Topic: মিস ইউনিভার্স মেক্সিকোর জিমেনা নাভারেত্তির (jimena navarrete)

http://www.chobimohol.com/image-407D_4C74BABB.jpg

http://www.chobimohol.com/image-2873_4C74BABB.jpg

শিশুরা ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার করার ফলে যেসব সমস্যা তৈরি হচ্ছে সে ব্যাপারে মতামত জানতে চেয়েছিলেন বিচারক ইভান লিসেক। চটপটে জিমেনা নাভারেত্তির ঝটপট জবাব, 'আমি মনে করি বর্তমান সমাজ জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। সে কারণে একে দূরে ঠেলে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই পারিবারিক জীবনের মূল্যবোধ শিশুদের মধ্যে প্রবাহিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। আর তাহলেই সমস্যা থেকে মুক্ত হতে পারব সবাই।'
মেক্সিকো সুন্দরী জিমেনার এই জবাব তাঁকে পাইয়ে দিয়েছে এ বছরের মিস ইউনিভার্সের বিজয় মুকুট। ভেনিজুয়েলার গত দুই বছরের আধিপত্যের জোয়ারে বাঁধ দিয়ে এবার তিনি পেলেন মর্ত্যের অনিন্দ্য রূপসীর সম্মান। জিমেনা নাভারেত্তির (jimena navarrete) পরেই রয়েছেন মিস জ্যামাইকা ইয়েদি ফিলিপস, আর দ্বিতীয় রানার-আপ হয়েছেন অস্ট্রেলীয় সুন্দরী জেস্টিনা ক্যাম্পবেল। চতুর্থ স্থান দখল করেছেন মিস ইউক্রেন আনা পোস্লাভ্স্কা, পঞ্চম হয়েছেন মিস ফিলিপাইন ভেনাস রাজ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের মান্দালয় বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে গত সোমবার রাতে (বাংলাদেশে গতকাল ভোর) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিস ইউনিভার্স নির্বাচনের চূড়ান্ত পর্ব আয়োজিত হয়। টেলিভিশন ও অনলাইনে সরাসরি অনুষ্ঠান দেখা গেছে বিশ্বের সব প্রান্ত থেকে। চূড়ান্ত ফল ঘোষণার সময় লাল রঙের গাউন পরে মঞ্চে ছিলেন ২২ বছরের জিমেনা নাভারেত্তি। মিস ইউনিভার্স হিসেবে নাম ঘোষণার পর আবেগাপ্লুত জিমেনা বলেন, 'মা-বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। আমার এত দূর আসার পথে তাঁদের অবদান সীমাহীন।'
মেক্সিকো থেকে দ্বিতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্স মুকুট জিতলেন জিমেনা। এর আগে ১৯৯১ সালে প্রথমবারের মতো ওই দেশ থেকে শিরোপা পান লুপিতা জোনস। ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে জিমেনা বলেন, 'আমি পুষ্টিবিদ্যার ওপর পড়ালেখা করতে চাই। আর সামনের এক বছর বিশ্বব্যাপী এইচআইভি/এইডস ও স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কাজ করব।' এবারের ৫৯তম মিস ইউনিভার্স আয়োজন নিয়ে রাজনৈতিক বিতর্ক উঠেছে বেশ কয়েকবার। বিশেষত এবারই প্রথম একজন মুসলিম তরুণী রিমা ফাকিহ মিস যুক্তরাষ্ট্র নির্বাচিত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের বিপক্ষে মত দিলে মুসলিম বিশ্বে ক্ষোভ দেখা দেয়। রিমা অবশ্য মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে প্রথম ১৫ সুন্দরীর তালিকায় ঠাঁই পাননি। সূত্র : এএফপি, টরেন্টো সান, সান (ইউকে) ও ভ্যানিটি ভেয়ার অনলাইনের।

সুত্র : কালের কণ্ঠ

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিস ইউনিভার্স মেক্সিকোর জিমেনা নাভারেত্তির (jimena navarrete)

দেখতে বেশী সুন্দর লাগতেছে না!  :/

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: মিস ইউনিভার্স মেক্সিকোর জিমেনা নাভারেত্তির (jimena navarrete)

বেশ ভালোই! সুইট চেহারা!  :দিবাস্বপ্ন:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মিস ইউনিভার্স মেক্সিকোর জিমেনা নাভারেত্তির (jimena navarrete)

দেখতে খুব বেশি সুন্দর না হলেও,  তার ইচ্ছা গুলো  একজন সচেতন নাগরিকের মত।