Topic: অনলাইনে নিশ্চিত আয়ের জন্য গ্যারান্টেড অনলাইন ইনকাম কোর্সে ভর্তি চলছে
যারা ঘরে বসে ফ্রীল্যান্সিং করে যোগ্যতা বলে ইনকাম করতে চান তাদের জন্য 'কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট' এবং 'গেট এ ফ্রীল্যান্সার' যৌথভাবে আয়োজন করেছে 'গ্যারান্টেড অনলাইন ইনকাম কোর্স'।এই কোর্সটি করার পর আপনি ঘরে বসে আয় করতে পারবেন ৪ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত।কোর্সটি শুধু মাত্র তাদের জন্য যারা ফ্রীল্যান্সিং করে ক্যারিয়ার গড়তে চান এবং নিশ্চিত প্রতিষ্ঠা পেতে আগ্রহী।এটি আমাদের ২য় ব্যাচ।আমাদের প্রথম ব্যাচ এর ৪ জন স্টুডেন্ট এখন মাসে আয় করছেন মাস ভেদে ত্রিশ হাজার টাকা পর্যন্ত।এটি সম্পূর্ণ যোগ্যতা বিচারের খেলা।আপনি যদি পরশ্রমী হোন এবং প্রতিদিন ৪/৫ ঘন্টা ইন্টারনেটে ব্যায় করতে পারেন তবে আপনিও হতে পারেন সফল ফ্রীল্যান্সারদের একজন।এই কোর্সটি করার পর আপনি দীর্ঘ দিনের সেই লালিত স্বপ্নের বাস্তব রুপ দেখতে পাবেন যা এতদিন শুধুমাত্র কল্পনাতেই সীমাবদ্ধ ছিল।এই কোর্স এ আপনাকে ফ্রীল্যান্সিং বিষয়ক চাহিদা সম্পন্ন সবগুলো কোর্সই করানো হবে।এবং প্র্যাক্টিক্যালি কাজ করানো হবে।বিশেষ সুবিধা হিসেবে থাকছে যেখানে প্রশিক্ষণ সেখানেই কর্মের ব্যাবস্থা।মোট কথা কোর্স সমাপ্তির পর আপনি নিশ্চিত আয় করবেন এবং সেটা হাজার টাকার গন্ডি পেরিয়ে লাখেও পৌঁছাতে পারে। যদি আপনি পরশ্রমী এবং আত্মবিশ্বাসী হোন তবে আমাদের সাথে যোগাযোগ করুন।আমরা শুধুমাত্র ওডেস্ক,ফ্রীল্যান্সার.কম,ইল্যান্স,গুরু এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে কাজ করি।আমাদের এখানে পরিশ্রম ছাড়া আলাদিনের চ্যারাগের বলে রাতারাতি কোটিপতি হওয়ার কোন ব্যবস্থা নেই।দয়া করে আলসে প্রকৃতির ভদ্রলোকেরা এই পেশায় আসবেন না।বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ০১৬১১৭৮৫৩৬৩ এই নাম্বারে।
ইমেইলঃ karjohnkamal@yahoo.com