Topic: linux e bangla likhbo ki kre?
Linux e ami bangla ki kore likhbo. Bangla writing er software avro kotha theke download korbo?
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → লিনাক্স বিষয়ক → linux e bangla likhbo ki kre?
Linux e ami bangla ki kore likhbo. Bangla writing er software avro kotha theke download korbo?
লিনাক্সে বাংলা লেখা খুবই সহজ।
মিন্ট ইউজ করলে সার্চ আইটেমে লিখুন>>iBus>>iBus ওপেন হলে ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা সিলেক্ট করুন...দেখবেন যে প্রভাত, ইউনিজয় সহ আরো কিছু লেআউট আছে। যদি বিজয়ের ব্যবহারকারী হন তাহলে Unijoy এড করে iBus ক্লোজ করুন। তারপর ctrl+space চাপ দিয়ে বাংলা লিখুন।
Thanks. But avro ki available?
আমার সবচেয়ে পছন্দ MAC-OS । তারপর লিনাক্স ।
avro download er link ta post korle ektu valo hoye.
দিলাম...
স্কিম অভ্র
লিনাক্সে ফোনেটিকে লিখবো কিভাবে?
লিনাক্সে ফোনেটিকে লিখবো কিভাবে?
http://omicronlab.com/forum/index.php?s … p;st=&
এই লিংকে গিয়ে প্রসিডিউর মত ইনস্টল করেন,ইনস্টল হয়ে গেলে আমাকে ফোন দিয়েন।
১. সফটওয়ার ম্যানেজার থেকে দুইটা সফটওয়ার ইন্সটল করেন
scim-avro
scim-m17n
২. ইনপুট চেঞ্জ করেন মানে scim কে ডিফল্ট ইনপুট দেন
যেভাবে scim কে ডিফল্ট ইনপুট করবেনঃ
মেনু থেকে টার্মিনাল ওপেন করেন
টাইপ করেনঃ im-switch -c (স্পেস টা খেয়াল করবেন)
তারপর এণ্টার..... ৫ নম্বর অপশনে use scim via xim (scim) সিলেক্ট করেন (scim bridge না কিন্তু)
সেভ করে বের হয়ে পিসি রিস্টার্ট করেন
ব্যাস কাজ শেষ ….......অন্যান্য লিনাক্স মিণ্ট ও উবুন্তু তেও এই পদ্ধতি কাজ দিবে
ও আরেকটা কথা গ্লোবাল সেটআপ এ গিয়ে কি এসাইন করা যায় যেমনঃ ctrl+space.........মানে উইন্ডোজের F12 বাটনের মত...scim অন অফ হয়.work panel(task panel) এ scim setup এর জন্য আইকন আসে icon smile উবুন্টু ও লিনাক্স মিন্টে বাংলাসহ যে কোন ভাষা লিখুন ( মিন্ট ১০ জুলিয়া) | Techtunes
এছাড়া ভাষা সিলেক্ট করা যায় মানে কি কি ভাষায় টাইপ করতে চান....বাংলার জন্য অভ্র ফোনেটিক টা ইউজ করা বেশি সহজ।
টেক্টিউন্স
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → লিনাক্স বিষয়ক → linux e bangla likhbo ki kre?
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৪ seconds (৬১.৯% PHP - ৩৮.১% DB) with ১১ queries