Topic: আবোল-তাবোল
হইচই পড়ছি বই
লাটিম কই
খাবো দই।
ঠুস-ঠাস
ফাটা বাশ
হাতে লাঠি
পায়ে চটি।
কারেন্ট নাই
এখন যাই
কই যামু জানি না
আইন-কানুন মানি না।
ছিরছি চুল
হচ্ছে ভুল
খাব পান
ধরছি কান
লিখবো ছড়া
ঢাকাতে খড়া
নাই পানি
কানাকানি।
বৃষ্টি পড়ে
তাতে কি
পান্তা ভাতে
মাখছি ঘি।
কলম আছে
কালি নাই
সিমেন্ট আছে
বালি নাই।
বসে আছি
ধরে কান
রাসেলের কেন
হালকা মান
ধিরিম ধারিম
বাজে ঢোল
খালি প্যাকেল
শুধুই খোল।
ধুরতরি ছাই
হচ্ছেনা ভাই
লিখবো কবিতা
লিখছি কি
ইস ভাই নাকে
ঢালে ঘি।
হইচই চটি কই
দেব কিল
যাবো ঝিল
খাবো আম
করবো কাম
কি করবো জানি না
আইন-কানুন মানি না।
ত্রিং ত্রিং বাজে ফোন
সুলতানা নানী
আমার বোন
আকাশ কেন চমকায়
বাবা কেন ধমকায়
পকেট খালি
রাস্তায় বালি
পাশের মেয়ে
দিচ্ছে গালি।
আমি নই অচেনা
হৃদয় কি যায় কেনা
হয়ে গিয়েছি খুব দেনা
সালেহ ভাই
কেন শালা
পাশের বাড়ির মেয়ে
লাগে খালা
শিং শিং মহসিন
যেটা চয়েজ সেটা কিন
সাপ ধরতে বাজাও বিন
ইস বিষ
মারছে কিস
মাথা সরাচ্ছি
হচ্ছে মিস।
জ্বলছে আগুন
উঠছে ঝড়
দুখী ভাই
ধরেন ঘর।
ঘটাং ঘটাং
বাজে ঘটি
পরছি চটি
তুলবো খুটি
নীলের মাথায়
মারবো বাড়ি
ওর ডালিং দিছে
আমায় ঝারি।
ত্রিং ত্রিং
বাজে বেল
পলাশকে মারে
সবাই তেল
টিপ টিপ
করে বাতি
বৃষ্টি পরছে
ধরছি ছাতা
কই ধরছি জানি না
আইন কানুন মানি না।
বি:দ্র: লেখাটি গিফট করিলাম এডু(পরিচালক) ভাইকে! তার অনুপ্রেরণায়ই এখানে ছাপা।
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!