Topic: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

ফায়ারফক্স ADD-ons আমাদের ব্রাউজিং জীবনে নিয়ে এসেছে দ্রুত গতি।এর ২০টি ক্যাটাগরির প্রায় ১০,০০০ এর উপরে রয়েছে ADD-ons।তার মধ্যে আজ আমি আপনাদের সামনে  Alert ও Update ক্যাটাগরির জনপ্রিয় ৬টি ADD-ons শেয়ার করবো।

1। WebMail Notifier
এই ADD-on এর মাধ্যমে আপনি gmail, yahoo, hotmail, aol, daum, naver, nate, paran, POP3/IMAP এবং আরও অনেক মেইলিং একাউন্টের নটিফিকেশন সাইডবারে পাবেন।এছাড়াও স্টাটাসবারে এবং এড্রেসবারের পাশেও আপনি নটিফিকেশন চিহ্ন দেখতে পাবেন।
http://my.jetscreenshot.com/5300/m_20110221-wjsj-15kb.png        http://my.jetscreenshot.com/5300/m_20110221-301a-2kb.png

                                ডাউনলোড

2.Web of Trust - Safe Browsing Tool
   এই ADD-on টির মাধ্যমে আপনি জানতে পারবেন কোন ওয়েবসাইটটিতে আপনি নির্দ্বিধায় প্রবেশ করতে পারবেন আর কোনটিতে রিস্ক আছে।

http://my.jetscreenshot.com/5300/m_20110221-bcri-91kb.png  http://my.jetscreenshot.com/5300/m_20110221-a9ht-21kb.png

                            ডাউনলোড


3।Speed Dial
   গুগল ক্রোমের মত স্পীড ডায়াল পেতে হলে এই Add-onটি আপনাকে ব্যবহার করতে হবে।
   http://my.jetscreenshot.com/5300/m_20110221-peaf-138kb.png
http://my.jetscreenshot.com/5300/m_20110221-9syk-19kb.png  http://my.jetscreenshot.com/5300/m_20110221-eog7-19kb.png

                        ডাউনলোড

4। Yoono
   এই Add-on টির মাধ্যমে আপনি সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন-Twitter, Facebook, LinkedIn, MySpace, YouTube, Flickr, AIM, MSN, GTalk ইত্যাদির নটিফিকেশন খুব সহজেই আপনার সাইডবারে পাবেন।

https://static.addons.mozilla.net/img/uploads/previews/full/28/28110.png?modified=1268303495

                        ডাউনলোড

5। Ghostery
    যাদের নেট স্পীড কম এবং বিভিন্ন সাইটের অপ্রয়োজনীয় এডভা্র্টাইজ একদমই পছন্দ করেন না তাদের জন্য এই Add-on টি দারুন কাজের।এটি আপনাকে যেসকল সাইট ট্র্যাক করবে তাদের বন্ধ করতে সাহায্য করবে।
এটি আপনার স্টাটাসবারের ডানদিকে নিচে শো করবে-http://my.jetscreenshot.com/5300/m_20110221-al7o-1kb.png এই চিহ্নের মত।আপনি এখানে ডান মাউস ক্লিক করে সেটিংস এ গিয়ে Blocking অন করে দিলেই প্রতিটি পেজের ডানদিকে উপরে দেখাবে কোন কোন সাইট সে ব্লক করেছে।

                      ডাউনলোড

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

Ghostery আগে ইউজ করতাম, এটি বর্তমানে ফেসবুক স্ক্রিপ্ট কেও অফ করে ফলে অনেক ঝামেলা করছে। এখন তাই এটা বাদ

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

আমি 1 ও2 ইউজ করি দারুন জিনিস , স্পীড ডায়াল ইউজ করতাম ওটাও মোটামুটি কাজের জিনিস।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

আরেকটি আছে সেটা হচ্ছে Lazarus । এটার কাজ হচ্ছে নেট এ লিখার সময় সব কিছু সেভ রাখে । বিস্তারিত নাফিস ইফতেখার ভাই এর এই পোস্ট - ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!)

এছাড়াও মেটাফর ভাই এর এই পোস্ট(আমার সেরা ৩৬ ফায়ারফক্স অ্যাড-অন ) দেখা যেতে পারে ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

আমার খুজে পাওয়া মাজিলা ফায়ারফক্সের জোশ কিছু এডওনস, বাংলা ডিকশনারী এডওনস সহ।

সামু তে এটা পেলাম তাই সবার সাথে সেয়ার করলাম।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

১। Unplug : ইউটিউব এর যেকোনো ভিডিও এবং অন্যান কয়েকটি অনলাইন ভিডিও সাইট এর ফ্লাশ ভিডিও ডাউনলোড
২। Pdf It :ওয়েব পেজকে pdf ফাইল আকারে সেভ
৩। Save Images :
৪।Pixlr Grabber :

সবগুলো এক সাথে

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

Mouseless Browsing : --------------------মাউসবিহীন ব্রাউজিং

শুধু কিবোর্ড ব্যবহার করে সম্পূর্ণ ওয়েবসাইট ব্রাউজ করার সুবিধা দেবে এই অ্যাড-অন্সটি। ওয়েবপেইজের বিভিন্ন লিংক, বাটন ইত্যাদির পাশে কিছু ইউনিক নম্বর উল্লেখ করা থাকে। কোনো বাটনে ক্লিক করতে বা কোনো লিংকে যেতে কিবোর্ড দিয়ে ওই নম্বর টাইপ করে এন্টার প্রেস করলেই হবে। https://addons.mozilla.org/en-US/firefo … s-browsing থেকে অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।


Aviary-screen-capture: -------------------ওয়েবসাইটের স্ক্রিনশট

অনেক সময় ওয়েবসাইটের 'স্ক্রিনশট' সংরক্ষণের প্রয়োজন হয়। এভিয়ারি অ্যাড-অন্সের মাধ্যমে পূর্ণ ওয়েবসাইট স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি পেইজের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়ারও সুযোগ রয়েছে। https://addons.mozilla.org/en-US/firefo … e-quick-la থেকে এটা ডাউনলোড করা যাবে।


পাসওয়ার্ড মেকার

এই অ্যাড-অন্সটি পাসওয়ার্ড তৈরিতে সাহায্য করে। বিভিন্ন সাইট বা মেইলের জন্য ব্যবহারকারীরা হয়তো নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, যা নিরাপদ নয়। ভালো কিছু পাসওয়ার্ডের ধারণা পাওয়া যাবে এই অ্যাড-অন্সের মাধ্যমে। https://addons.mozilla.org/en-US/firefo … swordmaker থেকে এটা ডাউনলোড করা যাবে।


মজ ব্যাকআপ

ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সে ক্ষেত্রে নতুন করে আবার সব ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্ট্রিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হবে ম্যানুয়ালি। তবে এসব ঝামেলা থেকে বাঁচতে আগে থেকে মজিলা ফায়ারফক্সের ব্যাক-আপ নিয়ে রাখতে পারেন। মজ ব্যাক-আপ নামক অ্যাড-অন্সে এ সুবিধা রয়েছে। http://mozbackup.jasnapaka.com থেকে এটা ডাউনলোড করা যাবে।


ইমেজ জুম
Ctrl++ চেপে ব্রাউজারের লেখা বা ছবি বড় করে দেখা যায়। ইমেজ জুম নামক একটি অ্যাড-অন্স ইনস্টল করে নিলে ওয়েবপেইজের নির্দিষ্ট একটি ছবি বড় করে দেখা সম্ভব। https://addons.mozilla.org/en-US/firefo … image-zoom থেকে এই অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।


ইউটিউব ভিডিও ডাউনলোডার

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ভিডিও দেখার সুবিধা থাকলেও এ থেকে ভিডিও ডাউনলোড করার স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাড-অন্সটির মাধ্যমে ভিডিও ডাউনলোড করার সুযোগ রয়েছে। https://addons.mozilla.org/en-US/firefo … wnl-10137/ থেকে এটা ডাউনলোড করা যাবে।


বাংলা বানান পরীক্ষক

বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে বাংলায় ই-মেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং এবং মন্তব্যও। তবে ওয়েবে বাংলা বানান পরীক্ষক না থাকায় আমাদের বেশ বিপাকে পড়তে হয়। ফায়ারফঙ্ েএকটি অ্যাড-অন্স যুক্ত করে বাংলা বানান পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে প্রথমে ফায়ারফক্সে অ্যাড-অন্সটি ইনস্টল করতে হবে। এবার ওয়েবে বাংলা লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bangla/Bangladesh নির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন প্রদর্শন করবে। বানানটি সংশোধন করতে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশন দেবে। এখান থেকে সঠিক বানান নির্বাচন করা যাবে।


মজিলায় ওয়াপ সাইট

ওয়াপ সাইটগুলো মূলত তৈরি করা হয় মোবাইল ডিভাইসগুলোর জন্য। কম্পিউটারের ব্রাউজার দিয়ে স্বাভাবিকভাবে ওয়াপ সাইট দেখা যায় না। ফায়ারফক্সে অ্যাড-অন্স যুক্ত করে কম্পিউটারেই ওয়াপ সাইট দেখা যায়। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefo … wmlbrowser থেকে অ্যাড-অন্সটি ফায়ারফক্সে যুক্ত করে ফায়ারফঙ্ রিস্টার্ট করলেই ওয়াপ সাইটটি ভিজিট করা যাবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

রেপু নেন! শেষ দুটোর জন্য!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

skip screen হল firefox addon যার দ্বারা মেগাআপলোড, রেপিডশেয়ার, মিডিয়াফায়ার ইত্যাদি ফাইল হোষ্টিং সার্ভার থেকে ফাইল  ডাউনলোডের সময় অপেক্ষমান সময়ের জন্য আর অপেক্ষা করতে হবে না।

addon  টি এখান থেকে ইনষ্টল করে নিন।
যে সমস্ত সাইট সাপোর্ট করে :

    Rapidshare.com (কিছুই ক্লিক করার প্রয়োজন নেই automatic ডাউনলোড হবে)
    zShare.net
    MediaFire.com (‘click here to start download’-এ ক্লিক করার প্রয়োজন নেই automatic ডাউনলোড হবে)
    Megaupload.com
    Sharebee.com
    Depositfiles.com
    Sendspace.com
    Divshare.com
    Linkbucks.com
    Uploaded.to
    Hotfiles.com
    4shared.com
    Limelinx.com
    Link-Protector.com

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


১০

Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

কি বলে যে ধন্যবাদ দেবো!!Mozilla - তে কি অনেক addons install রাখলে কোন সমস্যা আছে?



Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

maruf002 wrote:

Mozilla - তে কি অনেক addons install রাখলে কোন সমস্যা আছে?

ব্রাউজার কিছুটা স্লো হয়ে যায়-ওপেন হতে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১২

Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

উপল BD wrote:
maruf002 wrote:

Mozilla - তে কি অনেক addons install রাখলে কোন সমস্যা আছে?

ব্রাউজার কিছুটা স্লো হয়ে যায়-ওপেন হতে।

আর  Browsing করতে?



Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

maruf002 wrote:

আর  Browsing করতে?

এই ক্ষেত্রে কোন সমস্যা নেই।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১৪

Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

সকল ফায়ার ফক্স ও ক্রোম ব্যবহারকারীদের জন্য দারুন একটি এড-অন্স যার নাম আপলোড স্ক্রীন শট

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


১৫

Re: ৫টি জনপ্রিয় Alert & Update ক্যাটাগরির ফায়ারফক্স Add-ons ।

সারাজীবনের জন্য যে কোন পোস্টের ব্যাক আপ নিন মাত্র তিন ক্লিকে

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books