Topic: ছেলেদের সমস্যা।

একান্তই বাধ্য হয়ে আমি এ পোষ্টটি করছি।
আমার বয়স ২৫ বছর। বছর দুয়েক আগে থেকে লক্ষ্য করি আমার বুক মেয়েদের মতো আস্তে আস্তে ফুলে যেতে থাকে। প্রথমে বুঝিনি।
ইদানিং জিনিসটা খুব বাজে লাগছে। আমি গেঞ্জি পড়লে বুক ফুলে থাকে।
আমি ঠিক বুঝে উঠতে পারছিনা আসলে এটা কেন হচ্ছে।

আমার প্রশ্ন হলো এটা কি কোন রোগ? যদি রোগ হয় তবে তার নাম কি? এবং এটা থেকে মুক্তির উপায় কি?
দয়া করে জানাবেন ভাই ও বোনেরা আমি খুবই বিপদের মধ্যে আছি।  :[[  :[[  :[[  :[[  ;(  ;(



Re: ছেলেদের সমস্যা।

সাধারনত ছেলেদের Estrogen hormone লেভেল কম থাকে,যদি কোন কারণে তা বেড়ে যায় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে,

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছেলেদের সমস্যা।

উপল ঠিক ই বলেছে, হরমোন এর ইমব্যালেন্স এর জন্য হতে পারে আবার, অতিরিক্ত চর্বি জমার কারনেও এটা হতে পারে, তবে চিন্তার কিছু নেই, অপারেশন করে খুব সহজেই অতিরিক্ত চর্বি ফেলে দেওয়া সম্ভব, কসমেটিক সার্জারি যেটাকে বলে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ছেলেদের সমস্যা।

কিন্তু এটা কোথায় করায়, খরচ কিরকম হবে? একটু জানাবেন দয়া করে? জানালে অনেক উপকার হয় ভাই



Re: ছেলেদের সমস্যা।

আপনার বাসা কোথায়?আর সাথে সাথে আপনার টেষ্টস্টেরন(ছেলেদের প্রধান **** হরমন)লেভেল টাও চেক করতে হবে,যদি তা কমে যায় তাহলে টেষ্টস্টেরন হরমন ইঞ্জেকসনের মাধ্যমে দিলে আশা রাখি এই অবস্থার উন্নতি হবে,আসলে সবার আগে আপনার কিছু টেস্ট করা প্রয়োজন,এজন্য আপনাকে ভালো কোনো মেডিসিনের ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিব।যার তার কাছে গেলে ভালো ফল নাও পেতে পারেন।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছেলেদের সমস্যা।

আমি ঢাকায় থাকি, ভাই আমার পরিচিত তেমন কোন ডক্টর নেই। যদি আপনার কোন পরিচিত ডক্টর থেকে থাকে তাহলে জানাবেন,



(edited by উপল BD 2010-08-09 02:14:20)

Re: ছেলেদের সমস্যা।

ঠিক আছে,আমি কালকে আমার ডিএমসি এর বন্ধুর সাথে যোগাযোগ করে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞের ঠিকানা দেওয়ার চেষ্টা করবো।
আমাদের মেডিকেল কলেজের মেডিসিনের হেড এর দেওয়া সাজেশন:
http://j.imagehost.org/0692/2010-08-09_14-11_Facebook_9_Messages.jpg

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছেলেদের সমস্যা।

উপল ভাই একটু জলদি দিবেন দয়া করে।



Re: ছেলেদের সমস্যা।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের হেড এর নাম খান আবুল কালাম আজাদ,উনি পপুলার ডায়াগনেস্টিক সেন্টারে সন্ধ্যার পর রোগী দেখেন,আপনি অতিসত্তর সেখানে গিয়ে উনার সাথে কনসালটেট করুন,আশা রাখি আপনার সমস্যার সমাধান হবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছেলেদের সমস্যা।

ARIF010 wrote:

আমার বয়স ১৯ বছর। প্রায় ২ বছর থেকে লক্ষ্য করছি আমার পেনিস উত্তেজিত অবস্থায় বাম দিকে বেকে যায়। শুনেছি এটা একটা রোগ। এর চিকিত্সা কি? ভাল ডাক্তারের ঠিকানা দিন (রাজশাহী)। ভীষণ চিন্তায় আছি।

গোপন বার্তা চেক করুন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ছেলেদের সমস্যা।

ভাল পরামর্শ দেন ভাই।



১২

Re: ছেলেদের সমস্যা।

আমার বয়স ২১ | আমি গত ৭-৮ মাস থেকে অনেক কষ্টে আছি , প্রস্রাব করতে গেলে অনেক চাপ দিতে হয় এবং চাপ দিতে গেলে দ্বারে ব্যথা করে |প্রস্রাবে জ্বালা পোড়া আছে , সময়ে হলুদ হয় , সময়ে ফোটা ফোটা প্রস্রাব হয় | আমি অনেক কষ্টে আছি , প্লিজ কোনো ডাক্তারের সন্ধান পেলে বলবেন খুব তাড়াতাড়ি |