গত দুই মাস আগে মুন্নাফ যখন প্রথম ওয়াইম্যাক্স কিনলো তখন আমরা কেউ তাকে পাত্তাই দেই নি । কিন্তু একদিন ওর পিসি তে ব্রাউজ করে যে মজা পেয়েছিলাম তার ধারাবাহিকতায় আজ ওকে সাথে নিয়ে ওয়াইম্যাক্স কিনে আনলাম।মুন্নাফকে স্যালুট! দুই মাস অক্লান্ত চেষ্টার পর মেইন হোস্টেল এখন ডিজিটাল।সবার প্রতি ওয়াইম্যাক্সড হওয়ার আহবান রইলো।মুন্নাফ,আমি,শামীম,রনি,সোহেল,শিমুল,সালমান,হাসিব,তৌফিক সবাই এখন ওয়াইম্যাক্সড।আপনি কেন পিছিয়ে থাকবেন।so get Banglalion wimax & Go Digital

লাইফ ইয শর্ট,লিভ ইট আপ....

ikhwan ব্লক এ থাকে পাগলের দল...পাগলদের দেখতে সবাই ikhwan ব্লক এ চল...

Block  of PARADISE
                          (মাহামুদুল হাসান মারুফ)
তিন তলার সবচেয়ে সেরা…
চারিদিকে সবুজ এ ঘেরা...
দেখে সবাই বলে আহ,ইশ,
আমাদের এ ব্লক প্যারাডাইস..॥
এথায় আছে গুণীজনের অনন্য সমাহার,
আরও আছে হরেক রকম চরিত্রের বাহার॥
পাবে তোমরা ৩০১ এর এলোমেলো লোকজন...
সলমান,সাফওয়ান,তারিক ভাইয়ের দারুন সংযোজন॥
৩০২ এর আছে গম্ভীর ৩ জন...
৩০৩ এর পাগলামি এখন করিবনা  বর্ণন...॥
৩০৪ এ আছে পাম্পার মোতালেব আর শান্ত মাসুদ...
৩০৫ এর পড়ার খবর জানে আল্লাহ মা`বুদ॥
৩০৬ এ আছে প্রিয় জসীম ভাই...
দুই রূমমেট তার মত হোক এটাই মোরা চাই॥
৩০৭ এ থাকে দুই স্বাস্থ্যবান...
শাহাদাত রুমের দেয়াল,সাখাওয়াত রুমের প্রাণ॥
৩০৮ এ হাইপার জীয়ন,সাথে তার মামুন...
কথা না শুনলে মামুন,হয়ে যাবে খুন॥
৩০৯ এ আখতার ভাই আর হাসানের সাথে,
মুখ ভরা দাড়ি নিয়ে জুবায়ের থাকে॥
মামুন ভাই ৩১০ এর একক বীর,
নিয়মিত দিয়ে থাকে আযানের তাকবীর॥
থাকি আমি তিন সতীন(৩০৩) এর ঘরে,
নামে সতীন হলেও,শুধু শান্তির ফুল ঝরে॥
আপেল ভাইয়ের রঙের কথা আর শামিমের তর্কে,
৩০৩ এর আনন্দ রুখবে,এমন আছে কে?

থ্যাংক্স.....

ত্রাস


ধীর পদে, উদাস নয়নে
যাচ্ছিলাম কলেজ প্রাঙ্গনে॥
দুরগন্ধের সুবাদে,বেগ্র চিত্তে,
বুঝিলাম আমি ছাত্রীনিবাসের বৃত্তে॥
হঠাত্ মাথায় সিক্ত ধ্বনি,
কি পড়িল তাহা আমি নাহি জানি!!
দিয়া মাথায় হাত,হইতে হইল হতাশ   
এত সেই বজ্জাত কাক পক্ষীর কাজ॥
যাহার জন্যে আমার মনেতে
সর্বদা থাকে ত্রাস॥

(১৭ replies, posted in মেয়েদের হোষ্টেল)

মেয়েদের topics পাইলে হয়,এত বকবক সবায় সুরু করে...

তমার দেয়া ইনফরমেসন গুল সহজবদ্ধ নয়...সহজভাবে দেয়ার অনুরধ রইল...।