Topic: বাংলায় এসএমএস

http://www.dailykalerkantho.com/admin/news_images/566/image_566_167002.jpg


'বাংলা এসএমএস' সফটওয়্যার ব্যবহার করে যেকোনো জাভা সমর্থক মোবাইল ফোন থেকেই বাংলা এসএমএস লেখা সম্ভব। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হলো, এসএমএসটি যে মোবাইল ফোনে পাঠানো হবে, তাতেও জাভা সমর্থন এবং 'বাংলা এসএমএস' সফটওয়্যার ইনস্টল থাকতে হবে।
সহজে এ সুবিধা পেতে হলে উভয় ফোনেই http://m.banglasms.org.bd ঠিকানা থেকে মাত্র ১৬০ কিলোবাইটের 'বাংলা এসএমএস' সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। কম্পিউটার থেকেও এটা ডাউনলোড করা যাবে। সে ক্ষেত্রে ডেটা কেব্ল্ বা ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোনে স্থানান্তর করে নিতে হবে। কম্পিউটারে ডাউনলোড করার জন্যwww.banglasms.org.bd/banglasms.zip ক্লিক করতে হবে। ইনস্টল শেষে মোবাইল ফোনে সফটওয়্যারটি চালু করুন। এখানে বাংলায় এসএমএস লেখার অপশন পাবেন। কিভাবে বাংলায় এসএমএস লিখতে হয়, তা জানার জন্য সফটওয়্যারটির Option থেকে How to write বাটনে যেতে হবে। Option থেকে Template-এ গিয়ে বাংলা বেশ কিছু এসএমএস টেমপ্লেট পাওয়া যাবে। এতে এসএমএস লেখার পাশাপাশি বিভিন্ন স্মাইলি বা ইমোটিকোনও (বিভিন্ন স্মারক চিহ্ন) যুক্ত করা যাবে।
কোনো যুক্তাক্ষর লিখতে কষ্ট হলে সেটাও বার থেকে insert এর মাধ্যমেও আনা যাবে। এমএমএস লিখে তা সংরক্ষণ করেও রাখা যাবে। এ সুবিধা পেতে Option থেকে Draft-এ যেতে হবে।

সুত্রঃ কালেরকন্ঠ

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: বাংলায় এসএমএস

অনেক ঝামেলা। তবে ভালোপদ্ধতি !!



Re: বাংলায় এসএমএস

শামীম ভাই ট্রাই করে দেখেছেন?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বাংলায় এসএমএস

সিম্বিয়ান সেট এর জন্য। তোমাদের তো থাক্তে পারে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books