Topic: ঈদের "উপহার"
রাক্ষসরাজ রাবণ হাঁকিয়া কহে মোরে
ওরে ছোট, দিনমান এল গেল, নীশিথ টুটিল কত
বঙ্গদেশে কী পেয়েছিস ওরে?
আমি বলি –
বঙ্গমাতা নয়কো কৃপন, আছে তার ভুরিভুরি ঢের
পেয়াদারা সব অতীব তৎপর
দুহাতে করিতেছে সম্পদ সব বের।
শোন তবে-
ক্রসফায়ারে পেয়েছি লিমনের হাঁটুসহ পা, কব্জি
মাঝখানে আরো গোটা পনের
সে তো কালোবাবুদের মর্জি।
হাসছো ? মরুভূমি ম্যাম নয় মোটেও দিশেহারা
আরো দিন আছে বাঁকি, পাবো ঢের মাসোহারা।
মিরসরাইয়ে পেলাম প্রায় অর্ধশত
লঞ্চডুবিরও আছে অনেক
চাইনা, আমি চাইনা, তবু পাই লাশ অবিরত।
আরো আছে আবুলের দল
ফাঁকিবাজ আর লুটেরা , উহাদের
থাবা আর দাঁতে রাক্ষসসম বল।
শোননি ?
মাটির ময়নার পিঞ্জরভেদে ঊর্দ্ধপানে উড়ে যায়
কত কৃতি, জ্ঞাণী গুণী ; দায় নাই কারো
পিশাচেরা সব ভিড়িছে আজ বেশ্যার কিনারায়।
এইতো সেদিন
মমতাজ উদ্দিনের তাজখানি পড়িল খসি, পুলিশি হেফাজতে
বিচিত্র নয়তো কিছুই শুনিব হয়তো
নোবেলজয়ীর লাশ পড়িল কোন এক প্রাতে।
মানুষ জন্মে মানুষ মরে তাতে কার কী এসে যায়
সমাজপতিরা আজ নরখাদক, হাড় মাংস সবই চিবি খায়।
একি হল ? চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার
হঠাৎ হয়তো মা পাবে তার
ছেলের লাশ বিশেষ উপহার।
এফ এইচ রিগ্যান
২৭.০৮.১১