ঠিক সেই সময় বাতাসে ভেসে আসে শুভর শরীরের গন্ধ।ঘুমে ঢলে পড়তে পড়তে আভা অনুভব করে বাতাসে ভেসে আসা শুভর শরীরের গন্ধ।আভা বুঝতে পারে এতদিনে তার সপ্ন সত্যি হবে।আজ সে পৌছে যাবে শুভর কাছে।শুভ হয়ত এত দিনে নীল শাড়ীটা খুঁজে পেয়েছ...



Re: নীল শাড়ী

কুচ কুচ হোতা হে এর মত দেখি।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: নীল শাড়ী

dr.shamim wrote:

কুচ কুচ হোতা হে এর মত দেখি।

প্রশংসা কিনা ঠিক বুঝতে পারলাম না confused
confused



Re: নীল শাড়ী

নাহ মেয়ে শিয়র প্রেমে পড়েছে,ইদানিং যা সব পোস্ট দিচ্ছে।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: নীল শাড়ী

tazkianur wrote:

আভা তার কথা রেখেছে কিন্তু কথা রাখেনি শুভ...আভাকে রেখে সে একা একা চলে গিয়েছে ওই দূর আকাশে,

মরে গেল নাকি ?

tazkianur wrote:

আভা বুঝতে পারে এতদিনে তার সপ্ন সত্যি হবে।আজ সে পৌছে যাবে শুভর কাছে

এবার তো মনে হচ্ছে আভা ও মরে গেল !!
ফোরাম এ এতদিনে একটা লেখক পাওয়া গেল । ভালো হয়েছে  peace sign  peace sign , চালিয়ে যাও । thumbs up  thumbs up
তোমার স্টেটাস পড়ে মজা পাইলাম খুব  surprise  big grin  big grin  big grin  big grin

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: নীল শাড়ী

স্টেটাস এ প্লাস দেয়া গেলে দিয়ে দিতাম। আপাতত রেকর্ড রাখি " এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম...তুমি সুখী হবে,খুব সুখী হবে "  rock on!    rock on!

আভাকে কেন কস্ট দিলে? ইচ্ছে করলেই তো ওকে সুখে রাখতে পারতে?  no talking

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নীল শাড়ী

উপল BD wrote:

নাহ মেয়ে শিয়র প্রেমে পড়েছে,ইদানিং যা সব পোস্ট দিচ্ছে।  tongue

ভাইয়া আপনি আমাকে এই ভাবে খোঁচাখুঁচি করছেন কেন??? আমি খেলব না কিন্তু। sad  sad



Re: নীল শাড়ী

sawontheboss4 wrote:

স্টেটাস এ প্লাস দেয়া গেলে দিয়ে দিতাম। আপাতত রেকর্ড রাখি " এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম...তুমি সুখী হবে,খুব সুখী হবে "  rock on!    rock on!

আভাকে কেন কস্ট দিলে? ইচ্ছে করলেই তো ওকে সুখে রাখতে পারতে?  no talking

thanks big grin  big grin এইটা হেলাল হাফিযের একটা কবিতা...অসাধারণ না???
আভাকে কেন কস্ট দিলাম??? হি হি ... আমার ইচ্ছা big grin  big grin
আমি আ্সলে গল্প লিখলে happy ending করতে পারি না sad  আমার এক স্যার একবার বলেছেন যে,"তাজ গল্পে কোন মারামারি খুনাখুনি,আত্মহত্যা,বিরহ আনা যাবে না,লিখলে তুমি fail" এবং আমি সেই xm এ fail করছি,চিন্তা করা যায়???



Re: নীল শাড়ী

shemul49rmc wrote:
tazkianur wrote:

আভা তার কথা রেখেছে কিন্তু কথা রাখেনি শুভ...আভাকে রেখে সে একা একা চলে গিয়েছে ওই দূর আকাশে,

মরে গেল নাকি ?

tazkianur wrote:

আভা বুঝতে পারে এতদিনে তার সপ্ন সত্যি হবে।আজ সে পৌছে যাবে শুভর কাছে

এবার তো মনে হচ্ছে আভা ও মরে গেল !!
ফোরাম এ এতদিনে একটা লেখক পাওয়া গেল । ভালো হয়েছে  peace sign  peace sign , চালিয়ে যাও । thumbs up  thumbs up
তোমার স্টেটাস পড়ে মজা পাইলাম খুব  surprise  big grin  big grin  big grin  big grin

thanks ভাইয়া(প্রশংসা ধরে নিলাম)



১০

Re: নীল শাড়ী

@তাজ, '''আমি আ্সলে গল্প লিখলে happy ending করতে পারি না।'''

তাহলে কি বলতে হবে রবীন্দ্রনাথ এর ভাষায় ''শেষ হয়য়াও হইল না শেষ ।'''  thumbs up

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


১১

Re: নীল শাড়ী

dr.shamim wrote:

@তাজ, '''আমি আ্সলে গল্প লিখলে happy ending করতে পারি না।'''

তাহলে কি বলতে হবে রবীন্দ্রনাথ এর ভাষায় ''শেষ হয়য়াও হইল না শেষ ।'''  thumbs up

সেই রকমই তো মনে হয়।।
thanks



১২

Re: নীল শাড়ী

প্রায় আমার মাথাই কত  তথ্য ও তত্ত্ব এসে নিত্য করে কিন্তু মানুযকে  মত্ত করে এমন কোন চিত্রে আমি তাদেরকে চিত্রায়িত করতে পারিনি, আপনি নারী(আভা) তার সাথে নীল শাড়ী দিয়ে যে  শুভ সুচনা করেছেন তা জন্য ধন্যবাদ ।



Re: নীল শাড়ী

অতিদ্রুত RMC তে মনে হচ্ছে সাহিত্য গোষ্ঠী চালু করতে হবে।  winking  winking

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১৪

Re: নীল শাড়ী

shamim51 wrote:

প্রায় আমার মাথাই কত  তথ্য ও তত্ত্ব এসে নিত্য করে কিন্তু মানুযকে  মত্ত করে এমন কোন চিত্রে আমি তাদেরকে চিত্রায়িত করতে পারিনি, আপনি নারী(আভা) তার সাথে নীল শাড়ী দিয়ে যে  শুভ সুচনা করেছেন তা জন্য ধন্যবাদ ।

ভাইয়া আপনাকে ও ধন্যবাদ  happy



১৫

Re: নীল শাড়ী

উপল BD wrote:

অতিদ্রুত RMC তে মনে হচ্ছে সাহিত্য গোষ্ঠী চালু করতে হবে।  winking  winking


আমার ও তাই মনে হচ্ছেঃ)
ভাইয়া সাহিত্য গোষ্ঠী চালু করলে আমাকে কিন্তু একটা কঠিন নামওয়ালা পদ দিতে হবে devil  devil



Re: নীল শাড়ী

যাই হোক ভাইজান নাকি আপুজান ঠিক বুঝতাম পারতাছি না কি বলে ডাকবো? অনেক দিন পর আসছি তো তাই সব কিছু কেমন অচেনা অচেনা মনে হচ্ছে। ডাঃ বিড়ি ভাই এর কথাতে বুঝতে পারছি মনে হয় আপি জানই হবেন happy
গল্পখান খুবই চমৎকার লিখেছেন। গল্প পরছি আর ভাবতেছি শুভ বেচারা যদি শুধু মাত্র নীল রং না বলে সাতটিই রং শারির মাঝে বলে ফেলতো তাহলে কি করুন পরিনতি হতো আভার sad বেচারি কালার প্রবলেমে পরে শাড়ি পরাই ছেড়ে দিতে হতো sad   sad
আজকে ঢুকেই গল্পটি পড়ে ভালো লাগলো। সম্মাননা মাস্ট। big hug

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


১৭

Re: নীল শাড়ী

পলাশ মাহমুদ wrote:

গল্পখান খুবই চমৎকার লিখেছেন। গল্প পরছি আর ভাবতেছি শুভ বেচারা যদি শুধু মাত্র নীল রং না বলে সাতটিই রং শারির মাঝে বলে ফেলতো তাহলে কি করুন পরিনতি হতো আভার sad বেচারি কালার প্রবলেমে পরে শাড়ি পরাই ছেড়ে দিতে হতো sad   sad
আজকে ঢুকেই গল্পটি পড়ে ভালো লাগলো। সম্মাননা মাস্ট। big hug

rolling on the floor
অনেক অনেক ধন্যবাদ  happy



Re: নীল শাড়ী

[center]:সমাধান:


আমি সমাধান চাই,
যে আলপনা একেছিলাম তোমার গালে....
যখন ফিরিয়ে দাওনি আমার প্রেম
শিশিরের কোমল স্পর্শ ছিল যেন সাথে,
কেন এমন প্রণয় তোমাতে হারাই?
আমি দু'বাহু ডোরে শুধু তোমাকে চাই...
আকাশের সব তারা প্রজ্জলিত করে,
মেঘের সাদা রঙ হাওয়ায় ভাসাই....
আমি শুধু তোমার হতে চাই।
বড় স্বাদ করে প্রেম তরী ভাসালাম,
তুমি যমুনার কূলে কেন বেরীবাধ দিলে....?
কেন দিলে দাহ এ বুকে ধীরে....?
তোমার তরে তবু প্রেমের স্বাদ সাজালাম!
আমি আজও তোমার হতে চাই আপন,
তোমার হৃদয় কেন এতটা কৃপণ..?
তুমি সুখ খুজে পাবেনা জানি,
তুমি আমার হয়ে থাক,-চিনি!
এ আমার সমাধান,বলো-ভা ল বা সি..।।[/center]



১৯

Re: নীল শাড়ী

গল্প কান ভালা লাইল.... অনেক দিন ফরে আইয়ারে ভালা এক্কান গল্প ফাইলাম ...ধইন্যা



Re: নীল শাড়ী

lipton543 wrote:

অনেক দিন ফরে আইয়ারে ভালা এক্কান গল্প ফাইলাম ...ধইন্যা

হ মিয়া,নিজে এক্কান ফোরাম বানাইয়া আমাগো কথা তো ভুইলাই গেছেন।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg