Topic: বাংলাদেশে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সেবা |
ইন্ডাস্ট্রিয়াল পেস্ট ম্যানেজম্যান্ট বা ইন্ডাস্ট্রিয়াল পেস্ট কনট্রোল সার্ভিস যে কোন ধরনে রফাতানি নির্ভর গার্মেন্টস, কল কারখানা বা ফ্যাক্টরির জন্য অত্যান্ত গুরুত্ব পুর্ন। কেননা এই বিষয়টিতে বায়ারের সুনাম অত্যান্ত নিবির ভাবে জড়িত। কখনো কখনো একটি মাত্র পিঁপড়া একটি ফিনিশ করা পণ্যের সাথে প্যাকিং হয়ে চলে যাওয়ায় বায়ারের বিপুল পরিমাণ আর্থিক ও সন্মান ক্ষুন্ন হয়েছে। একই রকম কারনে বহু ফ্যাক্টরি অত্যান্ত চমৎকার ভাবে পণ্য তৈরির পরেও শিপমেন্ট ক্যান্সেলের জটিলতায় পড়েছে। ইদানিং কালে এই বিষটি মাথায় রেখে প্রায় প্রত্যেক আন্তর্জাতিক বায়ার ফ্যাক্টরি গুলোকে কমপক্ষে ৯০ দিনে একবার অভিজ্ঞ প্রতিষ্ঠান দ্বারা পেস্ট কনট্রোল শর্ত দিয়ে থাকেন। সুতরাং এটি কোন ভাবে অবহেলার বিষয় নয়। বাংলাদেশে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সেবা পেতে 0PESTBD-এ যোগাযোগ করুন।
তেলাপোকা বিশ্বের খুব সাধারণ একটি পোকা। এটি প্রায় সব বাড়িতে বসবাস করে। অনেক ধরণের তেলাপোকা পাওয়া যায় কিন্তু চার বা পাঁচ ধরণের তেলাপোকা সবচেয়ে বেশি দেখা যায়। আছে: আমেরিকান তেলাপোকা, জার্মান তেলাপোকা, ওরিয়েন্টাল তেলাপোকা এবং ব্রাউন ব্যান্ড তেলাপোকা ।
তেলাপোকা নির্দোষ পোকা নয়। এটি মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। বিভিন্ন ধরণের বিপদজনক ও মারাত্মক রোগ বহন করে । উদাহরণ স্বরূপ: কলেরা, কুষ্ঠব্যাধি, প্লেগ, টাইফয়েড জ্বর, ভাইরাল রোগ যেমন পোলিওসিলাইটিস।
সুতরাং, তেলাপোকা নিয়ন্ত্রণ করুন। 0pestbd.com বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের তেলাপোকাকে নিয়ন্ত্রণ করে এবং গ্যারান্টি দিয়ে PEST কন্ট্রোল সার্ভিস প্রদান করে ।