Topic: হাসি আটকাতে পারলাম না...

বিশ্বখ্যাত চ্যানেল ফক্স নিউজও ভুল করে বলেছে, ‘ওবামা বিন লাদেন নিহত।’ স্পেনের খ্যাতনামা নিউজ ওয়েবসাইট ইল পসে বলে, ‘ওবামা বিন লাদেন মারা গেছেন।’ একই কথা বলেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক চ্যানেল কেটিএক্সএল। ফক্স নিউজ আরেকটি জায়গায় বলেছে, ‘প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন যে ওবামা সত্যি সত্যি মারা গেছেন।’
এমএসএনবিসির প্রতিনিধি নোরাহ ও’ ডোনেল টুইট করেছেন, ‘ওবামা গুলিবিদ্ধ হয়েছেন এবং মারা গেছেন।’ সিএনএন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আত্মসমর্পণের লক্ষণ ছিল না ওবামার।’ ফক্স নিউজের অ্যাঙ্কর গিরাল্ডো রিভেরা বলেন, ‘ওবামা মারা গেছেন।’ একই ধরনের ভুল করেছে বিবিসি ওয়েবসাইট ও ভার্জিনিয়ার ‘এনবিসি ১২’। ওয়াশিংটনভিত্তিক ডব্লিউটিটিজি ফক্স ৫-এর অ্যাঙ্কর গত পরশু সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বলেন, ‘ওবামা সত্যি সত্যি মারা গেছেন।’ যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসির একজন প্রতিনিধি টুইট করেছেন, ‘ওবামাকে গুলি করে হত্যা করা হয়েছে।’
শুরুতে এসব চ্যানেল ও ব্যক্তিরা ভুল করলেও পরে অবশ্য সবাই তা সংশোধন করে নিয়েছেন। ভাগ্যিস, এ নিয়ে কোনো মাথা ঘামাননি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ফক্স নিউজ অনলাইন।

Source:The Daily Prothom-alo,09 May,2011



Re: হাসি আটকাতে পারলাম না...

মার্কিন অভিযানের আগেই অসুখে লাদেনের মৃত্যু !


ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডেস্ক) : মার্কিন অভিযানের অনেক আগেই বিন লাদেন রোগাক্রান্ত হয়ে মারা যান বলে তার কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী হেইদার মুসলেহি। ওসামা বিন লাদেনকে হত্যার মার্কিন দাবি বিশ্বাসযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি গতকাল মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের আরও বলেছেন, পাকিস্তানে পহেলা মে'র অভিযানে বিন লাদেন নিহত হয়ে থাকলে তার মৃতদেহের ছবি কেন প্রকাশ করা হলো না এবং কেনইবা তার লাশ সাগরে ফেলে দেয়া হলো? তিনি বলেন, ইরান জুনদুল্লাহ গোষ্ঠীর প্রধান আব্দুল মালেক রিগিকে গ্রেফতারের পর তাকে মিডিয়ার সামনে এনেছে এবং তার সাক্ষাৎকার সম্প্রচার করেছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান গণজাগরণ থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতেই বিন লাদেনকে হত্যার খবর প্রচার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটসহ অভ্যন্তরীণ সমস্যাকে ঢাকা দেয়াও মার্কিন সরকারের উদ্দেশ্য বলে তিনি জানান।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত পহেলা মে আল কায়েদা নেতা বিন লাদেনকে হত্যার দাবি করলেও তার মৃতদেহের কোন ছবি বা ভিডিও প্রকাশ করেনি।

//ঢাকা, ৯ মে (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডেস্ক)// একেএ//

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: হাসি আটকাতে পারলাম না...

হে হে আজ আমার এক বন্ধুও ভুল করে ওবামা বিন লাদেন উচ্চারণ করেন,কি আর করা লাদেন যে মৃত্যুর পরেও আমেরিকা ছাড়তে চাচ্ছে না।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg