প্রযুক্তির যে কোন সমস্যার সমাধান পেতে এবং পরামর্শ ও আপনার অভিজ্ঞতা শেয়ার করতে আমাদের সাথে যোগ দিন।আমাদের প্রতিজন মেম্বার একেকজন এ্যাডমিন।আমরা চাই সমতার ভিত্তিতে সমাধান।আপনি জানেন আমাদের সেটা জানান।আপনি জানেন না আমাদের সাথে সেটা শেয়ার করুন।গ্রুপ এ যারা অভিজ্ঞ আছেন তারা আপনার প্রশ্নের উত্তর দেবেন আর যারা সমস্যায় পড়বেন তারা অভিজ্ঞদের সাথে সেটা শেয়ার করে তাদের পরামর্শ নেবেন।আমাদের টার্গেট ১০,০০০+ সদস্য।আপনিও আমাদের সাথে যোগ দিন।সমস্যা আমাদের শেয়ার করুন সমাধান নিন।গ্রুপ এ যোগ দিন এবং অন্যদের আমন্ত্রণ জানান।

গ্রুপ এ যোগ দিতে এখানে ক্লিক করুন
https://www.facebook.com/groups/167246666772730/

চারদিকে এখন ইন্টারনেট এ আয়ের জোয়ার।রাস্তায় নামলে নানান চটকদার বিজ্ঞাপন চোখে পড়ে।তবে এসব বিজ্ঞাপন সর্বস্ব প্রতিষ্ঠানগুলো ফ্রীল্যান্সিং  এর মত পবিত্র জগতটাকে অপবিত্র করে ফেলছে।কথায় কাজে মিল পাওয়া যায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।চারদিকে ভেজালের ভিড়।কোথায় যাবেন,কোন দিকে যাবেন এই নিয়ে সবাই কনফিউজ।ধোঁকা যারা একবার খেয়েছেন তাদেরতো আর ভোগান্তির শেষ নেই।এমএলএম কোম্পানীগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এমএলএম জগতের অপবিত্র মানুষগুলো অত্যন্ত কৌশলে ঢুকে পড়েছে ফ্রীল্যান্সিং জগতে।নিজে কাজ না জানলেও এরা ফ্রীল্যান্সিং শেখানোর কথা বলে বড় বড় চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে ধোকায় ফেলছে।আর এই ধোকাবাজির শিকার হচ্ছেন অনেকেই।তাই চটকদার বিজ্ঞাপন নয় প্রফেশনাল ফ্রীল্যান্সারদের সাথে কাজ করে আপনিও হয়ে উঠুন প্রফেশনাল।সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) বর্তমান সময়ের একটি অতি চাহিদা সম্পন্ন  প্রফেশন।সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও)  শিখে আপনি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে পারেন আয় করতে পারেন ৫-১৫ হাজার টাকা পর্যন্ত ।আপনার কাজের অভাব হবেনা যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন।আমরা আপনাকে পুরোপুরি প্রফেশনাল প্রশিক্ষণ দেব সম্পূর্ণ প্রাইভেট পড়িয়ে।একসাথে ২জন এর বেশি আমরা শেখাইনা।হাতে কলমে কিপ এন্ড টাচ প্রশিক্ষণ।সপ্তাহে ৫ দিন আমরা ওডেস্ক এবং ফ্রীল্যান্সার.কম সহ অন্যান্য অনলাইন মার্কেট প্লেস এ ফ্রীল্যান্সিং করি এবং শুধু মাত্র ২দিন কাজ শেখাই।আমাদের কোন কমার্শিয়াল প্রতিষ্ঠান নেই।আমাদের সাথে কাজ শেখার পাশাপাশি আপনি আয় ও করতে পারবেন।কাজ করা এবং কাজ পাওয়ার সব টেকনিক আমরাই আপনাকে শিখিয়ে দেব।ওডেস্ক এর প্রোফাইল ১০০% কমপ্লিট করে কাজ পাওয়ার উপযোগী করে দেব এবং আপনার পারফর্মেন্স ভালো হলে আপনি পারমেনেন্টলি আমাদের সাথে ফ্রীল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ পাবেন।যদি আপনি আগ্রহী হোন তাহলে যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করুন অথবা ইমেইল ও করতে পারেন।

মোবাইলঃ০১৬১১৭৮৫৩৬৩।

ইমেইলঃ [email protected]

facebook এ আমাদের লাইক করে আপডেট সব খবর পেতে পারেন।

এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন এই ওয়েবসাইট এ। 

যারা ঘরে বসে ফ্রীল্যান্সিং করে যোগ্যতা বলে ইনকাম করতে চান তাদের জন্য 'কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট' এবং 'গেট এ ফ্রীল্যান্সার' যৌথভাবে আয়োজন করেছে 'গ্যারান্টেড অনলাইন ইনকাম কোর্স'।এই কোর্সটি করার পর আপনি ঘরে বসে আয় করতে পারবেন ৪ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত।কোর্সটি শুধু মাত্র তাদের জন্য যারা ফ্রীল্যান্সিং করে ক্যারিয়ার গড়তে চান এবং নিশ্চিত প্রতিষ্ঠা পেতে আগ্রহী।এটি আমাদের ২য় ব্যাচ।আমাদের প্রথম ব্যাচ এর ৪ জন স্টুডেন্ট এখন মাসে আয় করছেন মাস ভেদে ত্রিশ হাজার টাকা পর্যন্ত।এটি সম্পূর্ণ যোগ্যতা বিচারের খেলা।আপনি যদি পরশ্রমী হোন এবং প্রতিদিন ৪/৫ ঘন্টা ইন্টারনেটে ব্যায় করতে পারেন তবে আপনিও হতে পারেন সফল ফ্রীল্যান্সারদের একজন।এই কোর্সটি করার পর আপনি দীর্ঘ দিনের সেই লালিত স্বপ্নের বাস্তব রুপ দেখতে পাবেন যা এতদিন শুধুমাত্র কল্পনাতেই সীমাবদ্ধ ছিল।এই কোর্স এ আপনাকে ফ্রীল্যান্সিং বিষয়ক চাহিদা সম্পন্ন সবগুলো কোর্সই করানো হবে।এবং প্র্যাক্টিক্যালি কাজ করানো হবে।বিশেষ সুবিধা হিসেবে থাকছে যেখানে প্রশিক্ষণ সেখানেই কর্মের ব্যাবস্থা।মোট কথা কোর্স সমাপ্তির পর আপনি নিশ্চিত আয় করবেন এবং সেটা হাজার টাকার গন্ডি পেরিয়ে লাখেও পৌঁছাতে পারে। যদি আপনি পরশ্রমী এবং আত্মবিশ্বাসী হোন তবে আমাদের সাথে যোগাযোগ করুন।আমরা শুধুমাত্র ওডেস্ক,ফ্রীল্যান্সার.কম,ইল্যান্স,গুরু এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে কাজ করি।আমাদের এখানে পরিশ্রম ছাড়া আলাদিনের চ্যারাগের বলে রাতারাতি কোটিপতি হওয়ার কোন ব্যবস্থা নেই।দয়া করে আলসে প্রকৃতির ভদ্রলোকেরা এই পেশায় আসবেন না।বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ০১৬১১৭৮৫৩৬৩ এই নাম্বারে।
ইমেইলঃ [email protected]

facebook এ আমাদের লাইক করে আপডেট সব খবর পেতে পারেন।

এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন এই ওয়েবসাইট এ। 

বিজ্ঞানের কল্যাণে এখন গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়।প্রযুক্তি আমাদের নিয়ে গেছে দূর থেকে বহুদূর।যার কিছু কিছু  আমাদের কখনো কখনো অবিশ্বাস্য লাগে আবার বিশ্বাস ও হয়।বিজ্ঞানের আরেকটি বিস্ময় হচ্ছে ইনফরমেশ টেকনোলজী।জাতি হিসেবে  প্রযুক্তির বাজারে পিছিয়ে থাকলেও এগিয়ে আছি আমরা তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মের একটি অত্যাবশ্যকীয় হাতিয়ারের নাম ল্যাপটপ।আর বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশই ল্যাপটপ ব্যাবহারকারী।কিন্তু সমস্যা বাধে তখন যখন সাধের ল্যাপটপটিতে গোলযোগ দেখা দেয়।বর্তমান বাজারে ল্যাপটপ এর এই সমস্যা সমাধানের জন্য যে পরিমান দক্ষ লোকের প্রয়োজন তার প্রায় ৯৯% ই খালি।কারণ আমাদের দেশে এই পেশায় প্রশিক্ষণ প্রদানের বিশ্বস্ত প্রতিষ্ঠানের শূন্যতা দৃশ্যমান।বর্তমান বিশ্বে ল্যাপটপ সার্ভিসিং একটি অত্যন্ত সন্মানজনক পেশা হিসেবে বিবেচিত হয়।দেশে এবং বিদেশে এই পেশার প্রচুর সন্মান রয়েছে।এই পেশায় প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত সহজ।রয়েছে সন্মানের সহিত প্রচুর অর্থ উপার্জনের সুযোগ।যারা ল্যাপটপ সার্ভিসিং কে পেশা হিসেবে নিতে চান তাদের কথা বিবেচনা করে কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট (সিটিআই) আয়োজন করেছে ৪ মাস ব্যাপী প্র্যাক্টিকেল ল্যাপটপ সার্ভিসিং কোর্স।এই কোর্সটি বিশেষ মডিউলে সাজানো।ফলে এই বিষয়ে যারা একেবারেই নতুন তারাও এই কোর্সটি করতে পারবেন।কোর্স শেষে চাকরি অথবা ব্যাবসায় সহযোগিতা করা হবে।আর যারা বিদেশ যেতে আগ্রহী তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ সেবা।বিদেশগামীদের জন্য আমাদের শর্ট কোর্স এর ব্যাবস্থা আছে।এই কোর্স সমাপ্তির পর আপনি ল্যাপটপ এর যে কোন সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন।আয় করতে পারবেন প্রচুর অর্থ।আগ্রহীরা যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করুন।

+৮৮০১৬১১৭৮৫৩৬৩
+৮৮০১৫৫৭০৫০৮৪৩
অথবা সরাসরি চলে আসুন ১৪/২ শান্তিনগর বাজার রোড,শান্তিনগর ঢাকা-১২১৭।
আরো জানতে এখানে ক্লিক করুন