Topic: হাসি আটকাতে পারলাম না...
বিশ্বখ্যাত চ্যানেল ফক্স নিউজও ভুল করে বলেছে, ‘ওবামা বিন লাদেন নিহত।’ স্পেনের খ্যাতনামা নিউজ ওয়েবসাইট ইল পসে বলে, ‘ওবামা বিন লাদেন মারা গেছেন।’ একই কথা বলেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক চ্যানেল কেটিএক্সএল। ফক্স নিউজ আরেকটি জায়গায় বলেছে, ‘প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন যে ওবামা সত্যি সত্যি মারা গেছেন।’
এমএসএনবিসির প্রতিনিধি নোরাহ ও’ ডোনেল টুইট করেছেন, ‘ওবামা গুলিবিদ্ধ হয়েছেন এবং মারা গেছেন।’ সিএনএন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আত্মসমর্পণের লক্ষণ ছিল না ওবামার।’ ফক্স নিউজের অ্যাঙ্কর গিরাল্ডো রিভেরা বলেন, ‘ওবামা মারা গেছেন।’ একই ধরনের ভুল করেছে বিবিসি ওয়েবসাইট ও ভার্জিনিয়ার ‘এনবিসি ১২’। ওয়াশিংটনভিত্তিক ডব্লিউটিটিজি ফক্স ৫-এর অ্যাঙ্কর গত পরশু সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বলেন, ‘ওবামা সত্যি সত্যি মারা গেছেন।’ যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসির একজন প্রতিনিধি টুইট করেছেন, ‘ওবামাকে গুলি করে হত্যা করা হয়েছে।’
শুরুতে এসব চ্যানেল ও ব্যক্তিরা ভুল করলেও পরে অবশ্য সবাই তা সংশোধন করে নিয়েছেন। ভাগ্যিস, এ নিয়ে কোনো মাথা ঘামাননি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ফক্স নিউজ অনলাইন।
Source:The Daily Prothom-alo,09 May,2011