Topic: নতুন রূপে টুইটার

নতুন চেহারা পেল সামাজিক যোগাযোগের সাইট টুইটার। এখন থেকে ছয়টি ভাষায় টুইটারের নতুন এ সংস্করণ ব্যবহার করা যাবে। টুইটারের মুখপাত্র ক্যারোলিন পিনার বুধবার এক বিবৃতিতে বলেন, 'টুইটারের ১৬ কোটি ব্যবহারকারীর দীর্ঘদিনের অপেক্ষায় অবসান হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হলো। কেউ তাঁর টুইটার পেজ খুললেই দেখবেন পুরনো টুইটার স্বয়ংক্রিয়ভাবে নতুন টুইটারে বদলে গেছে। কেউ চাইলে পুরনো সংস্করণও ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে আগামী ছয় সপ্তাহের মধ্যে পুরনো সংস্করণে ফিরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। তিনি জানান, নতুন সংস্করণে একাধিক নেভিগেশন নিয়ন্ত্রক, স্ক্রিনের ওপরের দিকে ড্রপ ডাউন মেন্যুবারসহ বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে। ফলে টুইটারে আসা মেসেজগুলো এখন সহজেই পড়া যাবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: নতুন রূপে টুইটার

বেশ ভালই হল, তবে এখনো ফেসবুক ভাল লাগে!  nerd

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।