Topic: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ
ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ 'ফায়ারফক্স-৫' বাজারে ছাড়া হচ্ছে। জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ও গুগল ক্রোমের সঙ্গে পাল্লা দিতে নতুন সংস্করণ ছাড়ার সিদ্ধান্ত নেয় ডেভেলপার প্রতিষ্ঠান মজিলা। মে মাস থেকে কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। মজিলার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী মাসে ফায়ারফক্স-৫ পরীক্ষামূলকভাবে এবং জুন মাসে পূর্ণ সংস্করণ আকারে বাজারে ছাড়া হবে। তবে এর আগেই মে মাসের শেষ নাগাদ ফায়ারফক্স-৬ পরীক্ষামূলকভাবে চালু হবে এবং জুন মাসের প্রথম দিকেই পূর্ণরূপে বাজারে আসবে। ইতিমধ্যে সপ্তম সংস্করণের পরিকল্পনা এবং প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চূড়ান্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির নিরাপদ ব্রাউজিং, নতুন ও উন্নত সেবা যুক্ত হওয়ায় ব্রাউজারদের কাছে ফায়ারফক্সের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। নতুন সংস্করণ অবমুক্তকরণ পদ্ধতিতেও এবার নতুনত্ব আনা হচ্ছে। জানা গেছে, ফায়ারফক্স পরবর্তী সময়ে যেসব ইন্টারনেট ব্রাউজার বাজারে আনবে সেগুলোকে নাইটলি, অরোরা, বেটা এবং রিলিজ এই চারটি ধাপে অবমুক্ত করবে। মজিলা ফায়ারফক্সের কমিউনিটি ডেভলপমেন্টের এক পরিচালক বলেন, ফায়ারফক্স-৫-এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া ফায়ারফক্স-৬ ডেভেলপিং প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রত্যাশিত সময়ে এগুলো প্রকাশ করা হবে। চলতি বছরের মধ্যেই মজিলার সর্বশেষ সংস্করণ ফায়ারফক্স-৭ ছাড়া হতে পারে।