Topic: বাড়ি ফেরা

পরীক্ষার চাপে অনেকদিন ফোরামে ঢোকা হয়নি কিন্তু সবসময় অনেক মিস করেছি।॰॰যাইহোক, কিছুদিন আগে পড়ন্ত এক বিকেলের একটি  ঘটনা বলি, মতিঝিলে ছোট্ট একটি রাস্তাই মা-ছেলে নিয়ে একটি পরিবার। ছেলেটির বয়স ছয় বছর হবে। তাদের ঘর বলতে কিছু নেই। সকাল থেকে রাত অবধি প্রতিনিয়ত তাদের জীবন একিই নিয়মে চলে। কোনদিন এক মুঠো খাবার পাই কোন দিন পাই না। সেদিন বিকেলে ছেলেটিকে খুজে পাওয়া যাচ্ছিল না। কারণ সে নাকি তার মাএর কাছে বিরিয়ানী খাওয়ার আবদার করেছে তাই তার মা ভাগ্য কে দোষী করে তাকে অনেক মারধর করেছে। সারাদিন পর যখন ছেলেটি মাএর কাছে ফিরলো তখন অনেক কষ্টে কেনা বিরিয়ানীর পেকেটটি মা ছেলেটির সামনে দিল। ছেলেটি মনে হয় জীবনে এমন খুশি আর কোনদিন হয়নি। মা-এর চোখে তখন অঝোরে পানি ঝরছে!!!!  এই ছোট্ট ঘটনাটি আমার জীবনে একটি নতুন শিক্ষার জন্ম দিল। মনে হলো আমাদের সমাজের মানুষ গুলো কত বিচিত্রভাবে অবহেলিত। আর আমরা উপরতলার মানুষরা কখনো নিচে তাকানোর প্রয়োজন ও মনে করি না। বাহ!! কত সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা।



Re: বাড়ি ফেরা

আর আমাদের এরকমই কিছু দেশপ্রেমিক ভারতীয় শিল্পীদের ঢঙ দেখতে ৫লক্ষ টাকা খরচ করে ডেসটিনি নামক চোর আর ATN এর বেয়াদব চেয়ারম্যান মাহফুজুর রহমানের আয়োজনে ২৪ তারিখে অনুষ্ঠান দেখবে অথচ ঐ একজনের টিকিটের টাকা দিয়েই যে একটি পরিবারের অন্তত ৫ বছর বলতে গেলে রাজার হলে কেটে যাবে তার কোন হুশই নেই।ধিক্কার জানাই এই সব তথাকথিত দেশপ্রেমিকদের।  angry  angry

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বাড়ি ফেরা

দারুন লেখা! এরকম লেখা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কোন পথে চলব, ধন্যবাদ গোধূলি কে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বাড়ি ফেরা

ভাল



Re: বাড়ি ফেরা

শুধু মাহফুজুর রহমান কেন , আর-ও তো পাবলিক আছে , বিসিএস পরীক্ষার সময় পড়লাম বাংলাদেশের উন্নয়নের 36% লুটে খাই দেশের 5% লোক । আর এই 5% লোক কারা সেটা তো বোঝায় যাই ।  silly

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: বাড়ি ফেরা

মাটির ঢিবিতে দুদিন বসিয়া
রাজা সেজে করে পেষন কষিয়া-
সে পেষনে তারি আসন ধ্বসিয়া রচিছে গোরস্তান!
ভাই এর মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান!

              [ নজরুল]



Re: বাড়ি ফেরা

মাটির ঢিবিতে দুদিন বসিয়া
রাজা সেজে করে পেষন কষিয়া-
সে পেষনে তারি আসন ধ্বসিয়া রচিছে গোরস্তান!
ভাই এর মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান!

              [ নজরুল]