Topic: ডেসটিনির বিরুদ্ধে অপপ্রচার (!) ।
আজ আমি আপনাদের সাথে ডেসটিনি ও ভিক্ষুকের মধ্যে পার্থক্য এবং আমার সাথে ২ ডেসটিনি বন্ধুর আলাপের সারাংশ তুলে ধরবো এবং সবাইকে ডেসটিনিতে যোগ দিয়ে নিজের নিস্তেজ( ) ভবিষ্যত গড়ার আহ্বান জানাবো(নিজ দায়িত্বে )
ফেসবুক থেকে প্রাপ্ত
এতো পার্থক্য থাকার পরও ভিক্ষুক এবং ডেসটিনি রোগীর সাথে কয়েক জায়গাতে প্রানের মিল রয়েছে আর তা হলোঃ
ভিক্ষুক এবং ডেসটিনি রোগী এই দুটি দলই কাজ না করে খাওয়ার পক্ষে!
এবং এই দুটি দলই অভিনয়ের ক্ষেত্রে অস্কারের মনোনয়ন পাওয়ার মতো অভিনয় করে থাকেন।
মূল পার্থক্যটা আসলে সামু থেকে প্রাপ্ত।
হে হে এবার আমার পালা :
আমার ২ বন্ধুর সাথে হঠাত্ করে কিছুদিন আগে দেখা,তো ২ জনই ঢেউটিনের হীরক মেম্বার হওয়ার জন্য ব্যাপক লাফালাফি করতেছে,তো আমাকেও তারা তাদের সুন্দর(!) প্রস্তাব দেওয়া শুরু করলো,দেখলাম মহাবিপদ!!! শিয়র ১-১.৫ ঘণ্টা সময় নষ্ট হবে ,অবশ্য পরীক্ষা শেষ হয়েছে বলে ৭দিন কোন কাজ কাম নেই,তাই ভাবলাম আজ এদের মহাগুরুত্বপূর্ণ সময়(যে সময় মিনিটে মিনিটে সোনার বলদ প্রসব করে ) থেকে কিছু অংশ কেটে নেওয়া যাক।
## তো প্রথমেই শুরু করলাম,ঢেউটিনের কেজির দরে তাদের অফিসের সামনে কালো দড়ি থুক্কু টাই বিক্রির কাহিনী।
==>তাদের উত্তর "আসলেই ইদানিং অনেকেই হটাত্ লুঙ্গি পড়া ছেড়ে এরকম শার্ট-প্যান্ট টাই পড়া ধরছে।এদের যে আর কি বলবো,ধাপে ধাপে না এগিয়ে এক ধাপেই গোল্ডেন মেম্বার হতে চাই"
(আমি আবার নায়ই বা বললাম বলদের ডেফিনেশন কি
## দোস্ত তোরা তো অনেক বিল্ডিং-অফিস বিভিন্ন বিভাগে তৈরি করতেছিস,আচ্ছা এই টাকাগুলো কোথা থেকে আসে রে?
==> তাদের উত্তর "এই টাকা আসে আমাদের প্রোডাক্ট বিক্রি করে এবং মেম্বারদের টাকায়"
##কিন্তু তোদের D2k এর মাল নাকি যারাই কিনছে তারাই সার্ভিস সেন্টারের সামনে কিছুদিনের মধ্যেই বিশাল লাইন দিছে?
==> তাদের উত্তর "আরে নাহ,এই সব আমাদের বিরুদ্ধে অপপ্রচার "
(হে হে,নিজের চোখে দেখা কাহিনী,অপপ্রচার বলি কেমনে?আর অপপ্রচারের জন্যে আপনারাও কিন্তু সমান অংশে দায়ী )
## এইবার শুরু করলাম সাবেক সেনাপ্রধান লেট.জেনারেল হারুনুর রশিদ সাহেবের ব্যাপক টাকা-পয়সার মালিক হওয়ার কাহিনী(সত্য-মিথ্যা বানিয়ে),দেখলাম পোলারা বেকুবের মত এক জন আরেকজনের দিকে তাকাচ্ছে,আমিও দারুন মজা পেলাম। :cool:
প্রায় ১৫ মিনিট ধরে ফিরিস্তি বর্ণনা করার পর শুরু করলাম দেশের মেডিকেল সাইন্স,হাসপাতাল ব্যবস্থা এবং ডাক্তারদের মাঠ পর্যায়ে দূরবস্থার কথা,চললো প্রায় ৩০ মিনিট। এই সময় দেখলাম কিছুক্ষণ পরপরই তারা হাত ঘড়ি এবং একে অপরের বিষন্ন(!) মুখের দিকে তাকাচ্ছে।
অবশেষে প্রায় ১.৫ ঘণ্টা সময় অপব্যয় করে ( ) আমার কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করছে বলে বিদায় নিলো। ;D
জীবনে প্রথম ঢেউটিনের কোন বলদের মুল্যবান সময় নষ্ট করতে পারছি বলে ব্যাপক মন:কষ্টে আছি( )।