Topic: রুয়েট ce-10 সিরিজের অন্নপ্রাষণ এবং একটি গাধার অনুভূতি.....

একাডেমিক সেশন শুরুর আগেই ৫৬ দিন পিছিয়ে পড়া 10 সিরিজের অন্নপ্রাষন হয়ে গেল, দীর্ঘসময় হলের নিম্নমানের খাবার খাওয়ার একাডেমিক উদ্বোধন এবং সঙ্গে 06 সিরিজের বড়জনদের প্রস্থান দিবস তথা মুক্তি দিবস। এই মহাযজ্ঞের কিছু অনুভূতি প্রকাশ না করে থাকতে পারছিনা।

যজ্ঞ পরিচালক স্বয়ং ডিপার্টমেন্ট অধিপতি, সুতরাং শুধু ইলাহি কান্ড ঘটাটাই স্বাভাবিক, বাস্তবে হলোও তাই। রাজা-বাদশাহর  শাহী অনুষ্ঠান দেখার যে অলৌকিক খায়েশ এতদিন মনের মধ্যে পুষে রেখেছিলাম আজ তা পূর্ণ হল।
গুরুত্বপূর্ণ সকল দায়িত্বে দেখা গেল সিভিল অধিশ্বরের আস্থাভাজন প্রজারা।প্রভুর গুণকীর্তনে যারা বিশেষ পারদর্শী তাদের ঠাঁই হয়েছে অনুষ্ঠান পরিচালনা এবং  অধিক গুরুত্বপূর্ন কর্মে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ আমাদের, হাঁ হয়ে দেখা আর বিপুলবেগে করতল মারফত শব্দ উৎপাদন করা ।

বরণ ও বিদায়ের মুখস্থ পাঠ শেষ হওয়ার পরে মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ শুরু হল। উপস্থাপক বললেন, যাঁর অক্লান্ত পরিশ্রমে এবারের স্পেশাল পুরষ্কার প্রদান করা হচ্ছে সবার প্রিয় সেই মহান বাদশাহ নিজে এ ব্যাপারে ঘোষণা দিবেন। বাদশাহ ঘোষণা দিলেন - "প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অক্লান্ত পরিশ্রম করে সুদূর আমেরিকা হতে তমুকের কাছ থেকে..."  অক্লান্ত পরিশ্রমের কথা স্বয়ং জাহাপনা উচ্চারণ করেছেন, আমরা উপযুক্ত হর্ষধ্বনি করলাম।এরপরে বললেন " শোনো সকল এবারে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখ কি ঘটে !!!

এরই মধ্যে দুইজন গুরু নিজ নিজ সহধর্মিণী নিয়ে হাজির হলেন। গাধা হিসাবে আমার বিপুল কৌতূহল হল, ইস যদি ক্যামেরা থাকত !! ক্ষাণিকবাদে দেখলাম  স্বগোত্রীয় ৩০/৩৫ জন আমার  মনের ইচ্ছা বিপুল উৎসাহে পালন করছে, প্রথমে আমার মতিভ্রম হল, ফের মিশেল ওবামা আসল কিনা ??

এরপরে শুরু হল তাক ধিনা ধিন ধিন। ০৮ সিরিজের নাট্যপ্রতিভা দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারলাম না। এই একটা ক্ষেত্রেই গাধার পরিচয় গোপন করতে সক্ষম হয়েছিলাম।উনুষ্ঠানের মাঝে গাধা চরিত্রের গুণে বহুবার অকারণে হাত তালি দিয়েছি, অবশ্য বহুসংখ্যক স্বজাতির অনুরূপ কর্মে বুকে পুলক সঞ্চার করেছিল।  সবশেষে খাবারের সুদৃশ্য পোটলা হাতের পেলাম কিন্তু বিশেষ উপভোগ করতে পারলাম না।
আমি তো গাধা তাই ভালমত গুছিয়ে লিখতে এবং অনুষ্ঠানের ভাল দিক উপস্থাপন করতে পারলাম না।পরিশেষে-

সিভিল বাদশাহ আশানুরূপ বাহবা পেলেন না, তদস্থলে খানিকটা তিরষ্কৃত হলেন। যারা আমার মত নিকৃষ্ট শ্রেণীর, তারা বলাবলি করতে লাগল, “বরণ ও বিদায়” নয়,  নাম হওয়া উচিৎ ছিল “বাবার শেষকৃত্যানুষ্ঠান”। উল্লেখ্য পুরকৌশল অধিশ্বরকে  আড়ালে তেলখোর ভন্ডবাবা বলে ডাকা লোকের সংখ্যা নেহায়েৎ কম নয়।



Re: রুয়েট ce-10 সিরিজের অন্নপ্রাষণ এবং একটি গাধার অনুভূতি.....

হা হা হা ....একটি বিশেষ সম্প্রদায় কিন্তু আপনার লেখায় যার পর নাই বীতশ্রদ্ধ হতে পারে।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: রুয়েট ce-10 সিরিজের অন্নপ্রাষণ এবং একটি গাধার অনুভূতি.....

হোক বীতশ্রদ্ধ, সত্য বলতে ভয় আর দ্বিধা কিসের ??