Mouseless Browsing : --------------------মাউসবিহীন ব্রাউজিং
শুধু কিবোর্ড ব্যবহার করে সম্পূর্ণ ওয়েবসাইট ব্রাউজ করার সুবিধা দেবে এই অ্যাড-অন্সটি। ওয়েবপেইজের বিভিন্ন লিংক, বাটন ইত্যাদির পাশে কিছু ইউনিক নম্বর উল্লেখ করা থাকে। কোনো বাটনে ক্লিক করতে বা কোনো লিংকে যেতে কিবোর্ড দিয়ে ওই নম্বর টাইপ করে এন্টার প্রেস করলেই হবে। https://addons.mozilla.org/en-US/firefo … s-browsing থেকে অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।
Aviary-screen-capture: -------------------ওয়েবসাইটের স্ক্রিনশট
অনেক সময় ওয়েবসাইটের 'স্ক্রিনশট' সংরক্ষণের প্রয়োজন হয়। এভিয়ারি অ্যাড-অন্সের মাধ্যমে পূর্ণ ওয়েবসাইট স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি পেইজের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়ারও সুযোগ রয়েছে। https://addons.mozilla.org/en-US/firefo … e-quick-la থেকে এটা ডাউনলোড করা যাবে।
পাসওয়ার্ড মেকার
এই অ্যাড-অন্সটি পাসওয়ার্ড তৈরিতে সাহায্য করে। বিভিন্ন সাইট বা মেইলের জন্য ব্যবহারকারীরা হয়তো নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, যা নিরাপদ নয়। ভালো কিছু পাসওয়ার্ডের ধারণা পাওয়া যাবে এই অ্যাড-অন্সের মাধ্যমে। https://addons.mozilla.org/en-US/firefo … swordmaker থেকে এটা ডাউনলোড করা যাবে।
মজ ব্যাকআপ
ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সে ক্ষেত্রে নতুন করে আবার সব ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্ট্রিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হবে ম্যানুয়ালি। তবে এসব ঝামেলা থেকে বাঁচতে আগে থেকে মজিলা ফায়ারফক্সের ব্যাক-আপ নিয়ে রাখতে পারেন। মজ ব্যাক-আপ নামক অ্যাড-অন্সে এ সুবিধা রয়েছে। http://mozbackup.jasnapaka.com থেকে এটা ডাউনলোড করা যাবে।
ইমেজ জুম
Ctrl++ চেপে ব্রাউজারের লেখা বা ছবি বড় করে দেখা যায়। ইমেজ জুম নামক একটি অ্যাড-অন্স ইনস্টল করে নিলে ওয়েবপেইজের নির্দিষ্ট একটি ছবি বড় করে দেখা সম্ভব। https://addons.mozilla.org/en-US/firefo … image-zoom থেকে এই অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।
ইউটিউব ভিডিও ডাউনলোডার
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ভিডিও দেখার সুবিধা থাকলেও এ থেকে ভিডিও ডাউনলোড করার স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাড-অন্সটির মাধ্যমে ভিডিও ডাউনলোড করার সুযোগ রয়েছে। https://addons.mozilla.org/en-US/firefo … wnl-10137/ থেকে এটা ডাউনলোড করা যাবে।
বাংলা বানান পরীক্ষক
বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে বাংলায় ই-মেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং এবং মন্তব্যও। তবে ওয়েবে বাংলা বানান পরীক্ষক না থাকায় আমাদের বেশ বিপাকে পড়তে হয়। ফায়ারফঙ্ েএকটি অ্যাড-অন্স যুক্ত করে বাংলা বানান পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে প্রথমে ফায়ারফক্সে অ্যাড-অন্সটি ইনস্টল করতে হবে। এবার ওয়েবে বাংলা লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bangla/Bangladesh নির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন প্রদর্শন করবে। বানানটি সংশোধন করতে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশন দেবে। এখান থেকে সঠিক বানান নির্বাচন করা যাবে।
মজিলায় ওয়াপ সাইট
ওয়াপ সাইটগুলো মূলত তৈরি করা হয় মোবাইল ডিভাইসগুলোর জন্য। কম্পিউটারের ব্রাউজার দিয়ে স্বাভাবিকভাবে ওয়াপ সাইট দেখা যায় না। ফায়ারফক্সে অ্যাড-অন্স যুক্ত করে কম্পিউটারেই ওয়াপ সাইট দেখা যায়। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefo … wmlbrowser থেকে অ্যাড-অন্সটি ফায়ারফক্সে যুক্ত করে ফায়ারফঙ্ রিস্টার্ট করলেই ওয়াপ সাইটটি ভিজিট করা যাবে।
মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ -
এখানে দেখুনMedical Guideline Books