Topic: ছড়া......

টোকাই......
কাজী ফাতেমা ছবি

বাস করি ফুটপাতে
টোকাই আমার নাম
দু:খ কষ্ট সঙ্গী সাথি
নাই কোন দাম ।
বড় হলাম অবহেলায়
অবহেলাই সঙ্গী
বড় হলে হয়ত হবো
বড় কোন জঙ্গী ।
আমারও তো স্বপ্ন আছে
সুন্দরভাবে বাঁচার
ভালবাসুক সবাই আমায়
এইটুকু প্রত্যাশা আমার ।



Re: ছড়া......

:তালি:    :তালি:   টোকাই দের নিয়ে এরকম ছোট্ট একটি সুন্দর কবিতা লেখার জন্য একটি রেপু, সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের কোথাও যে আপনার মাথায় আছে, সেটাই আমার সবচেয়ে ভাল লেগেছে।  (y)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ছড়া......

কবিতাটি খুবই সুন্দর হয়েছে....আসলেই তাদের পুনর্বাসন সত্যি প্রয়োজন।  (y)

ছবি-Chhobi wrote:

বড় হলাম অবহেলায়
অবহেলাই সঙ্গী
বড় হলে হয়ত হবো
বড় কোন জঙ্গী ।

:অবাক:  :অবাক:  টোকাইরা জঙ্গি হয়,জানতাম না তো!! :চিন্তা:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছড়া......

sawontheboss4 wrote:

:তালি:    :তালি:   টোকাই দের নিয়ে এরকম ছোট্ট একটি সুন্দর কবিতা লেখার জন্য একটি রেপু, সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের কোথাও যে আপনার মাথায় আছে, সেটাই আমার সবচেয়ে ভাল লেগেছে।  (y)

ধন্যবাদ.......



Re: ছড়া......

চমৎকার