Topic: ৩০তম বিসিএসে (প্রিলি) উত্তীর্ণ ১৪ হাজার ৪৭০ (Result Download)

রেজাল্ট ডাউনলোড


ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৪৭০ জনকে আগামী ডিসেম্বরে লিখিত পরীক্ষায় বসতে হবে।

সরকারি কর্মকর্তা পদে নিয়োগের পরীক্ষার প্রিলিমিনারির এ ফল মঙ্গলবার প্রকাশ হয়েছে। গত ৩০ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪৭ হাজার ৯৮৮ জন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) এ পরীক্ষায় তিনটি ক্যাডারের ২ হাজার ৫৭২টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ এসব পরীক্ষার্থীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর ওই সংখ্যক জনকে নির্বাচিত করা হবে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৪৭০ জন। এছাড়া বিভিন্ন ত্র"টির কারণে ১০ জন পরীক্ষার্থীর ফল স্থগিত করা হয়েছে।

আগামী ডিসেম্বরে লিখিত পরীক্ষা শুরু হতে পারে বলে নেছারউদ্দিন জানান।

৩০তম বিসিএসে তিনটি ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে ১ হাজার ৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে।

২৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা বর্তমানে চলছে।

সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৯২২ ঘ.

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


(edited by dr.shamim 2010-10-20 08:56:16)

Re: ৩০তম বিসিএসে (প্রিলি) উত্তীর্ণ ১৪ হাজার ৪৭০ (Result Download)

অল্হাম্দুলিল্লাহ, আমার হয়েছে,
এখান থেকে ডাউনলোড করুন,সরাসরি।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ৩০তম বিসিএসে (প্রিলি) উত্তীর্ণ ১৪ হাজার ৪৭০ (Result Download)

dr.shamim wrote:

অল্হাম্দুলিল্লাহ, আমার হয়েছে,
এখন থেকে ডাউনলোড করুন,সরাসরি।

Congratulation!  :ইয়াহু:   :ইয়াহু:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।