Topic: রক্তঝরা একুশ

ভাষার কদর বুঝবি যদি
আগুন ঝরা ফাগুনে
পথের নুড়ি কালো পিচে
রক্তকণা যা গুণে

মেরুণ রঙের ডালিয়া
রক্তগোলাপ শিমুল হাসে
তপ্ত সে খুন ঢালিয়া

রক্তঝরা একুশ
ফুল পাখিদের গান শেখাতে
ত্যাগের খাতায় নাম লেখাতে
দে এনে দে শুকনো শাখায়
মূল্যবোধের সেকুশ ।

-------------------২০০৪ সালে প্রকাশিত পদ্মাপাড়ের ছড়া গ্রন্থে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: রক্তঝরা একুশ

dr.shamim wrote:

সেকুশ

এইটা মনে কি? thinking
সুন্দর হইয়াছে।  applause

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: রক্তঝরা একুশ

সেকুশ মানে কি ???
কবিতা  applause



Re: রক্তঝরা একুশ

খুব ভালো লাগলো...

ইহা দ্বারা কি প্রমাণ হইবে যে আমি অক্ষর জ্ঞান সম্পন্ন???


Re: রক্তঝরা একুশ

ভাল কবিতা  applause

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: রক্তঝরা একুশ

বেশ ভাল লাগলো।



Re: রক্তঝরা একুশ

২০০৪ সালে প্রকাশিত পদ্মাপাড়ের ছড়া গ্রন্থে।

কবিতার কবি কে? আপনি নাকি শামিম ভাই? confused

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!