Topic: ২১শের ধাঁধা -

বলেন তো ,শহীদ মিনারের দাবিতে মিছিল করে কোন পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ???

আমরা কত্ত সৌভাগ্যবান !! যদি এ বিষয়ে জরিপ চালানো হয় যে, ২১শের চেতনায় সবচেয়ে উজ্জিবীত কারা ? তবে ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি রুয়েটিয়ানরা ।
সবাই তৈরীকৃত(রেডিমেড) শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী দেয় আর আমরা শহীদ মিনারের জন্য বিক্ষোভ করি তারপর শিবলিঙ্গ ধরণের মিনারে শ্রদ্ধাঞ্জলী দেই। তাহলে কার সাফল্য বেশি হল ??? যাদের বাড়িতে ভাত নেই তারাই সবচেয়ে ভাতের কদর বেশি বোঝে, আমাদের শহীদ মিনার নেই তাই যতবার মূল রাস্তা দিয়ে চলাচল করি ততবারই এই অভাবটা গভীরভাবে অনুভব করি। আমরা মিনারের দাবিতে আন্দোলন করে আমাদের বিশ্বঃ ৩১ দিন বন্ধ রেখেছি, কেন জানি মনে হয় রফিক জব্বারেরা বেঁচে থাকলে আমদের পিঠ চাপড়ে বলত- সাবাস বিদ্রোহীরা, ঈভটিজার, রেডিও জকি আর বাংলায় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া নেতা অপেক্ষা তোমরা উত্তম। আর আমরা লজ্জায় লাল হয়ে বলতাম-হাল্লুম, রাজাকার আর বেঈমানদের বাংলাছাড়া করার দায়িত্ব নিলুম।



Re: ২১শের ধাঁধা -

রূয়েট ছিলো  একসময় আমাদের পারিবারিক সম্পত্তি,রুয়েটের যে মসজিদটা আছে তা আমার আম্মুর দাদার তৈরি।মসজিদের পাশে আম্মুর দাদা-দাদীর কবর।অনেকবার কতৃপক্ষকে বলা হয়েছে জায়গাটা ঘিরে দেওয়ার জন্য কিন্তু দেয় নি।এতোটুকু কাজই যারা করতে পারে না তারা কিভাবে শহীদ মিনার বানবে।আপনাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।দেশ ও মাতৃভাষার ক্ষেত্রে কোন ছাড় দেওয়া যাবে না।  shame on you

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ২১শের ধাঁধা -

খুবই দুঃখজনক