Topic: এসইও শিখুন প্রতি মাসে আয় করুন ৫-১৫ হাজার টাকা

চারদিকে এখন ইন্টারনেট এ আয়ের জোয়ার।রাস্তায় নামলে নানান চটকদার বিজ্ঞাপন চোখে পড়ে।তবে এসব বিজ্ঞাপন সর্বস্ব প্রতিষ্ঠানগুলো ফ্রীল্যান্সিং  এর মত পবিত্র জগতটাকে অপবিত্র করে ফেলছে।কথায় কাজে মিল পাওয়া যায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।চারদিকে ভেজালের ভিড়।কোথায় যাবেন,কোন দিকে যাবেন এই নিয়ে সবাই কনফিউজ।ধোঁকা যারা একবার খেয়েছেন তাদেরতো আর ভোগান্তির শেষ নেই।এমএলএম কোম্পানীগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এমএলএম জগতের অপবিত্র মানুষগুলো অত্যন্ত কৌশলে ঢুকে পড়েছে ফ্রীল্যান্সিং জগতে।নিজে কাজ না জানলেও এরা ফ্রীল্যান্সিং শেখানোর কথা বলে বড় বড় চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে ধোকায় ফেলছে।আর এই ধোকাবাজির শিকার হচ্ছেন অনেকেই।তাই চটকদার বিজ্ঞাপন নয় প্রফেশনাল ফ্রীল্যান্সারদের সাথে কাজ করে আপনিও হয়ে উঠুন প্রফেশনাল।সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) বর্তমান সময়ের একটি অতি চাহিদা সম্পন্ন  প্রফেশন।সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও)  শিখে আপনি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে পারেন আয় করতে পারেন ৫-১৫ হাজার টাকা পর্যন্ত ।আপনার কাজের অভাব হবেনা যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন।আমরা আপনাকে পুরোপুরি প্রফেশনাল প্রশিক্ষণ দেব সম্পূর্ণ প্রাইভেট পড়িয়ে।একসাথে ২জন এর বেশি আমরা শেখাইনা।হাতে কলমে কিপ এন্ড টাচ প্রশিক্ষণ।সপ্তাহে ৫ দিন আমরা ওডেস্ক এবং ফ্রীল্যান্সার.কম সহ অন্যান্য অনলাইন মার্কেট প্লেস এ ফ্রীল্যান্সিং করি এবং শুধু মাত্র ২দিন কাজ শেখাই।আমাদের কোন কমার্শিয়াল প্রতিষ্ঠান নেই।আমাদের সাথে কাজ শেখার পাশাপাশি আপনি আয় ও করতে পারবেন।কাজ করা এবং কাজ পাওয়ার সব টেকনিক আমরাই আপনাকে শিখিয়ে দেব।ওডেস্ক এর প্রোফাইল ১০০% কমপ্লিট করে কাজ পাওয়ার উপযোগী করে দেব এবং আপনার পারফর্মেন্স ভালো হলে আপনি পারমেনেন্টলি আমাদের সাথে ফ্রীল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ পাবেন।যদি আপনি আগ্রহী হোন তাহলে যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করুন অথবা ইমেইল ও করতে পারেন।

মোবাইলঃ০১৬১১৭৮৫৩৬৩।

ইমেইলঃ [email protected]

facebook এ আমাদের লাইক করে আপডেট সব খবর পেতে পারেন।

এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন এই ওয়েবসাইট এ।