Topic: বিপাকে শাবনূর!

নিজের ক্যারিয়ার নিয়ে বিপাকেই পড়েছেন দেশসেরা নায়িকা শাবনূর! আর সেটা তিনি নিজেই স্বীকার করছেন। শাবনূরের ভাষায়, ১৯-২০ বছরের যুবক-যুবতীরা যেমন না পারেন সিনিয়রদের সঙ্গে মিশতে আবার না পারেন জুনিয়রদের সঙ্গে আড্ডা দিতে—আমার হয়েছে সেই দশা। এখন আমার যে অবস্থান আর বয়স তাতে না পারছি মা ও ভাবীর গুরুত্বপূর্ণ চরিত্র করতে, না পারছি টিপিক্যাল নায়িকা হতে। এখন প্রায়ই শুনি, আমাকে এ চরিত্রে মানাবে না। আমি নিজেও চরিত্রের ব্যাখ্যা শুনে অনেক ছবি ফেরত দিয়েছি। আবার মা-ভাবীর চরিত্রেও আমাকে মানাবে না। যে কারণে ছবির সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু অভিনয় আমার অস্থিমজ্জায় মিশে গেছে। সুতরাং কাজ করতে না পারলে খারাপ লাগে।
শাবনূর আরও বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই একটু বেছে বেছে ছবি করি। চরিত্র আর গল্প পছন্দ না হলে সে ছবিতে কাজ করি না। কিছুদিন আগেও একটি ছবির সব কিছু চূড়ান্ত হওয়ার পর আমি আর পরিচালক মিলে হিসাব কষে দেখলাম এমন টিপিক্যাল নায়িকা চরিত্রে আমাকে মানাবে না। ক্যারিয়ার আর ইমেজের এ পর্যায়ে এসে আমি যেনতেন কাজ করে সমালোচিত হতে চাই না। সব মিলিয়ে ছবিটি না করার সিদ্ধান্ত নিলাম। আবার ছবির প্রধান চরিত্র যদি মা-ভাবীর হয়, তাতেও শঙ্কা থাকে যে দর্শক আমাকে এমন চরিত্রে মেনে নেবে না। এর চেয়ে বড় বিষয় হলো সম্মানী। আমি এতদিন যে সম্মানী নিয়ে এসেছি, চরিত্রাভিনেত্রী হলে তাতে কিছুটা ছাড় চান নির্মাতারা। অথচ তারা বোঝেন না আমাকে সমান পরিশ্রমই করতে হবে। যে কারণে ছাড় দিতে আমিও রাজি নই। সব মিলিয়ে একটু বিপাকেই রয়েছি। তারপরও আমি খুশি যে এখনও দর্শক আমাকে ভালোবাসেন, ভালো ছবি আর ভালো চরিত্রে দেখতে চান। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে ইচ্ছে আছে চলতি বছরই পরিচালনার কাজটি শুরু করব। যদি পরিচালক হিসেবে সফল হতে পারি তাহলে হয়তো কাজের ক্ষুধাটা অ্যাকশন আর কাট শব্দে কিছুটা নিবারণ হবে।’

http://a.imagehost.org/0769/sonali_bipake-shabnur.jpg
এত্ত বয়স হয়ে গেলো,ওজন ২-৪ মণ হয়ে গেলো তাও নায়িকা হওয়ার আশা ত্যাগ করতে পারলো না।এই দুঃখ রাখি কোথায়? :hyper:   :hyper:   :hyper:
সূত্র:- এখানে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বিপাকে শাবনূর!

:crackup:  :crackup:  :crackup:  :crackup:  :crackup:  :crackup:

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: বিপাকে শাবনূর!

উপল BD wrote:

এত্ত বয়স হয়ে গেলো,ওজন ২-৪ মণ হয়ে গেলো তাও নায়িকা হওয়ার আশা ত্যাগ করতে পারলো না।এই দুঃখ রাখি কোথায়?

ভাল বলেছেন  :awesome:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: বিপাকে শাবনূর!

নায়িকা তো ট্যারা!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বিপাকে শাবনূর!

পেত্নী ট্যারা না লক্ষ্মী ট্যারা ? :awesome:   :awesome:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg