Topic: Chrome web store problem
অনেক দিন ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছি। তাই হেল্প না চেয়ে পারলাম না।chrom
chrome web store থেকে কোনও এক্সটেন্সান ডলো করতে গেলেই বলে এটা c
currently unavailable. এই সমস্যা থেকে মুক্তির উপাই কি?
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → সমস্যা ও সমাধান → Chrome web store problem
অনেক দিন ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছি। তাই হেল্প না চেয়ে পারলাম না।chrom
chrome web store থেকে কোনও এক্সটেন্সান ডলো করতে গেলেই বলে এটা c
currently unavailable. এই সমস্যা থেকে মুক্তির উপাই কি?
তুমি এই সাইট থেকে এক্সটেনশন ডাউনলোড করে দেখতে পারো।
সাইটে গিয়ে উপরের বাম কোনায় এক্সটেনশনের নাম লিখে সার্চ করো।
তারপর কাঙ্ক্ষিত এক্সটেনশনের ডানে লেখা add to chrome এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করো। ক্রোমের বিল্ট-ইন ডাউনলোডার দিয়ে ডাউনলোড শুরু হবে।
আশা করি কাজ হবে।
কাজ হলে জানাও।
না। সাইট টা ভালো না। ডলো করতে গেলে বলে এটা কম্পি কে হারম করতে পারে। ক্রম ওয়েব স্টোর ছাড়া চলবে না।এই জন্যই আমার ক্রম ভালো লাগে না।ভাবছি এটা কে চিরতরে বিদায় করে দিয়ে আগুন শিয়ালের সাথেই থাকব
ডলো করতে গেলে বলে এটা কম্পি কে হারম করতে পারে। /
এরকম অনেক কিছুই বলে। আমি তো এসব দিব্যি ডাউনলোড করি, কিছুই হয় না।
কনট্রোল প্যানেল থেকে ইন্টারনেট options তারপর security tab এর আন্ডার এ টিক দাও
তারপর সেভ দিয়ে রিস্টার্ট দিয়ে ট্রাই কর, হবার কথা!
কাজ হয় না। কাজ হলে রেপু নিশ্চিত ছিল।
এবার হবে। এটা বাংলালায়ন ইউজ করলে হয়। দেখ:
2) তারপর টিসিপি আইপি প্রপার্টিস
3) ডিএনএস দাও : 8.8.8.8 সেকন্ডারী: 8.8.4.4
রিস্টার্ট এণ্ড ট্রাই !
২১ ছিল। ২২ করলাম। কাজ হইসে।
আমারও এই সমস্যা শুরু হয়েছে। তৌফিকের দেয়া উপরের কোন পদ্ধতিতেই আমার কাজ হয় নি। আমার গ্রামীণফোন ইন্টারনেট এর prefered dns server 202.56.4.120 আর alternet dns server 202.56.4.121 দিয়েছি, তবুও হচ্ছে না। ইন্সটল এ ক্লিক করলে কিছুক্ষন পরে সাদা পেজ আসে। লেখা থাকে ......
Chrome Web Store
The app is currently unreachable.
আর কোন উপায় আছে কি???
sorry to say. abar je kaj sei. webstore lost again
ekhon abar kaj kore. yahoo
আমারও কাজ হল আজ। ২২ থেকে ২৩ !!
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → কম্পিউটার বিষয়ক → সমস্যা ও সমাধান → Chrome web store problem
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৪ seconds (৭১.৫৭% PHP - ২৮.৪৩% DB) with ১২ queries