Topic: কেন কর তব হেলা

"কেন কর তব হেলা"
শেষ বিকেল

দেখেছ কি তাদের
অনাহেরে যাদের
কেটে যায় তিনটি বেলা,
দাওনা আহার
কর প্রহার
কেন কর তব হেলা।
মালামাল বোঝা
তুলে দাও সোজা
ভাবিয়া দেখনা কভু,
ক্ষুধা খালি পেটে
যায় তারা খেটে
দেখও দেখনা তবু।
টাকার বেলা
ওরে মোর শালা
আরো কত কি গাল
দু'চার ঘুষি
মেরে হও খুশি
চড়াতে চড়াতে লাল।
এমন বিচার
করে অনাচার
পাওকি তুমি সুখ?
কেড়ে নিয়ে বাতি
বুকে মার লাথি
বাড়াও শুধু দুখ।
অহমিকাই আজ
ভূলে দ্বিধা লাজ
কেন ক্ষেপা হয়ে উঠো?
ভেবছ কি কখন
নিজে হও হিন
করতে তাদের ছোট।


                                        ০৮/১২/০৪ইং
                                        বারান্দি,যশোর

শেষ বিকেল


Re: কেন কর তব হেলা

আহা। এমন হৃদয়স্পর্শী কবিতা অনেকদিন পর পড়লাম। অনেক সুন্দর লিখেছেন, ভাই। আপনি বস!!