Topic: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

মিডিয়া ফায়ার এমন একটি ফাইল হোস্টিং সাইট যার সাহায্যে খুব সহজে ডাউনলোড করা সম্ভব। তাই এতে সার্চ করা গেলে খুব সহজে কাংখিত ফাইল ডাউনলোড করা যায়।মিডিয়া ফায়ার এ সরাসরি ফাইল সার্চ করার কোনো সুযোগ নেই তাই আপনাকে সার্চ ইঞ্জিন গুলোর উপরিই নির্ভর করতে হবে।এ জন্য আপনি গুগল,ইয়াহু বা অন্য যে কোনও সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন।যে কোনো সাইট এ সার্চের বেসিক কমান্ড হচ্ছে ''site:url'', মিডিয়া ফায়ার এর জন্য এটি হবে ''site:mediafire.com''.
এখন আপনি বিভিন্ন ভাবে সার্চ করতে পারেন যেমন :

site:mediafire.com mp3
site:mediafire.com avi
site:mediafire.com mkv

এ ছাড়াও আপনি নির্দিষ্ট যে কোনও ফাইল সার্চ দিতে পারেন যেমন :

site:mediafire.com twilight new moon
site:mediafire.com 3 idiots

তবে আপনাকে মনে রাখতে হবে যে, সব ফাইল ডাউনলোড করা সম্ভব নয় কারণ মিডিয়া ফায়ার যদি কোনও ফাইল ডিলীট করে দেয় তারপরও কিছু দিন টা সার্চ ইঞ্জিন শো করে থাকে।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

সাব্বির ভাই, ভাল লাগলো, আমি ও জানতাম না, mediafire এ কিভাবে সার্চ করে, রাপিড শেয়ার এর টা আমি পারি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

হুমমম......ভালো পোস্ট।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


(edited by sabbir48 2010-03-31 14:46:10)

Re: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

ধন্যবাদ, শাওন ও উপল এর কাছ থেকে কম্প্লিমেন্ট পেয়ে ভাল লাগলো ।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

শুধু মিডিয়াফায়ার না, যে কোন সাইটেই এটা করা যায়।

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

আমার তো সার্চ দিলে ফায়ার ফক্স এ দেখাচ্ছে :

http://my.jetscreenshot.com/2862/m_20100403-6bel-12kb.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিডিয়া ফায়ার এ ফাইল সার্চ করার উপায়

হা............ হা..........

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।