আমার কাছে ১১.০৪ এর বেটা ১ ভার্শন আছে...

বহুদিন ধরেই আমার নেট কানেকশানের একমাত্র অবলম্বন ছিল Citycell এর Alcatel ET805C ফোনটি।যেটা দিয়ে আমি জুম আল্ট্রা চালাতাম(!!!) স্পিড পেতাম মোটামুটি 17KB/s.আজ একটা আল্ট্রা মডেম ধার করে তাতে নিজের "রিম কার্ড" ভরে চালাচ্ছি...
আমার ULTRA 1(150kbps) কানেকশানের স্পিড...
http://www.speedtest.net/result/1255107080.png

জানালা ৭ ব্যবহার কারীরা কেউ DreamScene ব্যবহার করেছেন কি??? এটা নিয়ে একটা পোস্ট দিব ভাবছি...

শুরু থেকে avast এই আছি...অন্যকিছু ট্রাই করতে হয় নি... cool  cool  cool

যারা ডেঙ্গু আতংকে আছেন তাদের রাজশাহীতে আসার আমন্ত্রণ জানাচ্ছি... রাজশাহীর মশার কামড় খেলে তাদের acquired immunity develop করবে ইনশাল্লাহ... winking  winking  winking

ডাউনলোড দিলাম... happy

এটাতে কেঊ ঢুঁ মেরে দেখেছেন কি??? http://gallery.mobile9.com

জানালা,মিন্ট দুইটাতেই ব্যবহার করেছি।দারুন কাজের জিনিস thumbs up

কাব্য প্রেমী পু৺চকে মেয়ে তোমার জন্য...সাহিত্য ভান্ডার

অনেক দিন পর ঢাকায় আসলাম rolling on the floor

system tray তে VOLUME INDICATOR check করেন।নতুন ইন্সটল করা অবস্থায় সাধারনত mute করা থাকে।Unmute তে ক্লিক করেন।

tazkianur wrote:

"কেউ জানে না আমার কেন এমন হল
কেন আমার দিন কাটে না,রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না
কেন আমার হাতের মাঝে হাত থাকে না,কেউ জানে না।".................

নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম
পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও,
কেই বলেনি ভালো থেকো সুখেই থেকো
যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি
মাথার কসম আবার এসো

love struck  love struck  love struck

খুব ভালো লাগলো...

রাজশাহী মেডিকেল কলেজের ৫১তম এমবিবিএস ব্যাচের মেধাবী ছাত্র আসিফ দুরারোগ্য ক্যান্সার(Mandibular Sarcoma) তে ভুগছে।তার সুচিকিৎসার জন্য প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন।আসিফ কে সাহায্য করতে তার ক্লাসমেট ও বন্ধুরা এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শিতব্য চলচ্চিত্রঃ তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না
প্রদর্শনীর তারিখঃ ১৮ ফেব্রুয়ারী'২০১১ ,রোজ-শুক্রবার।
প্রদর্শনীর স্থানঃ ডাঃ কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম,রাজশাহী মেডিকেল কলেজ।
প্রদর্শনীর সময়ঃ বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টা।
টিকিট প্রাপ্তির স্থানঃ পিংকু হোস্টেল,রাজশাহী মেডিকেল কলেজ ও প্রদর্শনীর পূর্বে অডিটোরিয়াম।
আসুন আমরা সবাই এই মহতী আয়োজন সফল করি এবং আসিফের পাশে দাড়াই।

আমার যেদিন যেদিন prof. এর ভাইভা,বাংলাদেশ এর খেলাগুলো পড়েছে তঠিক তার পরের দিনগুলোতে...মজা করে খেলা দেখতে পাব। winking

উপল BD wrote:

আমি এখনও Tabar's  Dictionary ব্যবহার করিনি,তবে উপকারী জিনিস।  thumbs up

আমি করেছি।বেশ ভাল জিনিস।

রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২২তম ব্যাচের উদ্বোধনী ক্লাশ হবে ২০ ফেব্রুয়ারী ২০১১, সকাল ১১টায়...

দিলাম...
স্কিম অভ্র

আমদের কবির সেই বিখ্যাত কবিতা...দারুন...

অনেক অনেক ধইন্যাপাতা...