Topic: টোকাইদের শীতরাত যাপন......
সারাদিন পেরেশানী হেথায় সেথায় ঘুরে বেড়ানো
দুমুটো অন্ন জোগাড় করতে করতে দিনের রোদকে হারানো
আমরা টোকাইদের শুরু শীতরাত যাপন
কোন সাহেব জানিনা কোনদিন যেনো হয়ে আপন
দান করেছিলো একখানি কম্বল
এই একখানি কম্বলই ছিলো আমরা পাঁচ টোকাইর সম্বল
হিম ঠান্ডা শীতরাত যাপন যে কি কষ্ট
তা আমরা ছাড়া কি কেউ বুঝবে স্পষ্ট ।
টানাহেচড়া চলে সারারাত এই কম্বলখানি নিয়ে
শীতল বাতাস বয়ে যায় সারা শরীর ছুঁয়ে ছুঁয়ে ।
এই হল টোকাইদের শীতরাত যাপনের যুদ্ধ
যখনই চিন্তা করি বিবেকের কাছে হই বাকরুদ্ধ ।
বিত্ত বৈভবে পূর্ণরা শীতকে করে সাদরে আলিঙ্গন
আরামে স্বপ্নে বিভোর নরম বিছানায় হয় তাদের রাত যাপন ।
ভাবে কি কেউ স্বপ্নেও তাদের কথা
তাদের নিয়ে আছে কি কারো মাথা ব্যাথা
অথচ যাদের আছে ভুড়ি ভুড়ি
পাঁচতলা বাড়ি আর গাড়ি.....
বেশী না একটি করেও যদি শীতবস্ত্র করি বিতরণ
যাবে আসবে না কিছু যদি করি এইটুকু দান ।
আহ্বান জানাই চলো সবাই তাদেরকে সাহায্যের হাত বাড়াই
হীম শীতল ঠান্ডা দিনে শীতার্তদের পাশে একটু দাঁড়াই ।