Topic: রক্তঝরা একুশ
ভাষার কদর বুঝবি যদি
আগুন ঝরা ফাগুনে
পথের নুড়ি কালো পিচে
রক্তকণা যা গুণে
মেরুণ রঙের ডালিয়া
রক্তগোলাপ শিমুল হাসে
তপ্ত সে খুন ঢালিয়া
রক্তঝরা একুশ
ফুল পাখিদের গান শেখাতে
ত্যাগের খাতায় নাম লেখাতে
দে এনে দে শুকনো শাখায়
মূল্যবোধের সেকুশ ।
-------------------২০০৪ সালে প্রকাশিত পদ্মাপাড়ের ছড়া গ্রন্থে।
Medical Guideline Books