Topic: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়
মিডিয়া ফায়ার এমন একটি ফাইল হোস্টিং সাইট যার সাহায্যে খুব সহজে ডাউনলোড করা সম্ভব। তাই এতে সার্চ করা গেলে খুব সহজে কাংখিত ফাইল ডাউনলোড করা যায়।মিডিয়া ফায়ার এ সরাসরি ফাইল সার্চ করার কোনো সুযোগ নেই তাই আপনাকে সার্চ ইঞ্জিন গুলোর উপরিই নির্ভর করতে হবে।এ জন্য আপনি গুগল,ইয়াহু বা অন্য যে কোনও সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন।যে কোনো সাইট এ সার্চের বেসিক কমান্ড হচ্ছে ''site:url'', মিডিয়া ফায়ার এর জন্য এটি হবে ''site:mediafire.com''.
এখন আপনি বিভিন্ন ভাবে সার্চ করতে পারেন যেমন :
site:mediafire.com mp3
site:mediafire.com avi
site:mediafire.com mkv
এ ছাড়াও আপনি নির্দিষ্ট যে কোনও ফাইল সার্চ দিতে পারেন যেমন :
site:mediafire.com twilight new moon
site:mediafire.com 3 idiots
তবে আপনাকে মনে রাখতে হবে যে, সব ফাইল ডাউনলোড করা সম্ভব নয় কারণ মিডিয়া ফায়ার যদি কোনও ফাইল ডিলীট করে দেয় তারপরও কিছু দিন টা সার্চ ইঞ্জিন শো করে থাকে।
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।