Topic: নতুন এসেছি..!
আমার নাম আব্দুল্লাহ। আমাকে কেউ কেউ মনে করে ফানি। কেউ মনে করে রাগী। কেউ মনে করে গম্ভীর। কিন্তু আসলে আমি সব মিলিয়ে একজন অদ্ভুত মানুষ।
এই আড্ডা আসরে আড্ডা দিতে আসলাম। দেখি কিরকম আড্ডা দিতে পারি। আমি অবশ্য কম বয়স্ক মানুষ তেমন কিছু বুঝিনা
আমি বেশি সময় এখানে থাকতে পারব না তবে যতক্ষণ থাকতে পারি ততক্ষণ আপনাদের সাথে কথা বলব।
উপরোক্ত বক্তব্যের মাধ্যমে আমাকে চিনতে পারছেন।
না পারলে আমার কোন দোষ নেই
আমি থাকি: ইবি, কুষ্টিয়া
গ্রামের বাড়ি: কুমিল্লা
আশা করি আমাকে গ্রহণ করবেন..
আমি ফোরাম খুঁজে বেড়াই..! ফোরাম খুঁজে বেড়ানোই আমার লক্ষ্য..! আমি যখন প্রথম এই ফোরাম খুঁজে পাই তখন এর সদস্য সংখ্যা ছিল ১৬ ! কিন্তু এখন অনেক..! তাই রেজিঃ করলাম।