Topic: মানুষের কল্যানার্থে মিলিত হচ্ছি, আমরা রুয়েট শিক্ষার্থীরা

শিক্ষাবিস্তার এবং দুঃখী মানুষের সেবার উদ্দেশ্যে প্রথমবারের মত রুয়েটে একটি অরাজনৈতিক সংগঠনের জন্ম হতে যাচ্ছে । আমদের প্রাথমিক লক্ষ্যসমূহ-
১। নির্দিষ্ট এলাকার মধ্যে অবস্থিত প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উৎসাহমূলক ক্লাসের ব্যাবস্থা করা।
২। অমনযোগী এবং বখাটে শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সিলিং-এর ব্যবস্থা করা।
৩। ছিন্নমূল শিশুদের পড়াশুনার সরঞ্জামাদি সরবরাহ করা এবং পড়াশুনায় উৎসাহিত করা।
আমি সন্মানিত ব্লগারদের কাছ থেকে দিকনির্দেশনামূলক পরামর্শ আশা করছি এবং
আপনাদের মধ্যে যাঁরা রাজশাহীতে থাকেন এবং আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাঁদেরকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

[email protected]



Re: মানুষের কল্যানার্থে মিলিত হচ্ছি, আমরা রুয়েট শিক্ষার্থীরা

রিগ্যান wrote:

শিক্ষাবিস্তার এবং দুঃখী মানুষের সেবার উদ্দেশ্যে প্রথমবারের মত রুয়েটে একটি অরাজনৈতিক সংগঠনের জন্ম হতে যাচ্ছে । আমদের প্রাথমিক লক্ষ্যসমূহ-
১। নির্দিষ্ট এলাকার মধ্যে অবস্থিত প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উৎসাহমূলক ক্লাসের ব্যাবস্থা করা।
২। অমনযোগী এবং বখাটে শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সিলিং-এর ব্যবস্থা করা।
৩। ছিন্নমূল শিশুদের পড়াশুনার সরঞ্জামাদি সরবরাহ করা এবং পড়াশুনায় উৎসাহিত করা।
আমি সন্মানিত ব্লগারদের কাছ থেকে দিকনির্দেশনামূলক পরামর্শ আশা করছি এবং
আপনাদের মধ্যে যাঁরা রাজশাহীতে থাকেন এবং আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাঁদেরকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

[email protected]

প্রথমে সবার উদ্দেশ্যই ভালো থাকে, পরে খারাপ তাতে infiltrate করে। তবে আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভ কামনা।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মানুষের কল্যানার্থে মিলিত হচ্ছি, আমরা রুয়েট শিক্ষার্থীরা

প্রথমে সবার উদ্দেশ্যই ভালো থাকে, পরে খারাপ তাতে infiltrate করে। তবে আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভ কামনা।

এরই মাঝে খারাপ যেখানে ঘেঁষতে পারে না সে সংগঠনই সফলকাম হয়। আমরা সফল হতে চাই।