Topic: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

http://www.samakal.com.bd/admin/news_images/676/image_676_151955.gif

                                                                                                                                                ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ 'ফায়ারফক্স-৫' বাজারে ছাড়া হচ্ছে। জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ও গুগল ক্রোমের সঙ্গে পাল্লা দিতে নতুন সংস্করণ ছাড়ার সিদ্ধান্ত নেয় ডেভেলপার প্রতিষ্ঠান মজিলা। মে মাস থেকে কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। মজিলার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী মাসে ফায়ারফক্স-৫ পরীক্ষামূলকভাবে এবং জুন মাসে পূর্ণ সংস্করণ আকারে বাজারে ছাড়া হবে। তবে এর আগেই মে মাসের শেষ নাগাদ ফায়ারফক্স-৬ পরীক্ষামূলকভাবে চালু হবে এবং জুন মাসের প্রথম দিকেই পূর্ণরূপে বাজারে আসবে। ইতিমধ্যে সপ্তম সংস্করণের পরিকল্পনা এবং প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চূড়ান্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির নিরাপদ ব্রাউজিং, নতুন ও উন্নত সেবা যুক্ত হওয়ায় ব্রাউজারদের কাছে ফায়ারফক্সের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। নতুন সংস্করণ অবমুক্তকরণ পদ্ধতিতেও এবার নতুনত্ব আনা হচ্ছে। জানা গেছে, ফায়ারফক্স পরবর্তী সময়ে যেসব ইন্টারনেট ব্রাউজার বাজারে আনবে সেগুলোকে নাইটলি, অরোরা, বেটা এবং রিলিজ এই চারটি ধাপে অবমুক্ত করবে। মজিলা ফায়ারফক্সের কমিউনিটি ডেভলপমেন্টের এক পরিচালক বলেন, ফায়ারফক্স-৫-এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া ফায়ারফক্স-৬ ডেভেলপিং প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রত্যাশিত সময়ে এগুলো প্রকাশ করা হবে। চলতি বছরের মধ্যেই মজিলার সর্বশেষ সংস্করণ ফায়ারফক্স-৭ ছাড়া হতে পারে।

                          সূত্র



Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

খবর শুনে তো থ হয়ে গেলাম, আমি তো এখনো 3 তেই আছি, ক্রোম এর সাথে পাল্লা দিচ্ছে নাকি?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

I love firefox



Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

৩ এ যত মজা ছিল আপগ্রেড এ মজা পাচ্ছি না। Opera বাংলা সাপর্ট করে না। তা না হলে ওইটাতে যেতাম।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

dr.shamim wrote:

Opera বাংলা সাপর্ট করে না

নতুন টা করে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

আমি তো লিনাক্সে আছি। Opera কত তে বাংলা সাপর্ট করে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

নতুন অপেরা ১১ তে করে + পোর্টাবল।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

আমি তো ৪ এই বাংলা সাপোর্ট পাচ্ছি।



Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

আমার ফায়ারফক্স 4.0.1 । সমস্যার সমাধান। http://my.jetscreenshot.com/2862/m_20110503-nnpa-3kb.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১০

Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

sawontheboss4 wrote:

আমার ফায়ারফক্স 4.0.1 । সমস্যার সমাধান। http://my.jetscreenshot.com/2862/m_20110503-nnpa-3kb.jpg

     আমার টাও 4.0.1 । কিন্তু মনে হচ্ছে আগেরটাই ভালো ছিলো।



১১

Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

sawontheboss4 wrote:

আমার ফায়ারফক্স 4.0.1 । সমস্যার সমাধান। http://my.jetscreenshot.com/2862/m_20110503-nnpa-3kb.jpg

Firefox 4 - এ নাকি speed কম???



১২

Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

maruf002 wrote:

Firefox 4 - এ নাকি speed কম???

       
        আমার ও সেটাই মনে হচ্ছে।



Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

maruf002 wrote:

Firefox 4 - এ নাকি speed কম???

আমার কাছে তো বেশ ভালই মনে হচ্ছে,  আমি কিন্তু ৫১২ কেবিপিএস এর লাইন এ আছি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

এখানে পাওয়া যাচ্ছে মজিলা ৫ বিটা।  thumbs up



Re: আসছে ফায়ারফক্সের নতুন সংস্করণ

5 to chorom kharap. kono add on e kaj kore na