(edited by tazkianur 2011-04-02 18:45:45)

Topic: কথোপকথন

"আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলি
কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি
এবং চলি পথ বেপথে যখন তখন।

আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি
কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি,
কথার সাথে আমার এখন তুমুল খেলা
উপযুক্ত সংযোজনে জীর্ণ-শীর্ণ শব্দমালা
ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায়..."

আমার খুব প্রিয় কবিতার কয়েকটা লাইন। আজকাল কেন জানি কথাগুলো খুব বেশি বাস্তব বলে মনে হয়। সত্যিই তো আমি এখন অন্য মা্নুষ। বন্ধুরা বলে আমি নাকি অনেক বদলে গেছি। গতকালই তো মা বললেন আমি নাকি আর আগের মত নেই। খুব বেশি কি বদলে গেছি?কতটা বদলে গেছি?
আমি মানি আজকাল আমার আলো একে্বারেই সহ্য হয় না,একদমই সহ্য হয় না,কিন্তু তাতে কি? আমার আর ভাল লাগে না হাসতে বেড়াতে,সারা দিন-রাত ঘরের মধ্যে বসে থাকতে ই্চ্ছা করে,তাতেই কি প্রমানিত হয় যে আমি বদলে গেছি? (অট্টহাসি)...আসলে এতেই প্রমানিত হয় যে আমি বদলে গেছি,নিজেকে আর কত সান্তনা দেব আমি? আর কত?
একটা মানুষ কি পারে এমন ভাবে আরেকটা মানুষের জীবন এভাবে বদলে দিতে? আমি সারা জীবন বিশ্বাস করে এসেছি মানুষ কখনই এত ক্ষমতাবান হতে পারে না,খোদা তাকে এত ক্ষমতা দেয় নাই যে সে আরেকটা মানুষের জীবন বদলে দিবে। কিন্তু আমি প্রমান পেয়ে গেছি যে একজন মানুষ চাইলেই আরেকজন মানুষের জীবন উলট পালট করে দিয়ে যেতে পারে...অবশ্যই পারে নইলে আজ কেন আমি অন্য মানুষ,অন্যভাবে কথা বলি?কোথায় যেন শুনেছিলাম কথা শুনে নাকি মানুষের প্রানের আভাস পাওয়া যায়। আমার কথায় নাকি এখন আর আগের উচ্ছলতা অনুভব করা যায় না। তাতে কি প্রমানিত হয় যে আমি একজন মৃত মানুষ? নাহ অবশ্যই আমি মৃত নই,আমার শ্বাস প্রশ্বাস ঠিক মতই চলেছে...এর মানে কি আমি জীবিত? (আবারো অট্টহাসি)কাকে সান্তনা দিচ্ছি আমি?
আমি মানি না যে একটা মানুষ এত ক্ষমতাবান হতে পারে যে সে আমার মনটা কে মেরে ফেলে আমাকে জীবন্মৃত করে রেখে যাবে,আমার হাসি কান্নাগুলো কেড়ে নিয়ে যাবে। আমি মানি না,আমি মানি না...মানি না...আমি মানবও না। আমি কেন বদলে যাব? কেন হব অন্য মানুষ???

"মানুষ না বোঝে যদি আরেক মানুষ
আমি আহত হবো না, আহত হবো না।
কবিতার কসম খেলাম আমি শোধ নেবো সুদে ও আসলে,
এবার নিহত হবো
ওসবের কোনো কিছুতেই তবু শুধু আর আহত হবো না।"

আমি আর কখনই মানব না যে কোন মানুষ এতটা ক্ষমতাবান হতে পারে...



Re: কথোপকথন

এটা কি তোমার জীবনের বর্তমান কাহিনী?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কথোপকথন

উপল BD wrote:

এটা কি তোমার জীবনের বর্তমান কাহিনী?

ভাইয়া এইটা কিন্তু একেবারেই ঠিক না  shame on you  এই যে আপনি আমাকে সবসময় খোঁচা দিয়ে কথা বলেন। এইটা একটা গল্প। এইটা আমার জীবনের বর্তমান কাহিনী হবে কোন দুঃখে??? আমাকে দেখে কি ছ্যাঁক খাওয়া পাবলিক মনে হয়?



Re: কথোপকথন

আপনি  একটু অন্যরকম ভিন্ন তাই আমি বলি আপনি  অনন্য
আপনি বদলায়ে ধরেন বিচিত্র  বর্ণ ,   আপনার  পেয়ে মোরা ধন্য ।



Re: কথোপকথন

সাহিত্তবৃষ্টি   big grin  big grin

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: কথোপকথন

shemul49rmc wrote:

সাহিত্তবৃষ্টি   big grin  big grin

ধন্যবাদ big grin



Re: কথোপকথন

shamim51 wrote:

আপনি  একটু অন্যরকম ভিন্ন তাই আমি বলি আপনি  অনন্য
আপনি বদলায়ে ধরেন বিচিত্র  বর্ণ ,   আপনার  পেয়ে মোরা ধন্য ।

কবিতা পড়ে আমিও ধন্য। big grin



Re: কথোপকথন

tazkianur wrote:

এইটা আমার জীবনের বর্তমান কাহিনী হবে কোন দুঃখে???

না কিছুদিন আগে কি একটা বিষয় নিয়ে তুমি যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলা তার সাথে মনে হলো এই গল্পের মিল আছে,তাই বললাম আর কি।  big hug

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কথোপকথন

উপল BD wrote:
tazkianur wrote:

এইটা আমার জীবনের বর্তমান কাহিনী হবে কোন দুঃখে???

না কিছুদিন আগে কি একটা বিষয় নিয়ে তুমি যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলা তার সাথে মনে হলো এই গল্পের মিল আছে,তাই বললাম আর কি।  big hug

ইস...আমি মোটেও কান্নাকটি করি নাই tongue  tongue
ও মনে পড়েছে... ওটা তো আমার বন্ধু বান্ধবদের জন্য  silly  silly



Re: কথোপকথন

সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......



১১

Re: কথোপকথন

Tamanna Afrin wrote:

সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

thank u yrrr (u know why,lolz) silly  silly



Re: কথোপকথন

tazkianur wrote:
Tamanna Afrin wrote:

সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

thank u yrrr (u know why,lolz) silly  silly

যারা নিজের ভালো বোঝে নাহ শুধু তারাই মনে কথা শোনে...



১৩

Re: কথোপকথন

Tamanna Afrin wrote:
tazkianur wrote:
Tamanna Afrin wrote:

সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

thank u yrrr (u know why,lolz) silly  silly

যারা নিজের ভালো বোঝে নাহ শুধু তারাই মনে কথা শোনে...


এর মানে কি?? বুঝি নাই রে



Re: কথোপকথন

Tamanna Afrin wrote:

কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

খুবই জ্ঞান গম্ভীর সংলাপ,তাই মাথার উপর দিয়ে গেলো।  whistling

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১৫

Re: কথোপকথন

উপল BD wrote:
Tamanna Afrin wrote:

কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

খুবই জ্ঞান গম্ভীর সংলাপ,তাই মাথার উপর দিয়ে গেলো।  whistling

applause   applause



Re: কথোপকথন

মানুষ মাঝে মাঝে শামুকের মত খোলসের আড়ালে চলে যেতে ভালোবাসে।
আবার কখনো কখনো সে চাই সে যেন সাদা পাতার মত তাকে যে কেউ পড়ে ফেলতে পারে।
তবে একজন মানুষ কখনোই আরেকজন কে বদলাতে পারে না, যদি না সে নিজে পরিবর্তিত হয়।

tazkianur wrote:

একজন মানুষ চাইলেই আরেকজন মানুষের জীবন উলট পালট করে দিয়ে যেতে পারে

এটা সত্য, তবে সে জন্য অনুভুতি শূন্য হয়ে যাওয়া কখনোই কাম্য নয়।

tazkianur wrote:

মনটা কে মেরে ফেলে আমাকে জীবন্মৃত করে রেখে

এটি মানছি, তবে দেহের মরণ পুনরুদ্ধার সম্ভব না হলেও, মনের মরণ কে হাজার ভাবে বাচান যায়।

সুন্দর লেখা! আর উত্তর দিতে ইচ্ছে করছিল, তবে সুন্দর জিনিস নিয়ে বেশি কাটা ছেড়া না করাই ভালো।  thumbs up  চালিয়ে যাও।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কথোপকথন

ভালো লাগলো লেখাটি। অভিনন্দন গ্রহন করুন আপি।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


১৮

Re: কথোপকথন

পলাশ মাহমুদ wrote:

ভালো লাগলো লেখাটি। অভিনন্দন গ্রহন করুন আপি।

অনেক অনেক ধন্যবাদ  happy



১৯

Re: কথোপকথন

sawontheboss4 wrote:

সুন্দর লেখা! আর উত্তর দিতে ইচ্ছে করছিল, তবে সুন্দর জিনিস নিয়ে বেশি কাটা ছেড়া না করাই ভালো।  thumbs up  চালিয়ে যাও।

আরেকটু কাটাছেড়া করলেই ভাল হত। নিজের লেখার মন্তব্য পড়তে খুবই মজা লাগে big grin
ধন্যবাদ ভাইয়া nerd



Re: কথোপকথন

tazkianur wrote:
পলাশ মাহমুদ wrote:

ভালো লাগলো লেখাটি। অভিনন্দন গ্রহন করুন আপি।

অনেক অনেক ধন্যবাদ  happy

আপি আবারো অভিনন্দন গ্রহন করুন। তখন না পরেই অভিনন্দন দিয়েছিলাম। এবার পড়ে দিলাম happy  সাথে ফ্রি হিসাবে একখান মান-সম্মান big hug

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


২১

Re: কথোপকথন

পলাশ মাহমুদ wrote:

আপি আবারো অভিনন্দন গ্রহন করুন। তখন না পরেই অভিনন্দন দিয়েছিলাম। এবার পড়ে দিলাম happy  সাথে ফ্রি হিসাবে একখান মান-সম্মান big hug

অ্নেক অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু আপনি কি আ্সলেই আগের বার না পড়েই অভিনন্দন দিয়ছিলেন?? surprise  surprise



Re: কথোপকথন

tazkianur wrote:

অ্নেক অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু আপনি কি আ্সলেই আগের বার না পড়েই অভিনন্দন দিয়ছিলেন??

আমি প্রায় সময়ই সত্য কথা বলি। এই সত্য কথা নিয়ে একটা কাহিনী মনে পরে গেলো। আমি তখন আট ক্লাশে পড়ি। বাড়ির গার্ডিয়ান এক মেয়ের সাথে ঘুরঘুর করতে দেখে ফেললো। রাতে আমাকে রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হলো- বল তুই কি ঐ মেয়েকে ভালোবাসিস!
আমি তো হতবাক। মিথ্য বললো, বলবো ভাবতে ভাবতে সত্য বলে ফেললাম। বললাম- হ্যা।
তারপর কই গার্ডিয়ানরা ছেলে সত্য কথা বলেছে বলে গুড বয় বলবে। তা না করে আমাকে একটা খুটির সাথে বেধে রাখলো angry বললো- ঐ মেয়ের ভুল যতোদিন পর্যন্ত মাথা থেকে না নামবে ততোদিন নাকি খুটির সাথে বেধে রাখবে sad । বলেন এটা কোন কথা হলো angry  angry
তবে তাই বলে কিন্তু আমি মিথ্যা কথা বলি না। এখনো অকুপটে সত্য কথা বলে যাই big grin

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


২৩

Re: কথোপকথন

গল্পটা ভাল লাগল applause কিন্তু ভাইয়া আট ক্লাশে পড়ে মেয়েদের সাথে(বা পিছে) ঘুরঘুর করা কি ভাল??? তাই খুটির সাথে বেঁধে রাখার আইডিয়াটা খুবই ভাল ছিল raised eyebrows  raised eyebrows



Re: কথোপকথন

tazkianur wrote:

গল্পটা ভাল লাগল applause কিন্তু ভাইয়া আট ক্লাশে পড়ে মেয়েদের সাথে(বা পিছে) ঘুরঘুর করা কি ভাল??? তাই খুটির সাথে বেঁধে রাখার আইডিয়াটা খুবই ভাল ছিল raised eyebrows  raised eyebrows

rolling on the floor    rolling on the floor    rolling on the floor   তাজকিয়ার লেখা পড়লে মনটা হয় "শিমুল তুলার থেকে কিছুটা নরম, আসলে সে স্টোন হার্টেড ওয়ারিওর।  alien

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


২৫

Re: কথোপকথন

sawontheboss4 wrote:

তাজকিয়ার লেখা পড়লে মনটা হয় "শিমুল তুলার থেকে কিছুটা নরম, আসলে সে স্টোন হার্টেড ওয়ারিওর।  alien

এত দিনে মনের মত একটা কমেন্ট পেলাম  batting eyelashes 
ভাইয়া ধন্যবাদ