(edited by উপল BD 2010-04-02 18:57:54)

Topic: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

প্রথমেই বলে রাখা দরকার এটি একটি ইউনিকোড সমর্থিত ফোরাম। ফলে বিজয়ে বাংলা লিখে এমএস ওয়ার্ড থেকে কপি পেস্ট করারও কোন প্রয়োজন নেই। এখানে আমরা ইউনিকোডে বাংলা লেখার কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
Phonetic- এটি একটি জনপ্রিয় বাংলা লেখার পদ্ধতি। এখানে ইংরেজী অক্ষরে বাংলা লেখার মত লিখলেই তা সরাসরি বাংলায় দেখাবে। উদাহরনস্বরূপ- আমি এই কিবোর্ড লেআউটের সাহায্যে লিখলাম "Amar nam upol" যাকে বাংলায় দেখাচ্ছে "আমার নাম উপল"।
আপনি যদি rmconline.tk ছাড়াও অন্যান্য ব্লগ/ফোরাম/ফেইসবুকেও বাংলায় লিখতে চান? এমনকি এমএস ওয়ার্ডেও! আপনি বেছে নিতে পারেন অভ্র।
প্রথমে Avro Keyboard Download করে আপনার পিসিতে সেটআপ দিন। আপনি চাইলে Portable Avro Keyboard ও ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন না কেন তা রান করার পর আপনি আপনার স্ক্রীনের উপরের দিকে এরকম একটা জিনিস পাবেন।
http://j.imagehost.org/0466/Avro.jpg
এবার নিচের চিত্রে দেখানো ড্রপ ডাউন আইকনে ক্লিক করুন।
http://j.imagehost.org/0585/avro_1.jpg

ফলে আপনি একটি কিবোর্ড তালিকা দেখতে পাবেন। এতে রয়েছে-
Avro Phonetic (English to Bengle)
Avro Easy
Bornona
National (Jatiya)
Unibijoy (এটা আসলে বিজয় আর ইউনিজয়ের মাঝামাঝি)
এখান থেকে আপনি আপনার পছন্দের কিবোর্ড লেআউটটি বেছে নিন। এখন আপনার কিবোর্ড থেকে F12 চাপলে ইংরেজী থেকে বাংলা, আবার F12 চাপলে বাংলা থেকে ইংরেজীতে পরিবর্তিত হবে। কাজটি আপনি এই বাটনে ক্লিক করেও করতে পারেন।
http://j.imagehost.org/0564/Avro_2.jpg
ধরা যাক, আপনি আপনার পছন্দের কিবোর্ড লেআউটটি সিলেক্ট করেছেন কিন্তু লিখতে গিয়ে কোন একটি অক্ষর খুজে পাচ্ছেন না। তখন কী করবেন?নিচের ছবিতে যেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন।
http://j.imagehost.org/0869/avro_3.jpg
http://j.imagehost.org/0915/Avro_5.jpg

অভ্রতে আরেকটি মজার জিনিস হচ্ছে Avro Mouse.
এর জন্য আপনি অভ্র কিবোর্ডের মাউসের ছবি সম্বলিত বাটনে ক্লিক করুন। ফলে আপনার সামনে নিচের মত একটি অনস্ক্রীন কিবোর্ড আসবে।
http://j.imagehost.org/0245/avro_4.jpg

অভ্র কি-বোর্ড ডাউনলোড করুন নিচের লিংক থেকে-
http://omicronlab.com/avro-keyboard-download.html

Portable অভ্র কি-বোর্ড ডাউনলোড করুন নিচের লিংক থেকে-
http://www.omicronlab.com/portable-avro-keyboard.html
আশা রাখি এখন থেকে যেকোন ফোরামে বাংলা লিখতে আপনাদের আর কারও কোনো অসুবিধা হবে না।ধন্যবাদ।
বি.দ্র. সূত্র-রংমহলের মামুন ভাইয়ের।(সম্পাদিত)

happy   happy   happy   happy   happy   happy   happy   happy

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

অনেক কাজে লাগবে, Sticky করে দিলাম॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

দারুন একটা লেখা। ধন্যবাদ।  happy

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


(edited by সাইফ দি বস ৭ 2010-04-02 15:33:36)

Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

উপল ভাই
কোন কিছু কপি করলে তার সূত্রটা দেওয়া উচিৎ...
মূল লেখা
এটি রংমহলে মামুন ভাই অনেক আগেই লিখেছিলেন....
পরবর্তীতে সূত্র ছাড়া কোন কিছু করার চেষ্টা করবেন না আশা করছি...

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

সাইফ দি বস ৭ wrote:

এই লেখাটি আমার ব্লগে দিতে চাই। উপল ভাইয়ের অনুমতি প্রার্থনা করছি।  happy

অনুমতি দিলেও ফোরাম লিংক দিতে হবে।  :cool:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

কোনো সমস্যা নেই সাইফ।তুমি দিতে পার।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

কপি করা লেখা এটা....  :o
পরবর্তীতে এরকম কাজ বরদাস্ত করা উচিৎ না। ফোরাম প্রশাসককে এব্যাপারে কঠোর ব্যাবস্থা নেওয়া উচিৎ!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


(edited by উপল BD 2010-04-02 16:31:22)

Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

সাইফ  মামুন ভাই এর লেখা এটা ঠিক আছে কিন্তু আমিও কিছু মোডিফিকেশন করেছি তাই চিন্তা করছিলাম সুত্ত্র দিব কী দিব না !!

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

উপল BD wrote:

সাইফ  মামুন ভাই এর লেখা এটা ঠিক আছে কিন্তু আমিও কিছু মোডিফিকেশন করেছি তাই চিন্তা করছিলাম সুত্ত্র দিব কী দিব না !!

অবশ্যই সূত্র দিবেন। তবে নীচে লিখে দিতে পারেন যে কিছুটা সম্পাদিত। নাহলে এত কষ্ট করে যে কাজটা করেছে তার কোন যে দামই রইল না! আপনি টপিকটি সম্পাদনা করে সূত্র উল্লেখ করুন।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

এই ধরনের বিষয়ে লিঙ্ক রিডাইরেক্ট করে দেওয়াই বেটার। যেমনঃ এটা পাবেন এখানে তারপর ঐ ব্লগের/ফোরামের লিঙ্ক দিয়ে দেওয়া।

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

এরপর থেকে অবশ্যই সূত্র উল্লেখ করবে উপল।  :mad:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)

এত কষ্ট করার দরকার কি? এই ওয়েব সাইটে যান এখানে অনলাইনে লিখতে পারবেন-http://bnwebtools.sourceforge.net/