Topic: নতুন কিছু বিভাগ এর কাজকর্ম দিলাম
অনেকে অলস হয়ে বসে থাকে। আপনারা যারা রাজশাহী মেডিকেল কলেজে পরে এতো কষ্ট করে ফোরাম তৈরি করেছেন তাদের অলস বলছি না। বলছি যারা এখনো পর্যন্তু আসে নাই, দুই কলম লিখে নাই। এই সব অলস ব্যক্তিদের জন্য কিছু বিভাগ এর নাম দিলাম। যা তারা অফলাইনেও বসে লিখতে পারে এবং পরে তা অন্য কেউ পোষ্টাতে পারে। তেমন একটি বিভাগ হতে পারে...........শিক্ষক পরিচিতি অথবা গুরু দর্শন।
আপনাদের কলেজে যতো জন শিক্ষক আছে। সবার নাম, ঠিকানা যোগার করতে দিন এ সব অলস প্রজাতির ছাত্র-ছাত্রীদের। এবার একেক জনকে একেক শিক্ষক সম্পর্কে পরিচিতি লিখতে বলেন। এতে করে আপনাদের শিক্ষকদের মূল্যায়নও হলো এবং ফোরামে যারা আসবে তারা আপনাদের শিক্ষকদের কেটাগরিও দেখতে পেলো।
.
.
.
.
.
আপাতত একটা দিলাম। কয়েকটা দিবো ভাবছিলাম। কিন্তু ঘুমে ধরছে। আস্তে আস্তে দিবো ক্ষন। আর হ্যা এটা শুরু মাত্র আমার পক্ষ থেকে সাজেস্ট। বাকিটা আপনাদের ইচ্ছা।

এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!