Topic: BLOCK of PARADISE...

Block  of PARADISE
                          (মাহামুদুল হাসান মারুফ)
তিন তলার সবচেয়ে সেরা…
চারিদিকে সবুজ এ ঘেরা...
দেখে সবাই বলে আহ,ইশ,
আমাদের এ ব্লক প্যারাডাইস..॥
এথায় আছে গুণীজনের অনন্য সমাহার,
আরও আছে হরেক রকম চরিত্রের বাহার॥
পাবে তোমরা ৩০১ এর এলোমেলো লোকজন...
সলমান,সাফওয়ান,তারিক ভাইয়ের দারুন সংযোজন॥
৩০২ এর আছে গম্ভীর ৩ জন...
৩০৩ এর পাগলামি এখন করিবনা  বর্ণন...॥
৩০৪ এ আছে পাম্পার মোতালেব আর শান্ত মাসুদ...
৩০৫ এর পড়ার খবর জানে আল্লাহ মা`বুদ॥
৩০৬ এ আছে প্রিয় জসীম ভাই...
দুই রূমমেট তার মত হোক এটাই মোরা চাই॥
৩০৭ এ থাকে দুই স্বাস্থ্যবান...
শাহাদাত রুমের দেয়াল,সাখাওয়াত রুমের প্রাণ॥
৩০৮ এ হাইপার জীয়ন,সাথে তার মামুন...
কথা না শুনলে মামুন,হয়ে যাবে খুন॥
৩০৯ এ আখতার ভাই আর হাসানের সাথে,
মুখ ভরা দাড়ি নিয়ে জুবায়ের থাকে॥
মামুন ভাই ৩১০ এর একক বীর,
নিয়মিত দিয়ে থাকে আযানের তাকবীর॥
থাকি আমি তিন সতীন(৩০৩) এর ঘরে,
নামে সতীন হলেও,শুধু শান্তির ফুল ঝরে॥
আপেল ভাইয়ের রঙের কথা আর শামিমের তর্কে,
৩০৩ এর আনন্দ রুখবে,এমন আছে কে?Re: BLOCK of PARADISE...

(n)  paradise ব্লক ভুয়া, ইখওয়ান বেস্ট। ৩ তলা তে উঠতে নামতে জন শেষ, তার চেয়ে ২ তলা তে কী সুখ। গরম কালে মনে হয় এসি এর মধ্যে আছি।  :ইয়াহু:Re: BLOCK of PARADISE...

ikhwan ব্লক এ থাকে পাগলের দল...পাগলদের দেখতে সবাই ikhwan ব্লক এ চল...Re: BLOCK of PARADISE...

paradise ব্লক এ উঠতে দম বন্ধ, তার উপরে কাকের বিষ্ঠার গন্ধ, Paradise ব্লক এ যাওয়া ও বন্ধ।  :-#