Topic: ত্রাস
ত্রাস
ধীর পদে, উদাস নয়নে
যাচ্ছিলাম কলেজ প্রাঙ্গনে॥
দুরগন্ধের সুবাদে,বেগ্র চিত্তে,
বুঝিলাম আমি ছাত্রীনিবাসের বৃত্তে॥
হঠাত্ মাথায় সিক্ত ধ্বনি,
কি পড়িল তাহা আমি নাহি জানি!!
দিয়া মাথায় হাত,হইতে হইল হতাশ
এত সেই বজ্জাত কাক পক্ষীর কাজ॥
যাহার জন্যে আমার মনেতে
সর্বদা থাকে ত্রাস॥