Topic: স্পেশাল ল্যাপটপ সার্ভিসিং প্রশিক্ষণ
বিজ্ঞানের কল্যাণে এখন গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়।প্রযুক্তি আমাদের নিয়ে গেছে দূর থেকে বহুদূর।যার কিছু কিছু আমাদের কখনো কখনো অবিশ্বাস্য লাগে আবার বিশ্বাস ও হয়।বিজ্ঞানের আরেকটি বিস্ময় হচ্ছে ইনফরমেশ টেকনোলজী।জাতি হিসেবে প্রযুক্তির বাজারে পিছিয়ে থাকলেও এগিয়ে আছি আমরা তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মের একটি অত্যাবশ্যকীয় হাতিয়ারের নাম ল্যাপটপ।আর বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশই ল্যাপটপ ব্যাবহারকারী।কিন্তু সমস্যা বাধে তখন যখন সাধের ল্যাপটপটিতে গোলযোগ দেখা দেয়।বর্তমান বাজারে ল্যাপটপ এর এই সমস্যা সমাধানের জন্য যে পরিমান দক্ষ লোকের প্রয়োজন তার প্রায় ৯৯% ই খালি।কারণ আমাদের দেশে এই পেশায় প্রশিক্ষণ প্রদানের বিশ্বস্ত প্রতিষ্ঠানের শূন্যতা দৃশ্যমান।বর্তমান বিশ্বে ল্যাপটপ সার্ভিসিং একটি অত্যন্ত সন্মানজনক পেশা হিসেবে বিবেচিত হয়।দেশে এবং বিদেশে এই পেশার প্রচুর সন্মান রয়েছে।এই পেশায় প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত সহজ।রয়েছে সন্মানের সহিত প্রচুর অর্থ উপার্জনের সুযোগ।যারা ল্যাপটপ সার্ভিসিং কে পেশা হিসেবে নিতে চান তাদের কথা বিবেচনা করে কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট (সিটিআই) আয়োজন করেছে ৪ মাস ব্যাপী প্র্যাক্টিকেল ল্যাপটপ সার্ভিসিং কোর্স।এই কোর্সটি বিশেষ মডিউলে সাজানো।ফলে এই বিষয়ে যারা একেবারেই নতুন তারাও এই কোর্সটি করতে পারবেন।কোর্স শেষে চাকরি অথবা ব্যাবসায় সহযোগিতা করা হবে।আর যারা বিদেশ যেতে আগ্রহী তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ সেবা।বিদেশগামীদের জন্য আমাদের শর্ট কোর্স এর ব্যাবস্থা আছে।এই কোর্স সমাপ্তির পর আপনি ল্যাপটপ এর যে কোন সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন।আয় করতে পারবেন প্রচুর অর্থ।আগ্রহীরা যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করুন।
+৮৮০১৬১১৭৮৫৩৬৩
+৮৮০১৫৫৭০৫০৮৪৩
অথবা সরাসরি চলে আসুন ১৪/২ শান্তিনগর বাজার রোড,শান্তিনগর ঢাকা-১২১৭।
আরো জানতে এখানে ক্লিক করুন