Topic: আসিফের জন্য চলচ্চিত্র প্রদর্শনী
রাজশাহী মেডিকেল কলেজের ৫১তম এমবিবিএস ব্যাচের মেধাবী ছাত্র আসিফ দুরারোগ্য ক্যান্সার(Mandibular Sarcoma) তে ভুগছে।তার সুচিকিৎসার জন্য প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন।আসিফ কে সাহায্য করতে তার ক্লাসমেট ও বন্ধুরা এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শিতব্য চলচ্চিত্রঃ তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না
প্রদর্শনীর তারিখঃ ১৮ ফেব্রুয়ারী'২০১১ ,রোজ-শুক্রবার।
প্রদর্শনীর স্থানঃ ডাঃ কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম,রাজশাহী মেডিকেল কলেজ।
প্রদর্শনীর সময়ঃ বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টা।
টিকিট প্রাপ্তির স্থানঃ পিংকু হোস্টেল,রাজশাহী মেডিকেল কলেজ ও প্রদর্শনীর পূর্বে অডিটোরিয়াম।
আসুন আমরা সবাই এই মহতী আয়োজন সফল করি এবং আসিফের পাশে দাড়াই।