Topic: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (অভ্র প্রক্রিয়া)
প্রথমেই বলে রাখা দরকার এটি একটি ইউনিকোড সমর্থিত ফোরাম। ফলে বিজয়ে বাংলা লিখে এমএস ওয়ার্ড থেকে কপি পেস্ট করারও কোন প্রয়োজন নেই। এখানে আমরা ইউনিকোডে বাংলা লেখার কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
Phonetic- এটি একটি জনপ্রিয় বাংলা লেখার পদ্ধতি। এখানে ইংরেজী অক্ষরে বাংলা লেখার মত লিখলেই তা সরাসরি বাংলায় দেখাবে। উদাহরনস্বরূপ- আমি এই কিবোর্ড লেআউটের সাহায্যে লিখলাম "Amar nam upol" যাকে বাংলায় দেখাচ্ছে "আমার নাম উপল"।
আপনি যদি rmconline.tk ছাড়াও অন্যান্য ব্লগ/ফোরাম/ফেইসবুকেও বাংলায় লিখতে চান? এমনকি এমএস ওয়ার্ডেও! আপনি বেছে নিতে পারেন অভ্র।
প্রথমে Avro Keyboard Download করে আপনার পিসিতে সেটআপ দিন। আপনি চাইলে Portable Avro Keyboard ও ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন না কেন তা রান করার পর আপনি আপনার স্ক্রীনের উপরের দিকে এরকম একটা জিনিস পাবেন।
এবার নিচের চিত্রে দেখানো ড্রপ ডাউন আইকনে ক্লিক করুন।
ফলে আপনি একটি কিবোর্ড তালিকা দেখতে পাবেন। এতে রয়েছে-
Avro Phonetic (English to Bengle)
Avro Easy
Bornona
National (Jatiya)
Unibijoy (এটা আসলে বিজয় আর ইউনিজয়ের মাঝামাঝি)
এখান থেকে আপনি আপনার পছন্দের কিবোর্ড লেআউটটি বেছে নিন। এখন আপনার কিবোর্ড থেকে F12 চাপলে ইংরেজী থেকে বাংলা, আবার F12 চাপলে বাংলা থেকে ইংরেজীতে পরিবর্তিত হবে। কাজটি আপনি এই বাটনে ক্লিক করেও করতে পারেন।
ধরা যাক, আপনি আপনার পছন্দের কিবোর্ড লেআউটটি সিলেক্ট করেছেন কিন্তু লিখতে গিয়ে কোন একটি অক্ষর খুজে পাচ্ছেন না। তখন কী করবেন?নিচের ছবিতে যেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন।
অভ্রতে আরেকটি মজার জিনিস হচ্ছে Avro Mouse.
এর জন্য আপনি অভ্র কিবোর্ডের মাউসের ছবি সম্বলিত বাটনে ক্লিক করুন। ফলে আপনার সামনে নিচের মত একটি অনস্ক্রীন কিবোর্ড আসবে।
অভ্র কি-বোর্ড ডাউনলোড করুন নিচের লিংক থেকে-
http://omicronlab.com/avro-keyboard-download.html
Portable অভ্র কি-বোর্ড ডাউনলোড করুন নিচের লিংক থেকে-
http://www.omicronlab.com/portable-avro-keyboard.html
আশা রাখি এখন থেকে যেকোন ফোরামে বাংলা লিখতে আপনাদের আর কারও কোনো অসুবিধা হবে না।ধন্যবাদ।
বি.দ্র. সূত্র-রংমহলের মামুন ভাইয়ের।(সম্পাদিত)